নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

যেমন খুশী তেমন সাজো

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৭

গত ২৩ তারিখ কলেজে গিয়েছিলাম একটা খুব দরকারে। গিয়ে দেখি কলেজে খেলা হচ্ছে। খেলা দেখআর ইচ্ছে ছিলনা। ভেবেছিলাম কাজ হয়ে গেলেই চলে আসবো। কিন্তু এক ক্লাশমেট খেলা দিলো। ভাবলাম ওর খেলাটা দেখেই যাই। এমন করতে করতে মোটামুটি শেষ পর্যন্তই থাকলাম।

প্রত্যেক ডিপার্টমেন্টের পক্ষ থেকে কয়েকজন করে মেয়ে ডিপার্টমেন্টের নাম লিখে দল বেধে আসছিলো। সুন্দরের দিক বিবেচনা করলে সব চেয়ে সুন্দর লেগেছে হোম ম্যানেজমেন্টের মেয়েদের। আর সময়ের সাথে সামন্জস্য রেখে সেজেছিল আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা। সবুজ শাড়ী, গলায় কানে বেনীতে লাল টকটকে ফুল দিয়ে সেজেছিল। ভালই লেগেছে দেখতে।



খেলা শুরু হয়েছিল ১০০ মিটার দৌড় দিয়ে। মাঠের মাঝখানে এসে দেখি সবচেয়ে লম্বা আপুটা পড়ে গেল আর সবচেয়ে খাটো আপুটা ফার্স্ট হয়ে গেলো।



সবচেয়ে ভাল লেগেছে যেমন খুশী তেমন সাজো টা।

১। ইভটিজার: ফার্ষ্ট প্রাইজ পেয়েছে :|





২। কান ধরে প্রতিজ্ঞা করছে আর ইভটিজিং করবে না ;)





৩। প্রতিবন্ধী; আমার ক্লাস মেট। থার্ড প্রাইজ পেয়েছে :)





৪। স্ট্যাচু অব লিবার্টি :)





৫। যৌতুকের দায়ে নির্যাতিতা নারী





৫ নং ছবিটির ডানপাশে দেখা যাচ্ছে ড:ইউনুস ও এসেছিলেন :|(এই আপুটার আলাদা করে ছবি তুলতে পারিনি)

৬। ইনি মনে হয় নিহত মুক্তিযোদ্ধা। ভাল করে দেখতে পারিনি





৭। উদ্বাস্তু জিন: পরিবেশ বাঁচাতে বলে মেসেজ নিয়ে এসেছিল। বলে গেছে গাঁছ লাঁগা পঁরিবেশ বাঁচাঁ, নিঁজেরাঁ বাঁচ আঁমাদেঁরও বাঁচা :|





৮। কুচকুচে সাদা জিনের সাথে ফকফকা কালো মানুষ :P



৯। লাঙ্গল কাঁধে হুকা হাতে কৃষক: কৃষক এবং জিন যৌথ ভাবে দ্বিতীয় পুরষ্কার পেয়েছে। ক্বেষককে প্রথমে দেখে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সত্যি ই বুঝি কোন ছেলে :|





১০। একেবারে বামে দুজন প্রতিবন্ধী তার পরে লাল ট্রাউজার পরা আপুটা কোন দৌড় খেলেছেন কিন্তু কিছু সাজেননি এর পরে পর্যায় ক্রমে দেখআ যাচ্ছে রাইফেল হাতে মুক্তি যোদ্ধা, আইনের চোখ অন্ধ, ড: ইউনুস এবং যৌতুকের দায়ে নির্যাতিতা নারী।





সব মিলিয়ে ভালই উপভোগ করেছিলাম। B-)

মন্তব্য ৮৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১২

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

নীলু,সারা জীবন যেমন খুশী তেমন সাজো তে ফার্স্ট হইছি রে আমি ।

ঘর ভর্তি পুরষ্কার নিয়ে আসতাম আমি ।

আমি গানে আছি মানেই সবগুলো গানে ফার্স্ট । :)

মিস করি ঐ দিন গুলো ।

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৭

নীল-দর্পণ বলেছেন: : আমি মনে হয় কালো পেত্নী সাজলে ফার্ষ্ট প্রাইজটা এবার পেয়েই যেতাম। :P

২| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৪

জামিনদার বলেছেন: স্বল্প পরিসরে অনেক আয়োজন। বেশ ভাল লাগল। অনেক কিছু মনে করিয়ে দিল আপনার এই পোস্ট।

