নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

.....বড্ড হাপিয়ে গেছি........

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

>> নীলু

= হু, বলো।

>> কেমন আছো?

= কোন দিক থেকে জানতে চাও, শারিরীক, না মানসিক?

>> দুটোই

= শারিরীক দিক থেকে মাঝে-সাঝে মাথা ব্যাথা ছাড়া আমার আর তেমন কিছু হয় না....তবে.....

>> তবে?

= মানসিক দিক থেকে আমি ভাল নেই

>> কেন, কি সমস্যা? তোমাকে দেখেতো মনে হয়না তেমন সমস্যায় আছো.....

= আসলে সমস্যা যে কি সেটা নিজেও বুঝিনা

>> হুমম....একটু জটিল ব্যাপার তবে

= আসলে জানো, আমি কি চাই নিজেও জানিনা, আমি নিজেই নিজেকে চিনি না ভাল করে

>> আজকে সমস্যাটা ঠিক কি নিয়ে?

= আজ যে সমস্যা এটা মূলত শুধু আজকেরই না, প্রায়ই আমার এরকম হয়

>> কি রকম?

= জীবনটা বড্ড একঘেয়ে, বিরক্তিকর লাগে। খুব অসহ্য লাগে। একটা ভ্যারিয়েশন দরকার বুঝলে...গতানুগতিক প্রতিদিনকার মতন নয়

>> হুমম.....আচ্ছা তোমাকে যদি এই মুহুর্তে বলা হয় কিছু একটা চাইতে যাতে যাতে তোমার মন ভাল হবে, তবে কি চাইবে?

=উমম....সেটাতো আরো কঠিন ব্যাপার! কি চাইবো জানিনা

>> তোমাকে যদি বলা হয় শপিংয়ে নিয়ে যাওয়া হবে, মেয়েদের যেটা সবচেয়ে পছন্দের কাজ....

= এসবের প্রতি তেমন টান নেই। কিছু প্রয়োজন আছে টুকটাক তবে আপাতত দরকার নেই।

>> যদি কোথাও ঘুরতে বা খেতে নেয়া হয়?

= উমম.....দুটোই আমি মুখে বলি যে খুব পছন্দের কিন্তু কাজ হবে না। মন টানছে না

>> কেন কেন !!

= আসলে একা ঘুরতে ভাল লাগেনা, আর সঙ্গী-সাথী তেমন জোটেনা, এর এ সমস্যা...তার সে সমস্যা এসব করে করে রুচি উঠে গেছে।

>> গল্পের বই পড়ো তবে

= আরে এখনতো তাই করছি। কিন্তু ওতেও মন বসে না। পরীক্ষার পড়ার মতন জোর করে পড়ছি। আচ্ছা তুমি কি জানো সুখ কী? সুখের এক্সাক্ট ডেফিনেশনটা দিতে পারো আমাকে?

>> এক্সাক্ট ডেফিনেশন দেওয়া কঠিন। এটা একেক জনের কাছে একাক রকম।

= যেমন?

>> যেমন ধরো এই মূহুর্তে তোমার রাস্তার ধারে চাদর মুড়ি দিয়ে টং দোকানে বসে চা খেতে ইচ্ছে করছে খুব, কেউ যদি তোমর সেই ইচ্ছে পূরন করে বা তুমি নিজেই পূরন করতে পারো তবে সেই মুহুর্তে তুমিই সবচেয়ে সুখী। ঐ মুহুর্তের অনুভূতিটাই হল সুখ। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে?

= হুমমম....এই মুহুর্তে আমার সুখ হচ্ছে এই গতানুগতিক ধারার বাইরে কিছু করা। কিন্তু দুঃখের বিষয় হল আমি পারছিনা তা করতে বা সেরকম কিছু ঘটছে না। আমি বড্ড হাপিয়ে গেছি। ঠিকাছে তুমি আজ যাও

>> ঠিক আছে। আবার যখন মন চায় ডেকো। আমায় পাবে।

৩০-১২-১২



নিজের সাথে একা একটা কথা বলতে খুব পছন্দ করি আমি। এতে নিজের জগতটাকে নিজের মতন করে ভেংগে গড়ে সাজানো যায়। কারো সাথে মতের অমিল হয়না, ঝগড়া-ঝাটি হয়না। জগতে একজনকে বানিয়েছি যার সাথে কথা বলি। সেই কথারই কিছু অংশ এই লেখাটি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
জীবনটা বড্ড একঘেয়ে, বিরক্তিকর লাগে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নীল-দর্পণ বলেছেন: মুক্তির উপায় কি নাই... :(

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

অনির্বান বলেছেন: একঘেয়ে!

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নীল-দর্পণ বলেছেন: .....বড্ড একঘেয়ে.....

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

একজন আরমান বলেছেন:
জানা নেই।
খুঁজে চলেছি প্রতিনিয়ত !

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

নীল-দর্পণ বলেছেন: খুজে পেলে জানাবেন

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: আমিও নিজের সাথে কথা বলি, তয় সেটা বিক্ষিপ্ত। তোমার মত এমন সাজানো সুন্দর কথোপকথন হয়না সেটা। এরকম একজন বানায় লমু নাকি ভাবতাসি!

