নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

হেরে যাওয়া আমি

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪



ভালো থাকুক পৃথিবির সকল ভালোবাসা,
অভ্যস্ত আমি শত কষ্টে বেশ ভালো।
আমার সুখ স্বপ্ন আঁকা, কল্পনা, আর ট্রাজেডিতে,
ওর বাস্তবতা আর সুখ স্পর্শিয়া।
সুখ তো অনুভবেই, সে তায়, আমি আমায়;
ওর প্রতিটি নিঃশ্বাস পৃথীবিতে সু'বাতাশ বহে,
আর আমার প্রতিটি নিঃশ্বাসে জীবানু মাখা বিষাক্ত ধোয়া।
তার প্রতিটি রাত জোৎস্না ভরা তারার মেলা,
আর আমার নিগুড় কালো অন্ধকারের খেলা।
তার সুখ উল্লাসে আর আমার অনুশোচনায়;
তার নির্ভরতা কোন এক রাজপুত্রের হাত ধরা,
আর আমার অজানায় ছুটে চলা।
পৃথিবিতে বিচরণ তার খুব প্রয়োজন,
আর আমি, পৃথীবির কাছে বেশ ভারী এক বোঝা।
তার জিতে যাওয়া দেখে আমি বেশ সুখী,
আমার হেরে যাওয়ায় পৃথিবি সুখী;
আমি সুখী, পৃথিবি তোমার লাঞ্চনায়।
হারানোর বেলা একটিই চাওয়া,
আগলে রেখো তারে যত্ন করে ,
যার সুখে আমিই সুখী ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫১

সানজিদ খান বলেছেন: Click This Link

২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.