নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে....

০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

জীবনটা মনে হচ্ছে একটা বৃত্তের মধ্যে আটকা পড়ে গিয়েছে। সকালে ক্লাসে যাওয়া, বাসায় ফিরে এই-সেই করা....প্রতিদিন মোটামুটি একই ধরনের কাজ। মনটা একটু বৈচিত্র খুজছে। বার বার মনে হয় জীবন ধারাটা যদি একটু বদলাতো! কিন্তু আসলেই যে কি চাই নিজেও জানিনা। মাঝে মাঝে মনে হয় শূন্যের মাঝে ভাসছি। কোন চাওয়া পাওয়া নেই....!



ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, তাই বলে এমনটি ভাবার কোন কারন নেই যে খুব ঘুরে বেড়াই। আমার জীবনে ঢাকার বাইরে নিজের গ্রাম ছাড়া তিনটি জায়গায় গিয়েছি। দাখিল পরীক্ষার পর মাগুরা গিয়েছিলাম ছোট কাকার বাসায়। এক সপ্তাহ থেকেছিলাম। সেখানে যে বাইরে ঘোরাঘুরি করেছি এমনটি নয়। বাসায়-ই ছিলাম। ০৮ এ নীলফামারী গিয়েছিলাম। সেখানে একটু ঘোরাঘুরি হয়েছে। আর ০৯ এ একদিনের জন্যে সিলেটের জাফলং। ব্যাস, এই হলো আমার ঘুরে বেড়ানো তালিকা!



আগে মাঝে মাঝে মনে হতো, কিন্তু ইদানিং প্রায়-ই মনে হয় এমন একটা সুযোগ হতো জীবনে, যে সারা জীবন শুধু দেশে-বিদেশে ঘুরে বেড়াবো, আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টিগুলো দেখে বেড়াবো। কিন্তু কিভাবে হবে আমার এই ইচ্ছে পূরন। জানা নেই কোন পথ। ইদানিং আরেকটি কথা মনে হয় যেটা শুনলে অনেকেই হয়ত ছি...ছি করবেন। কিন্তু আমার যে মনে হয়! তা হলো দেশে আর থাকবো না জীবনে যদি কখনও সুযোগ আসে প্রথম সুযোগেই দেশের বাইরে চলে যাবো। লিস্টের প্রথম পছন্দ হলো কানাডা। সেখানে নাকি বছরের প্রায় অনেকটা সময় ঠান্ডা থাকে। শীত যে আমার চরম পছন্দ...তাই...। শীতে হি হি করে কাঁপলেও অতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে গরমে।

মাঝে সাঝে যখন আম্মাকে বলি কানাডা চলে যাবো। আম্মা মুখ ঝামটা দিয়ে বলেন, "কানাডা যাইয়ো বয়রাডার সাথে"। মনে মনে বলি ঐটা হইলে ত ভালই হইসিলো, তাও ত দিবা না।। কারন আম্মা চান না তার ছেলে মেয়ে দেশের বাইরে যাক। কোন বাবা-মা ই হয়ত এটা চান না, তবে আমার বাবা-মাকে দেখি একটু বেশী-ই....



দেশেই যদি থাকতে হয় তবে এই ইট-পাথরের ঢাকার শহরে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। স্বপ্ন দেখি মফস্বল কোন একটি শহরে থাকার, সেটা হতে পারে বাংলা দেশের যে কোন জায়গায় হতে পারে, আপত্তি নেই। হঠাৎ হঠাৎ একটি ব্যাপার মনে হয়, যদিও নিজের কাছেই হাস্যকর লাগে। সেটা হলো বিয়ের সময় কিছু শর্ত দিয়ে একটা চুক্তি পত্র বানাবো যে শর্ত গুলো মেনে ঐ পেপারে সাইন করতে রাজী হবে তাকেই করবো। B-)

শর্ত গুলো এরকম;