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩০

নীল-দর্পণ বলেছেন: :) ধন্যবাদ আপনাকে :)

৩| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৮

শায়েরী বলেছেন: ইশ স্কুলের কথা মনে পরে গেলো

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

নীল-দর্পণ বলেছেন: বুড়ি হয়ে গেছেন বুঝি? :P

৪| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৯

বৃষ্টিধারা বলেছেন: আমি সাজতাম অন্য রকম জিনিস পাতি ।

সাইজা গুইজা টিচার দের সালাম করতাম আর সালামি নিতাম । সবার ফেভারিট স্টুডেন্ট ছিলাম ।

একবার তো আমার সাড়ে ৭ হাজার টাকা ইনকাম হইছিল,সাথে পুরষ্কার । :)

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

নীল-দর্পণ বলেছেন: খাইসে :|

৫| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২২

জারনো বলেছেন: ভালই লাগলো। মাঝে মাঝে সিরিয়াস ও অশালীন কথাবার্তার মাঝে এরকম দু'একটি ছবি দেখলে মনটা ভালো হয়ে যায়।

৬| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৩

জারনো বলেছেন: ভালই লাগলো। মাঝে মাঝে সিরিয়াস ও অশালীন কথাবার্তার মাঝে এরকম দু'একটি ছবি দেখলে মনটা ভালো হয়ে যায়।

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

নীল-দর্পণ বলেছেন: :) :)

৭| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৫

জামিনদার বলেছেন: @ বৃষ্টিধারা- আরে চাপা কম মারো না। কী শুরু করলা :( :(

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

নীল-দর্পণ বলেছেন: থাক চাপা মারলে আপুর ই চাপা ব্যাথা হয়ে যাবে
;)

৮| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৬

শুভ্রতা বলেছেন: ছবি গুলা দেখে আমরাও খানিকটা উপভোগ করলাম

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৮

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা @ জামিনদার ...

সত্যি কথা কার কাছে চাপা মনে হয়,জানেন ?

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪১

নীল-দর্পণ বলেছেন: :-B :-B

১০| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল ছবিগুলো দেখে।

তবে তেমন কোন পুরোনো স্মৃতি জাগ্রত হয় নাই সবার মতন। কারন ছোটবেলায় আমি কখনোই স্কুলের স্পোর্টসে অংশ নেয়ার বা যাওয়ার সুযোগ পেতাম না। আমার সবসময়ই কোন না কোন পরীক্ষা থাকতো। :( ভাগ্যিস থাকতো। নইলে তো এখন মন খারাপ করা লাগতো। :)

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৯

নীল-দর্পণ বলেছেন: আমিও কোনদিন খেলায় অং নেই নি। তবে মজার একটা স্মৃতি আছে।
একবার গ্রামে যেয়ে বাড়ীর পাশের স্কুলে খুব কান্না কাটি করে খেলা দিয়েছিলাম(আমি কি আর পারি এমনি এমনি যেয়ে একটু লাফ-ঝাপ আরকি :P ) তো আম্মা আব্বা চিন্তা করলেন পুরষ্কার না পেলেতো কান্না কাটি করবো। এই ভেবে আমার জন্যে সুন্দর একটা বাটি কিনে নিয়ে এলেন। :P

বাটিটা এখনও আছে। অনেক সুন্দর :)

১১| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫০

বৃষ্টিধারা বলেছেন: আমি সাজছিলাম-ফুলওয়ালী ।
ফুল বিক্রি করে দিন চলে আমার,বুঝছস ?

স্যার দের কাছে ফুল বিক্রি করলাম,বড় ভাইয়াদের কাছে ও করলাম,আন্টি যারা আসছিল ওদের কে কিনতে বাধ্য করলাম ।

সব চাইতে বেশী দিল-চিফ গেস্ট । এলাকার চেয়ারম্যান,আমার আব্বু আম্মু ২জন ই ডাক্তার । সিভিল সার্জন আব্বু । আব্বুর কাছে চেয়ারম্যান আংকেল দুনিয়ার রুগী নিয়া যাইত বিনা পয়সায় দেখানোর জন্য । ভাব ছিল এরকম-বিনা পয়সায় উনি সেবা দিচ্ছেন । উনি ই একলা আমাকে ৫হাজার টাকা দেন একটা গোলাপ কিনে । :)

এই হইল-কাহিনী। চাপা মারার প্রশ্ন ই আসে না রে আপুনি ।

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১০

নীল-দর্পণ বলেছেন: তুমিতো ডাকাইত মাইয়্যা! :-*
জোর করে ফুল কিনতে বাধ্য করেছো, আবার দামও বেশী নিয়েছো!

