![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।
প্রাণের দাবি গুলায়ে যায়
যদি মিথ্যার বেড়াজালে।
বেঁচে থাকাটুকু দায় হবে
মোর মানব জনম নিয়ে।
কতো বঞ্চনা প্রতারণা
আর ষড়যন্ত্রের জালে,
অধিকার মোর পড়বে চাপা;
আশ্বাসের পা তলে।
প্রাণ যায় যদি যাকনা এবার
এসেছি মোরা রণে,
পিছপা হবোনা হারায়ে যাবোনা
অপশক্তির ডরে।
এইবার যদি আসতে না পারো,
বিজয় পতাকা নিয়ে;
পুনর্বার আর সাহস পাবেনা
রাজপতে যেতে রণে ।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বিজয়ী হোন।
৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ১১:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