১। দেশের বাইরে নিয়ে যেতে না পারলে দেশের যে কোন একটি মফস্বল শহরে থাকতে হবে।

২। বছরে অন্তত ৩/৪বার ঘুরতে নিয়ে যেতে হবে।

আপাতত এই দুটোই....B-)



ইদানিং আরেকটা ইচ্ছে খুব প্রবল হয়েছে, তা হলো একবার হলেও হজ করতে যাওয়া। আর সেটা হলো ওমরাহ হজ্জ। ওমরাহ বলছি এই কারনে ফরজ হজ্জের সময় অনেক ভীড় হয়। আল্লাহর ঘর দেখবো,তাওয়াফ করবো। একটু ধীরে সুস্থে, সময় নিয়ে মন দিয়ে করবো। আমার মনে হয়েছে ফরজ হজ্জের সময় সেটা হয়ত সম্ভব নয়। আর আমার ত আর ফরজ না, হজ্জ করার মতন মাল আমার নেই। তাই ওমরাহ টাই। কুরআনুলকারী নামক একটা চ্যানেল আছে সেখানে প্রায় সারাদিন কোরআন তেলাওয়াত করা হয় আর নামাজের সময় মসজিদে হারাম থেকে সরাসরি নামাজ দেখায়। ওটা দেখলে যে কি আফসোস হয়...কি আফসোস....আমি বলে বোঝাতে পারবো না।



একটা পোষ্ট দিতে মন চাইছিলো কিন্তু মাথায় কোন টপিক নেই, কি আর করা তাই এলোমেলো কথাগুলোই পোষ্ট বলে চালিয়ে দিলাম-গছিয়ে দিলাম। প্রিয় ব্লগারগন আশা করছি অতীতের মতনই নিজ নিজ গুনে ক্ষমা করবেন!

মন্তব্য ১০৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫০

ফারজুল আরেফিন বলেছেন: ভাল লাগলো।

সব ইচ্ছে পূর্ণ হোক। শুভকামনা। :)

০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্যে :)

২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১

জালিস মাহমুদ বলেছেন: জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে.... হ সত্য কথা

০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

নীল-দর্পণ বলেছেন: আপনারও আমার মতনই মনে হয় :(

৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০

গাধা মানব বলেছেন: সব ইচ্ছে পূর্ণ হোক। শুভকামনা রইল অনেক। :) :)

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৭

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ অনেক আপনাকে :)

৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৩

হানী বলেছেন: আসলেই..........জীবনটা বড্ড একঘেয়ে.......! মন চাইলেই ঘুরতে বেরিয়ে পড়বা :) আমিও তাই করি :) তারপরেও একঘেয়েমি কাটতে চায় না :(

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৬

নীল-দর্পণ বলেছেন: একা একা কোথাও ঘুরে মজা পাইনা। আর নিজের সময়ের সাথে কাউকে মেলাতেও পারিনা....জীবনটা ফ্যাকরাময় :(

৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৫

ঢাকাবাসী বলেছেন: ইচ্ছে পূরণ হোক, শুভেচ্ছা।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৬

নীল-দর্পণ বলেছেন: :)

৬| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৭

আজমান আন্দালিব বলেছেন: ইচ্ছেগুলি পূর্ণতা পাক। শুভকামনা।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৫

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৭| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৯

অন্তরন্তর বলেছেন: জীবনের সব ইচ্ছে, আশা পূর্ণ হউক। বিদেশে অনেকে আসছেন, আসবেন। আর আমি দেশে আসতে চাচ্ছি। কিন্তু সম্ভব না কারন জীবন এতো সহজ ভাবে চলে না। শীত ভাল লাগে বলেছেন , আমারও লাগত। কিছুদিন পর দেখবেন ভাল লাগছে না। বিধাতাও বিপদে আছেন। মানুষকে সন্তুষ্ট করা বিধাতারও কম্ম নয়। ভাল থাকুন, দেশেই থাকুন।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৫

নীল-দর্পণ বলেছেন: একটা সময় দেশের বাইরে যাওয়ার কথা চিন্তাও করতে পারতাম না....আনফরচুনেটলি যদি কখনও যাওয়ার সুযোগ হয়-ই মনে হয়না আমি বেশী দিন থাকতে পারবো.....

