নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

উচ্ছল_মন‬

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮



গভীর অন্ধকার ঘোর অমানিশায়,
ঝর ঝর বৃষ্টি বা প্রখর রুদ্রে,
নিশ্চল নিস্তব্দ বায়ুর প্রতিকূলে;
বরফবেজা গা কাপানো শীতে,
গভীর হতাশা ঘেরা অস্থির মস্তিস্কে.!
উম্মাদ ছুটে জীবন তটিনীর প্রতিকূলে;
ছুটে চলে এক অনিশ্চিত গন্তব্যে.......!
বিনিদ্র রজনি গভীর ঘুমে আচ্ছন্ন,
নিদ্রাহীন সে রঙ্গীন সপ্ন ভূনে.!
কর্মচঞ্চল পৃথিবীতে অকর্মা সে।
সবাই ছুটে চলে নিজের প্রয়োজনে.,
সে চেয়ে থাকে প্রিয়ার পথপানে।
এমনও কি হয়? কেনইবা নয়,
অবণীর সবে যারে পাগলামি কয়.......!!!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

সাদিয়া আফরোজ বলেছেন: প্রথম ভালোলাগা ভাইয়া :)

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

শরতের ছবি বলেছেন: বাহ ,ভালো ।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভালো লাগলো ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ স্যার

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

আরাফআহনাফ বলেছেন: সুন্দর।
বানানগুলো ঠিক করে নিন, প্লিজ।

শুভ কামনা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার কি-বোর্ড এর সমস্যার কারনে লিখতে একটু সমস্যা হয় ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.