(দারুন এক্টা আইডিয়া, দেখি কোন দিন কাজে লাগানো যায় কিনা ;) )

১২| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫১

জারনো বলেছেন: বৃষ্টিধারা বলেছেন: হা হা হা @ জামিনদার ...
সত্যি কথা কার কাছে চাপা মনে হয়,জানেন ?


চাপা মারলে ক্ষতি নাই। তবে ৭ হাজার টাকা একা মেরে দিবেন তা তো হবেনা। শেয়ার করতে হবে। হাজীর বিরিয়ানী খাওয়াতে হবে কইলাম!

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১১

নীল-দর্পণ বলেছেন: ঐ টাকা এতদিন হজম করে ফেলেছে কিনা দেখেন :(

১৩| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ওয়াও অনেক সুন্দরতো। ++

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১২

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৪| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৭

মুনসী১৬১২ বলেছেন: জারনো বলেছেন: বৃষ্টিধারা বলেছেন: হা হা হা @ জামিনদার ...
সত্যি কথা কার কাছে চাপা মনে হয়,জানেন ?

চাপা মারলে ক্ষতি নাই। তবে ৭ হাজার টাকা একা মেরে দিবেন তা তো হবেনা। শেয়ার করতে হবে। হাজীর বিরিয়ানী খাওয়াতে হবে কইলাম! আমিও ভাবো--- :(( :(( :(( :(( ---

হুম আমিও পেয়েছি দুইবার--
মোর সোনা রঙের ছোটোবেলার দিনগুলো--

মনে করিয়ে দিলেন ---------- :( :(

আপনারে মাইনাছ :-P :-P :-P

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১২

নীল-দর্পণ বলেছেন: টেকনিক্যাল ফ্রব্লেমের কারনে মাইনাসটা এখনও পৌছেনি :P

১৫| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১১

পুরাতন বলেছেন: আমার মতে কালো জিন টাই প্রথম পুরুষ্কার পাওয়ার যোগ্য 8-|

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৩

নীল-দর্পণ বলেছেন: ঠিক। এক্কেবারে খাঁটি কথা বলেছেন :#)

১৬| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৩

বৃষ্টিধারা বলেছেন: ঐ টাকা কবেই শেষ !!! :(

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫১

নীল-দর্পণ বলেছেন: শেষ হইসে তো কি হইসে নিজের পকেট থেকে খরচ করে খাওয়াবা এখন /:)

১৭| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩১

জারনো বলেছেন: বৃষ্টিধারা বলেছেন: ঐ টাকা কবেই শেষ !!!

বল্লেই হলো(!) অনশন ধর্মঘট করুম, তা না হলে অর্থ ব্যায়ের হিসাব দাখিল করুন।

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫১

নীল-দর্পণ বলেছেন: ঠিক ঠিক ঠিক

১৮| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

যা যা করতে পারেন,করেন .... দেখি আমি ....

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫২

নীল-দর্পণ বলেছেন: কি বিচ্ছু মাইয়্যারে বাবা....ভয় ডর নাই....এক্বার শুরু কর্লে কিন্তু পালাইয়া কুল পাইবানা কইলা......ম

১৯| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

বৃষ্টিধারা বলেছেন: আমাকে তো এখন একটা সংসার চালাইতে হয় !!! :(

এক কাজ কর,২জন মিলে আমার বাসায় এসে পড়,খাওয়াবো রান্না করে । :)

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

নীল-দর্পণ বলেছেন: তুমি রান্না করে খাওয়াবা! :-* থাক তোমার কষ্ট করে খাওয়াতে হবে না। বাইরে খাওয়ালেই আম্রা খুশী :#)

২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:০৬

নীল-দর্পণ বলেছেন: তুমি রান্না কইরা খাওয়াইবা! :-* থাক তুমার কষ্ট করার দরকার নাই তর চেয়ে বরং আমগোরে বাইরে খাওয়াইয়ো :#)

২০| ২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমি কুখনো সাজিনাই :( /:) /:)

২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:০৮

নীল-দর্পণ বলেছেন: আমিও কুখুনো সাজিনাই :( :(

২১| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:০৯

বৃষ্টিধারা বলেছেন: আমি কিন্তু সব চাইনিজ ফুড বানাইতে পারি ...

