![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মুসলিম, একজন বাংলাদেশী। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ পড়া শুননা করছি। লেখা লেখি খুব কম, শখের বশে করি। পড়তে ভালোবাসি।
যতদিন মোরা হব না এক,
গড়বো না গন প্রতিরোধ।
ততদিন শকুনের দল আমাদের আক্রমন করেই যাবে।
ওরা গুম করবে, ওরা খুন করবে।
আমাদের রক্ত নিয়ে তারা
রোজ হলি খেলবে।
তারা বাড়ি হামলা করবে,
মিথ্যা মামলা করবে।
অন্ধকার প্রকোষ্ঠে আমাদের
ধুকে ধুকে মারবে।
ওরা আমার মায়ের চোখের পানি ঝরাবে,
আমার বাবার বুকে
হাহাকার সৃষ্টি করবে।
তবে জানি ওরা একদিন থামবে, যেদিন
মোরা গন প্রতিরোধ গড়বো।
সেদিন তারা ঘরের কোনে লুকাবে,
কচু বনে ওদের ফাসি হবে।
আমার মায়ের চোখে
তৃপ্তির হাসি ফুটবে,
সেদিন সমাজে শান্তির
সুশীতল বাতাস বইবে।
শকুনের দল দূর থেকে ছেয়ে ছেয়ে
বুকের মাঝে ভারী কষ্ট অনুভব করবে।
মহান রবের নামে তখন তাকবীর ধ্বনি উঠবে,
মুমিনেরা শান্তির সমাজ প্রতিষ্ঠা করবে।
©somewhere in net ltd.