৮| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০

নুমান১১০ বলেছেন: শুভকামনা।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ

৯| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪১

মাইশাআক্তার বলেছেন: সব ভাল ইচ্ছেগুলো পূর্ণতা পাক :)

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৩

নীল-দর্পণ বলেছেন: আমার আম্মা আমাদের জন্যে এভাবে দোয়া করেন।
ধন্যবাদ মাইশাপু :)

১০| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:০৮

ঈষাম বলেছেন: জীবন বড়ই পেইন..:|

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩২

নীল-দর্পণ বলেছেন: আমার এক ফ্রেন্ড বলে জীবনটা এত এনজয় করছি যে এখন মরে গেলেও আফসোস থাকবে না :|

১১| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার একঘেঁয়েমি লাগলেই মাছের বাজার আর তরকারির বাজারে যাই। একগাদা বাজার করে বাসায় ফেরার পথে ছোলা বা মটর ভাজা কিনি। বাসায় এসে দুধ-চা, সাথে ছোলা ভাজা কুটুর কুটুর করে চিবোতে থাকি:(


কিন্তু বাস্তবিকই, আমি কখনো একঘেঁয়ে বোধ করবার সময় পাই না:):) মাঝে মাঝে কিছুটা হতাশাগ্রস্থ হই, তাও খুব।

আমার ছেলের এসএসসি পরীক্ষা শেষ করেছে ৩দিনও হয় নি, এরই মধ্যে সে হাঁপিয়ে উঠেছে- সে কিছুই করার পাচ্ছে না। তাকে বই পড়তে বলি, সে বই পড়বে না। তার অভ্যাস হলো পিসি, মোবাইল, গান, ইত্যাদি। আমি পিসি আর মোবাইল বেশি নাড়তে দিতে চাই না:( এ হলো এ যুগের পোলাপানের অস্থিরতা:( আপনাকে বলছি না কিন্তু:):)

আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হোক, এই কামনা করছি।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩১

নীল-দর্পণ বলেছেন: মাছ-কাচা বাজারে যাওয়া সম্ভব না। আর শপিংয়ে গেলে মন আরো খারাপ হবে। কেনার মতন পয়সা না থাকলে মার্কেটে যাওয়াটা বিপদ।
আপনার ছেলের মতন অস্থিরতা আমাকেও পেয়ে বসতো প্রতিটা পরীক্ষার পর। পরীক্ষার সময় ভাবতাম শেষ করে টানা কয়েকদিন পড়বো না। কিন্তু পরীক্ষা যেদিন শেষ হতো সেদিন রাতেই বোর হয়ে যেতাম, কারন কিনে আনা তিন গোয়েন্দাটা ঐ রাতেই শেষ! এখন অবশ্য করার অনেক কিছু আছে

এক কাজ করেন সম্ভব হলে আপনার ছেলেকে বেড়াতে পাঠান কয়েকদইন পরে। তার পরে ইন্টারের বই(বাংলা-ইংলিশ) এমনি এমনি পড়তে বলেন।

ধন্যবাদ অনেক

১২| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩০

টানজিমা বলেছেন: আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)



"কানাডা যাইয়ো বয়রাডার সাথে"। :|

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩১

নীল-দর্পণ বলেছেন: ...নিরাশ হবেন না B-)

১৩| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চিন্তা করবেন না, নিয়্যত সৎ থাকলে ইনশাল্লাহ পূরণ হবে। :)

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:০২

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:১৭

ভারসাম্য বলেছেন: ও, আপনি তাইলে মাদ্রাসা পাস !