মেনু বল । :-B :-B

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৬

নীল-দর্পণ বলেছেন: আমি কি চাইনিজ নিকি /:)

২২| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:২০

জারনো বলেছেন: বৃষ্টিধারা বলেছেন: আমি কিন্তু সব চাইনিজ ফুড বানাইতে পারি ...

চাইনিজ খাইলে তো চায়না যামু, আমরা ভর্তা আর বেগুন ভাজি খাব খিচুরির সাথে।

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: ঠিক ঠিক আমরা ঐসব চ্যাং ফ্যাং খাবার খাইনা :-P

২৩| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:২৫

বৃষ্টিধারা বলেছেন: তাইলে তো কথা ই নাই ।

চইলা আসেন বাসায়,দেরী কিসের ?

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৮

নীল-দর্পণ বলেছেন: শোন তুমি টিফিন ক্যআরিয়ারে করে খাবার নিয়ে আসবা আমরা খাবো আর তুমি পাশে বসে বাতাস করবা। বুচ্ছোওওওও B-)

২৪| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৪

শুভ্রতা বলেছেন: বৃষ্টিআপু আমার ব্লগ আপনার মত মহান ব্লগারকে খুব মিস করছে।

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৮

নীল-দর্পণ বলেছেন: :-*

২৫| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৫

মাইশাআক্তার বলেছেন: ভাল লাগল খুব। যমন খুশি তমন সাজা হয়নি কখনো, তবে অন্য কিছু খেলে প্রাইজ পেয়েছি B-)

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: আমি অনে....ক পিচ্চি থাকতে কেরাত প্রতিযোগীতআয় ফার্ষ্ট আর নাত এ থার্ড প্রাইজ পেয়েছিলাম :)

২৬| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৮

বৃষ্টিধারা বলেছেন: শুভ্রতা কি আমারে অফমান কইরা গেল নি ??? X( X( X(

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:২১

নীল-দর্পণ বলেছেন: এত্ত বড় সাহোোোোোস X((

২৭| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৮

বড় বিলাই বলেছেন: স্পোর্টসের এই খেলাটাই সবচেয়ে মজার লাগে। একবার বান্দরবনে একটা স্কুলে স্পোর্টস দেখতে গিয়েছিলাম। ওখানে কয়েকটা পিচ্চি মুক্তিযোদ্ধা সেজে আমাদের কাছ থেকে চান্দা আদায় করতে চেয়েছিল। :P

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: :-* :-*

২৮| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :-B :-B :-B

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: :P :P

২৯| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: :)


মনে পড়ে গেলো আমার নিজের ছোটবেলা।:) :) :)

২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:২৬

নীল-দর্পণ বলেছেন: তুমিতো হলে অল রাউন্ডার! তা তুমি কি সাজতে বলোতো শুনি...লাল টুকটুকে বউ নাকি পান্তা বুড়ি? :)

৩০| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৯:০৮

সুরঞ্জনা বলেছেন: খুব ভালো লাগলো ছবিগুলো। খুব ছোট বেলায় ২/১বার স্কুলে খেলায় অংশ নিয়েছিলাম। কিন্তু তারপর আর না। মাথায় রোদ লাগানো নিষেধ থাকায় স্কুলে এসেম্বলিতেই দাড়াতাম না। :(

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১১

নীল-দর্পণ বলেছেন: দুষ্টু দুষ্টু খন্নাস মাইয়্যাটা সেই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতো :-*

:P :P :P

৩১| ২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:১৩

স্বাধীকার বলেছেন: খুব ভালো হয়েছে। কয়েকটি অনুষ্ঠানে আমি ‘‘যেমন খুশি তেমন সাজো-র বিচারক ছিলাম। প্রতিটি ক্ষেত্রেই যারা প্রতিবন্ধি, ভিক্ষুক সেজেছে তাদের সবচেয়ে কম নম্বর দিয়েছি। বলা যায় যত ভালোই সাজুক তাদের ফেল করিয়ে দিয়েছি। কারণ প্রতিবন্ধিদের নিয়ে মস্করা প্রতিবন্ধিদের প্রতি তাচ্ছিল্যের নামান্তর। এতে প্রতিবন্ধিরা কষ্ট পায়। সমাজে ভিক্ষা বৃত্তি কাম্য নয়। তাই তাদের ক্ষেত্রেও একই বিবেচনা কাজ করেছে।

