![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই।বোমাবাজ ককটেল বাজেরা সব নির্দ্বিধায় ঘুরে বেড়ায়।চুরি,ছিনতাই,দুর্নীতি সমানতালে চলে।প্রশাসন সেই ব্যাপারে নিজেদের দায়িত্ব ভুলে বরং সব দুই নাম্বারি কাজ চালাতেই সাহায্য করে থাকে।আইন প্রয়োগকারী সংস্থা যেখানে আইন প্রয়োগ করা দরকার সেখানে আইন ভুলে থাকতেই বরং বেশি পছন্দ করে।প্রেম করা বাংলাদেশের আইনে কখনই অপরাধ ছিল বলে আমার জানা নেই।প্রেমিক যুগলদের বিরুদ্ধ্যে ব্যাবস্থা গ্রহণকারী হামবড়া ভাব নেয়া তথাকথিত এই ম্যাজিস্ট্রেটের আচরণ দেখেই মনে হয় কতটা খ্যাত আর সাইকো টাইপের মানুষ উনি। আর পুলিশের এক সদস্যকে দেখা যায় একজনকে থাপ্পর দিতে।একজন নাগরিকের গায়ে হাত তোলার অধিকার উনি কোথায় পেলেন?আর জায়গাটা যদি খারাপই হবে,তাহলে সেই পার্কের মালিককে কেন শাস্তি দেওয়া হল না অথবা পার্কটা কেন বন্ধ করা হল না?প্রশাসনের লোকদের এই রকম লাইম লাইটে আসার,নিজেদের বড় করে দেখানোর প্রবণতা অনেক দৃষ্টিকটু।
বিঃদ্রঃ কোন আতেল এখানে এসে ল্যাদানোর চেস্টা করলে সরাসরি লাত্থি দিয়া খেদানো হবে।সাধারন মানুষ প্রেম করে,তাই যুগলদের দেখা করাটাই বাস্তবতা এবং স্বাভাবিক।যারা ফেরেশতা বলে প্রেম বিষয়টাকে পাপ মনে করে পছন্দ করেন না তাদের বলছি ব্লগ খানা সাধারান মানুশদের জন্য আপনাদের জন্য নহে।
ভিডিও দেখুন ফেসবুক থেকে
২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:১১
ডেড আকাশ বলেছেন: আচ্ছা ঠিক আছে কোন প্রবলেম নাই, ব্যাপার না
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
নতুন বলেছেন: প্রশাসনের লোকদের এই রকম লাইম লাইটে আসার,নিজেদের বড় করে দেখানোর প্রবণতা অনেক দৃষ্টিকটু।
উনার মাথায় সমস্যা আছে বলে মনে হয়েছে...