সমস্যা নাই। নতুন জানলামতো, তাই।

ভাল থাকবেন। আল্লাহ আপনার আশা পূরণ করুক। আমিন।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৩১

নীল-দর্পণ বলেছেন: হা, আমি মাদ্রাসা থেকে পড়াশুনা করেছি।

ভাল থাকবেন আপনিও

১৫| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: হায় হায় এই বয়সে একঘেয়েমী লাগা তো ভালো কথা না।:(

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:০৫

নীল-দর্পণ বলেছেন: কি করবো আপু, তোমার মতন সুন্দর সুন্দর কাজও পারিনা। পারলে না হয় কিছু একটা নিয়ে থাকতাম :(

১৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৪৪

কি নাম দিব বলেছেন: বয়রাডার সাথে" এর মানে কি? :|

দেশের বাইরে গিয়ে থাকার ইচ্ছা নাই, বেড়ানোর জন্য যেতে রাজি আছি। কোনদিন সুযোগ হলে পড়াশুনার জন্য গেলেও রাজি আছি। এখন আল্লাহর ইচ্ছা।


০২ রা মার্চ, ২০১২ রাত ১১:০৭

নীল-দর্পণ বলেছেন: বয়রা হইলো বধির যে কানে শোনা না। কানা-ডা এর সাথে মিলায়ে বয়রা-ডা। বুচ্ছিস এইবার :P
বাইরে গিয়ে থাকার ইচ্ছা আমারও এক সময় ছিলো না। আর কখনো গেলেও সত্যিই টিকতে পারবো কিনা সন্দেহ আছে। তবে পড়তে যাওয়ার ইচ্ছা নাই

১৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৫২

বড় বিলাই বলেছেন: কিনাদি আপুটা ভীষণ সাদা-সিধা। নীলুর আম্মুর মশকরাটাও বুঝতে পারে না। এর মানে হল 'কানা-টা যেও বয়রা-টার সাথে'। :P


তোমার সব ইচ্ছা পূরণ হোক নীলু। বিশেষ করে শর্ত দুটো যেন অবশ্যি পূরণ করতে পারে বয়রাডা। ;)

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:০৮

নীল-দর্পণ বলেছেন: বয়রা শব্দের মানে টা মনে হয় বুঝে নাই :P

দোয়া করো আপি শর্ত দুটো যাতে... :#> :#>

১৮| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:১১

মিরাজ is বলেছেন: মাগুরার মেইন শহরে গেছিলেন?


ইচ্ছাগুলো পুর্ণতা পাক সেইকামনা করি।

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২২

নীল-দর্পণ বলেছেন: সরকারী নার্সিং হোমটা যেখানে ওটার আশেপাশেই মনে হয় মেইন শহরেই (আসলে থানাটা কি জানিনা) :!>

ভাইয়া কি মাগুরার

১৯| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:১৫

মিজভী বাপ্পা বলেছেন: জীবন শুধু একঘেঁয়ে না ব্যর্থতায় ও ভরে গেছে!!!

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২২

নীল-দর্পণ বলেছেন: ঐ হিসাব টা নাহয় না-ই হলো :( :(

২০| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২৪

রাতুল_শাহ বলেছেন: কিন্তু আসলেই যে কি চাই নিজেও জানিনা। মাঝে মাঝে মনে হয় শূন্যের মাঝে ভাসছি। কোন চাওয়া পাওয়া নেই....!