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১৩

নীল-দর্পণ বলেছেন: হুমমম খআরাপ বলেন নি.....তবে আমার ক্লাসমেট কে দেখলাম ওর মেসেজ ছিল প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরাও পারে...এই টাইপ

ধন্যবাদ আপনাকে

৩২| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৪

শূণ্য উপত্যকা বলেছেন: সামনা সামনি দেখা্ও। B-)

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১৩

নীল-দর্পণ বলেছেন: দেখালাম তো :-*

৩৩| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ১০:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
ভালো লেগেছে খুব। কলেজ জীবনের কথা মনে পরে গেল।
ভালো থাকবেন সবসময়।



পখেলা শুরু হয়েছিল ১০০ মিটার দৌড় দিয়ে। এখানে কি পয়েলা হবে ?

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১৪

নীল-দর্পণ বলেছেন: আপনিও ভাল থাকবেন।

পখেলা নয় ওটা হবে খেলা। ঠিক করে দিয়েছি।

অনেক ধন্যবাদ :)

৩৪| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ১০:৩৮

ফাইরুজ বলেছেন: ছবিগুলো দেখে খুব ভালো লাগলো।স্কুল জীবনে আমি কখনো কোন প্রতিযোগীতায় অংশ নেই নাই।যাও দু একবার প্রতিযোগীতায় নাম দিয়েছি দেখা গেছে লাড্ডু গুড্ডু হইছি।

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১৬

নীল-দর্পণ বলেছেন: আমিও কখনো দিই নি :)

৩৫| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ১০:৪৩

আকাশগঙ্গা বলেছেন: কোন স্কুল/কলেজ/ইউনি?

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:১৯

নীল-দর্পণ বলেছেন: গার্হস্থ্য অর্থনীতি কলেজ

৩৬| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ১০:৫২

কাব্য বলেছেন: B-)

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:২০

নীল-দর্পণ বলেছেন: :) :)

৩৭| ২৬ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৪

চর্যা পদ বলেছেন: বেশ ভালো লাগলো ছবি গুলো।

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:২১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩৮| ২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:২৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমি ওইরাম সাইজতে চাই :-B B:-)

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩৩

নীল-দর্পণ বলেছেন: কোনরাম? :||

৩৯| ২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:৩১

রেজোওয়ানা বলেছেন: কৃষককে সবচেয়ে বেশি ভাল লাগলো :)

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩৪

নীল-দর্পণ বলেছেন: আমিতো দেখে প্রথ মে কনফিউজড হয়ে গেসিলাম।
কৃষক যৌথভাবে ২য় হয়েছে

৪০| ২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এটাতো আমার মতন দেহায় ;)

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩৫

নীল-দর্পণ বলেছেন: হাচনি ;)

৪১| ২৭ শে মার্চ, ২০১১ রাত ১২:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভালই ত। :) :)

কোন কলেজ এটা ??

২৮ শে মার্চ, ২০১১ ভোর ৬:৪০

নীল-দর্পণ বলেছেন: গার্হস্থ্য অর্থনীতি কলেজ

৪২| ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৪

আরিয়ানা বলেছেন: হা হা হা দারুন মজার ব্যপার তো!!

৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:২০

নীল-দর্পণ বলেছেন: :)

৪৩| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১:৩৩

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: :D :D

৪৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৮

সরল মানুষ বলেছেন: তুই কিছু দেস নাই নীলু?? ;)

০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬

নীল-দর্পণ বলেছেন: আমি দিলে দেখতো কে? আমি দাড়ায়-বসে দেখসি

৪৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০১

সরল মানুষ বলেছেন: তাইতো.!! :|


৫ আর ৯ ভাল লাগলো.....:)

৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫

সরল মানুষ বলেছেন: তাইতো.!! :|


৫ আর ৯ ভাল লাগলো.....:)

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৪

আধাঁরি অপ্সরা বলেছেন:

অসাধারণ অসাধারণ আর অসাধারণ বললেও কম হবে!!



কেনো অসাধারণ বলি.....

কিছু বিষয় আছে ছোট বেলার স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে দিয়ে যায়!পোস্ট দেখতে দেখতে আমার মনে হল আমি সেই ক্লাস ৫ এ ফিরে গেলাম!!!!!!

খুব নস্টালজিক ফিল করতেছি!!!:(



ভূতনিকে অনেক অনেক ধন্যবাদ!!
ভালো থেকো আপুমনি!!!!!:):):)

০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৩

নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু আপুনি। আপনিও ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.