কম-বেশি সবার এই রোগ আছে।

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২৬

নীল-দর্পণ বলেছেন: আসলেই....যখন মনে হয় এটা চাচ্ছি এটার ত এই সমস্যা...ওটার ঐ সমস্যা....তখন আর কিছুই ভাবতে পারি না ! কোন চাওয়া থাকেনা, মনটা কেমন যেনো একদম হালকা থাকে তখন

২১| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২৯

শিশিরের শব্দ বলেছেন: Valo laglo..Icchegulo sob puron hok :)

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩৫

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২২| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩১

মাহবু১৫৪ বলেছেন: ছি ছি। তার মানে কানাডা যারা থাকে তারা সব বয়রা! :-* :-* :-* কিন্তু আমি তো ঠিকই কানে শুনি। :|


আসলে জীবনটাকে নিয়ে নাড়াচারা করলে একঘেয়ে ভাবটা হয়ত থাকে না।


পোস্ট ১০ম ভাল লাগা


শেষ পর্যন্ত আপনার মনের ইচ্ছে বদলে যাচ্ছে। আমার পোস্ট গুলো কি একটু প্রভাবিত করেছে নাকি আপনাকে? ;)

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩৮

নীল-দর্পণ বলেছেন: আপ্নে আসলে মজাটা বুঝেন নাই :P

আমি আসলে একেক সময় একেক জনের পোষ্ট দেখএ প্রভাবিত হই। নাআমি আপুর পোষ্ট দেখে অষ্ট্রেলিয়ার ভুত ঢুকছে। কিন্তু ঐখানে অনেক সাপ আর গরম। দুইটাই ভয়-অপছন্দ।

ইচ্ছেগুলো না বদলে উপায় আছে, পূরন হবার সম্ভাবনা যেখানে০% :(

২৩| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ইচ্ছে গুলো পূর্ণ হোক নতুন ইচ্ছে জন্ম দিয়ে!

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩৯

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল কমেন্ট টা আপু :)

২৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৩৬

রাতুল_শাহ বলেছেন: কে বলেছে জীবনের এই নিয়ম গুলো মানতে?

হাসতে হাসতে সব নিয়ম ভেঙে ফেলেন।

০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৪০

নীল-দর্পণ বলেছেন: কোন নিয়ম

ভাংগার অধিকার/সাহস বোধ হয় নেই আমার :(

২৫| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৪০

রাইসুল জুহালা বলেছেন: আপনার পোস্ট পড়ার পর এখন আমার নিজের জীবনটা একঘেয়ে মনে হচ্ছে। পোস্ট পড়ার আগে এই চিন্তা মাথায় আসে নাই!

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২

নীল-দর্পণ বলেছেন: আয় হায় :-*

২৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৪১

মাহবু১৫৪ বলেছেন: যেখানে সাপের ভয় সেখানে রাত্রি হয়।


আপনার কানাডা ছাড়া গতি নাই। :P

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫০

নীল-দর্পণ বলেছেন: আমার দেখা যাবে মরার আগ পর্যন্ত বাংলাদেশ ই শেষ ঠিকানা :(

২৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৫৩

বেঈমান আমি বলেছেন: এতো এতো শর্ত?আশা করি কোন না কোনো বয়রা এসে আপনার ইচ্চা পুরন করে দিবে। :P :P :P

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

নীল-দর্পণ বলেছেন: তাই যেনো হয় :P

২৮| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:০৯

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: কোন নিয়ম

ভাংগার অধিকার/সাহস বোধ হয় নেই আমার



তাহলে একঘেয়েমী জীবন আপনার জন্য পারফেক্ট।


০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

নীল-দর্পণ বলেছেন: :( :(

২৯| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:২৪

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: একঘেয়েমি জীবনই ভালো :) মেশিনের মত চলাই উত্তম :)

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

নীল-দর্পণ বলেছেন: হয়ত..... :(

৩০| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:৪৮

টানজিমা বলেছেন: ওহ, এই কথা!! ভাবলাম কি না কি.. যাক, বাচা গেল।.. #:-S

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২

নীল-দর্পণ বলেছেন: :-* :-*

৩১| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:১৬

মুনসী১৬১২ বলেছেন: পূরণ হুক সব আশা

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২

নীল-দর্পণ বলেছেন: :)

৩২| ০৩ রা মার্চ, ২০১২ রাত ২:৫৫

শোশমিতা বলেছেন: সব ইচ্ছে পূর্ণ হোক। শুভকামনা। :)

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪১

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৩৩| ০৩ রা মার্চ, ২০১২ ভোর ৫:৩৪

আবদুর রহমান (রোমাস) বলেছেন: বিয়ে করুন দেখবেন একঘেয়ে থেকে জীবনটা ২ঘেয়ে হয়ে যাবে :P :P :P

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪০

নীল-দর্পণ বলেছেন: খারাপ বলেন্নাই। কিন্তু ঐটাও যে একঘেয়ে হবে না তার নিশ্চয়তা কি! তার উপ্রে ঐটা হইলো ওয়ান ওয়ে...মরার আগে বাইর হওয়ার পথ নাই :|

৩৪| ০৩ রা মার্চ, ২০১২ ভোর ৫:৫২

ফারিয়া বলেছেন: হাহাহা, যাক, ইচ্ছা পুরন হোক! :-B

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

নীল-দর্পণ বলেছেন: ফারিয়াপুর দোয়াটা কবুল হোক :-B

৩৫| ০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:২২

আন্না০০৭ বলেছেন: মজা পাইলাম ।
আমি ঢাকার মানুষ ঢাকার বাইরেই যাওয়া হয় নাই কখনো আমার ইট পাথরের ঢাকা শহরই অনেক ভালো :)
তবে সেকেন্ড ইয়ারে দেখি সবারই বিবাহের দিকে আগ্রহ হইতেসে কয় দিন পর পর শুনি এরে দেখতে আসছে এর বিয়ে হয়ে গেছে !!

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

নীল-দর্পণ বলেছেন: আমার ইদানিং একদম-ই ভাল লাগেনা এই শহরে। :(
মেয়েদের আসলে বেশীর ভাগ-ই সেকেন্ড ইয়ারেই মনে হয় বিয়েটা হয়ে যায়। আমাদের ডিপার্টমেন্টেও একই অবস্থা!

৩৬| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

কি নাম দিব বলেছেন:
দিন দিন টিউবলাইট হয়ে যাচ্ছি :|

আমি আর আমার কাজিন দুইজনে মিলে 'নাম দেশ ফুল ফল' খেলতাম। 'ক' দিয়ে দেশের নাম দুইজনেই লিখতাম 'কানাডা'। তারপর দেশের নাম বলার সময় একজন আরেকজনের দিকে আঙ্গুল দেখিয়ে বলতাম "কা-না-ডা"

উল্লেখ্য যে, আমরা দুইটাই কানা ছিলাম। (এখনো আছি)।

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

নীল-দর্পণ বলেছেন: যাক বুঝেছিস অবশেষে :)

আজকে চোখ পরীক্ষা করিয়ে আসলাম, আমিতো দিন দিন কানা হয়ে যাচ্ছি আরো। :P

৩৭| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪০

টানজিমা বলেছেন: সারাদিন কম্পু নিয়ে পরে থাক, চক্কু ভালা অইয়া যাইব হান্ড্রেড পার্ছেন গেরান্টি... /:)

০৩ রা মার্চ, ২০১২ রাত ১১:২৯

নীল-দর্পণ বলেছেন: ডাক্তার জিগাইছিলো কতক্ষন কম্পিউটারের সামনে থাকি....এক্সাক্ট কইতে পারিনাই, ডাক্তারও আর কিসু কয়নাই :P

৩৮| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:০৬

সালমাহ্যাপী বলেছেন: হুম


বিশাআআআআআআআল দীর্ঘশ্বাস :(

০৩ রা মার্চ, ২০১২ রাত ১১:৩১

নীল-দর্পণ বলেছেন: দীর্ঘশ্বাসের তোড়ে সামনের সব উড়ে যাবে....হহহমমমমমমমম... :(

৩৯| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১২:৩৪

ঘুমকাতুর বলেছেন: আল্লাহ আপনার ইচ্ছা পূরন করুন সেই দোয়া রইলো।

নীলু InnAllaha Ma' As'sabireen
আরবী পাই নাই

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:০৯

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ ঘুমকাতুর ভাই :)

৪০| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১:০০

সমুদ্র কন্যা বলেছেন: সরকারী কলেজের কোন লেকচারারকে বিয়ে কর নীলু, মফস্বলে চাকরি করে এমন। তাইলে ঢাকার বাইরে থাকাও হবে, ঘন ঘন ছুটি পাবা, ঘুরতেও পারবা অনেক। :#) :#)

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:১২

নীল-দর্পণ বলেছেন: সরকারী কলেজের লেকচারার..... হা হা...এভাবে চিন্তা করে দেখি নাইতো আপু :#)

টিচার আর ডাক্তারদের সমস্যা হলো সময় দিতে পারেনা উনারা :(

৪১| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১:৫৮

যুধিষ্ঠির বলেছেন: প্লাস দিলাম যদিও তেমন ঢুকলো না মাথায়!

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: এলোমেলো কিছু ইচ্ছে...তেমন কিছুই না। প্লাসের জন্যে ধন্যবাদ। :)

অট: আপনার প্রোপিকটা কিছুক্ষনের জন্যে হলেও দৃষ্টি আটকে দেয়। অনেক মিষ্টি বাবুটা। কে ওটা? :)

৪২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ২:৫২

কামরুল হাসান শািহ বলেছেন: দোয়া রইলো আল্লাহ তোমার আশা পূরন করুক

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:১৫

নীল-দর্পণ বলেছেন: আহ! আল্লাহ নিশ্চই এত মানুষের দোয়া কবুল না করে পারবেন না। একজনের না একজনেরটা করবেন ই 8-| 8-|

৪৩| ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:২১

চাঙ্কু বলেছেন: খ্যানাডা গিয়ে তুমার জীপন দুইঘেয়ে হইলে আরেকটা পোষ্ট দিও :-*

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:২৯

নীল-দর্পণ বলেছেন: আইচ্চা :-P

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১২ বিকাল ৪:৪২

যুধিষ্ঠির বলেছেন: প্রোপিকের গাল টেওয়াডা আমি ই :D

০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪

নীল-দর্পণ বলেছেন: ভবিষ্যত যুধিষ্ঠির ও নিশ্চই এরকম কিউট ই হবে :D

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:১৯

যুধিষ্ঠির বলেছেন: ইনশাল্লাহ B-)

০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:১৭

নীল-দর্পণ বলেছেন: :)

৪৬| ০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৩

মেহদী১০ বলেছেন: ভাইরে আপনার অবস্থা আর আমার অবস্থা একই । মনে হচ্ছিল আমার কথাই লিখছেন । আমারও এ যান্ত্রিক জীবন আর ভাল লাগে না । ক্লাস আর বাড়ি । বিরক্ত আমি । আমারও মনে হয় অনেক ঘোরাঘুরি করি । কিন্তু সুযোগ ও সময় হয় না । বাসায় নেট নিয়ে আর কত । পড়াশুনাও তেমন করি না । কারন আসলেই অনেক বোর জীবন অতিক্রম করতেছি ।

০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:২২

নীল-দর্পণ বলেছেন: সত্যিই পড়াশুনাটাও তেমন ভাল লাগেনা। কোন এক কারনে রুচিটা উঠে গেছে, করা দরকার করছি এই আরকি....
ইট-পাথরের খাচায় শহরের এই যান্ত্রিক জীবন আর ভাল লাগছে। বড্ড হাপিয়ে গেছি....

৪৭| ০৬ ই মার্চ, ২০১২ সকাল ৭:১৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: |-)

০৬ ই মার্চ, ২০১২ সকাল ৮:০০

নীল-দর্পণ বলেছেন: অলস রাষ্ট্রপ্রধানের কি শাস্তি হওয়া দরকার কনতো দেহি /:)

৪৮| ০৭ ই মার্চ, ২০১২ ভোর ৬:৫৬

টানজিমা বলেছেন: তুর জন্যে কি একটা বয়রা খুজে দেব?... যেইভাবে উঠে-পরে লেগেছিস, মনে হচ্ছে পার্লে হাটতে হাটতে চলে যাবি... ভার্সিটির জন্যে কি যেন একটা পরীক্ষা দিলি/দিবি, তার কত দূর?..

১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: ভার্সিটির জন্যে পরীক্ষা ! আবার :-/ :-/

৪৯| ০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৪৯

ঘুমকাতুর বলেছেন: রেসেপি টেসেপি নাই??? X( X((

১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:১৪

নীল-দর্পণ বলেছেন: নেটে প্রব্লেম ছিলো এত দিন। দেখি আছে নাকি কিছু :(

৫০| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৭

নাআমি বলেছেন: ভাল লাগলো তোমার আন্তরিক কথা গুলি....মন থেকে যখন চাইছ, দেখবে ইনশাআল্লাহ্‌ ইচ্ছা পূরন হবে.......

ভাল থাক অনেক অনেক........।

১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৫১| ১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৪২

আকাশটালাল বলেছেন: আমারও :(

১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:২৮

নীল-দর্পণ বলেছেন: :( :(

৫২| ২১ শে মার্চ, ২০১২ সকাল ১০:২৯

রুমমা বলেছেন: গত বছর অনেক ঘুরছি। শ্রিমন্গল,তারপর পদ্মা রিসোর্ট,তারপর গাজিপুর ,ফরিদপুর তারপর মালয়শিয়া।খুব মজা হইছে গত বছর।এইবছর কোথাও বেড়ানো হয়নি।ঘুরতে আসলেই খুব ভালো লাগে।হজ্জ টা করতে পারলে আসলেই ভালো হতো অনেক।ছোটোবেলায় হজ্জের ইচ্ছেটা আরো প্রবল ছিলো।দিন যাচ্ছে ফিকে হয়ে আসছে।শয়তানি ধরছে বুছ্ছ নিলু।তবে দোয়া করি তোমার সব সব ইচ্ছে বলা না বলা সবই যেন পুরন হয়।ব্লগের এত মানুষের দোয়া নিশ্চয় বিফলে যাবেনা।

২১ শে মার্চ, ২০১২ রাত ৯:০৯

নীল-দর্পণ বলেছেন: শয়তানীটা জেঁকে ধরার আগে সম্ভব হলে ইচ্ছেটা পূরন করেনাও। :)

ব্লগের এত মানুষের দোয়া নিশ্চয় বিফলে যাবেনা আমিও সেটাই বলি....

৫৩| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৯

কান্টি টুটুল বলেছেন:

আম্মা চান না তার ছেলে মেয়ে দেশের বাইরে যাক। কোন বাবা-মা ই হয়ত এটা চান না,

আমার বেলায় উল্টা,আমারে ছাইড়া উনারা চইলা গেল কানাডার পাশের দেশে,

সুন্দর পোষ্ট টা আগে চোখে পরে নাই,মনের আশা পূরণ হোক

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৪০

নীল-দর্পণ বলেছেন: এখন নিশ্চই একসাথেই থাকেন :)
ধন্যবাদ মন্তব্যের জন্যে

৫৪| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

কান্টি টুটুল বলেছেন:

আরে না,বছরে একবার আসেন কয়েক মাসের জন্য আবার চলে যান বড় ছেলের কাছে নইলে "সবুজ কার্ড" নষ্ট হয়ে যাবে যে,
আর কত দিন যে অপেক্ষা হবে সবাই একসাথে থাকার জন্য /:)

১৯ শে জুন, ২০১২ রাত ৮:১৩

নীল-দর্পণ বলেছেন: হমম, ব্যাপারটা আসলেই কষ্টের। দোয়া করি একসাথে থাকার দিন যেনো খুব তাড়াতাড়ি আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.