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

নীল-দর্পণ বলেছেন: আমার বেশীরভাগ কথা বিক্ষিপ্তই থাকে হামা ভাই। মাঝে মনে হয়েছিলো এসব কথা লিখে রাখবো তাই এরকম গোছানো।

আপনার আর এরকম একজন বানাতে হবে কেন মেয়ের সাথে কথা বলবেন :)

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

বড় বিলাই বলেছেন: আইচ্ছা বুঝছি। বয়রাডা যে কই গেল, ধইরা আনার সময় হইছে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

নীল-দর্পণ বলেছেন: হাহ হা.....বড় আপুরা ধইরা না আনলে কি আর করা ওয়েটিংটিংটিং B-) B
:P

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক সময় আমিও নিজের সাথে খুব কথা বলতাম! বিশেষ করে রাস্তায় যখন একা হাটতাম! এখন আর সে রকম কথা বলা হয় না নিজের সাথে। কেমন যেন হয়ে যাচ্ছি!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

নীল-দর্পণ বলেছেন: আমি এখনো বলি। সময় পেলেই বসে বসে বলি বিভিন্ন ব্যাপার নিয়ে

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: নিজের সাথে বলা কথা গুলো ভালো লাগলো। :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট :)

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

একজন আরমান বলেছেন:
হা হা হা
খুঁজে পাবার চান্স ই নেই।
এটা যে মরীচিকা !

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

নীল-দর্পণ বলেছেন: ...মরীচিকা..... :|| সে কোন চিকা B:-)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

কালীদাস বলেছেন: এইটাই ইয়াবা নেয়ার এপ্রোপ্রিয়েট টাইম ;) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

নীল-দর্পণ বলেছেন: হবে নাকি আপনার কাছে এক্টা... প্লিজ.... ;)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

বাঘ মামা বলেছেন: বড্ড হাপিয়ে পেছি কিরে মুক্তা?:) গেছি নাকি পেছি?


নিজের সাথে কথোপকথন দারুন হয়েছে।

শুভ কামনা সব সময়

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

নীল-দর্পণ বলেছেন: ঐরে এবারো আপনিই হেডিংয়ের ভুল দেখলেন..... :P :P

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

মাহবু১৫৪ বলেছেন: নিজের সাথে আসলে কম বেশি সবাই কথা বলে। তবে কথা বলার ধরনটা হয় আলাদা।

তবে সবকিছু কেমন জানি একঘেয়ে লাগে তোমার মত আমারো /:)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: একই রোগের আরেকজন রোগী পাওয়া গেলো

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

ত্রিভুবন বলেছেন: আমার মতো সব বন্ধুবান্ধব-প্রিয়জনদের জীবনের সমস্যাগুলো মন দিয়ে শুনুন,তাদের উত্তরণের স্বপ্ন দেখান,তাদের বাচতে শিখান,দেখবেন তাদের কাছে আপনি একজন খুব কাছের প্রয়োজন হয়ে উঠেছেন।আপনি নিজেও আর একা ফিল করবেন না।টের পাবেন জীবনটার অর্থই নিজেকে নিয়ে পড়ে থাকা নয়,অন্যের জীবনটাকে সাজাতে শেখানোটাই প্রকৃত সেলফ-কন্টেন্টমেন্টের একটা বড় প্রক্রিয়া।
আনুসরণ করে দেখতে পারেন।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: আপনার কথাটা ভাল লেগেছে আমার।
অনেক ধন্যবাদ ত্রিভুবন

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

ভারসাম্য বলেছেন: :-<

সুখ নাইরে পাগল। সুখ নাই ... শান্তি আছে। |-)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

নীল-দর্পণ বলেছেন: হ! এক্কেরে খাঁটি কথা :-& :-&

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

অণুজীব বলেছেন: :-<

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

নীল-দর্পণ বলেছেন: ঘুমালে চলবেনা। জেগে উঠুন তার পরে মন দিয়ে কমেন্ট করুন বলছি /:)

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: মন খারাপ থাকলে নীল-দর্পণে তাকিয়ে থেকে নিজের অথবা মেয়ের জন‍্য পাত্র খুজবেন, মন ভাল হয়ে যাবে।

ভন্ড বাবার ১নং ঔষধ। ;) :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

নীল-দর্পণ বলেছেন: মেয়ের পাত্র তো ঠিক করাই আছে। এখন বাকী সুধু..... ;)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

রিমঝিম বর্ষা বলেছেন:

ঐ খবর কি?

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: খবর তো ভালই। তোমার খবর কি?
ফোন করবো করবো, ভাবি দিনে তো অফিসে থাকো সন্ধ্যার পরে করবো। সন্ধ্যার পরে আর মনে থাকেনা :(

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ভিয়েনাস বলেছেন: নিজের সাথে নিজের কথা বলার বদ(সু)অভ্যাস হয়তো সবারি কম বেশি থাকে। আচ্ছা নিজের সাথে কি কখনও রাগারাগি করেছেন?? করে দেখুন অন্যরকম মজা :D

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

নীল-দর্পণ বলেছেন: রাগারাগি ! :|
হাহঃ হাহঃ হা.............আপনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। চেষ্টা করে দেখবো একদিন =p~ :P

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

রিমঝিম বর্ষা বলেছেন:

তোমার সেট চুরি হইছে শুনছিলাম। নাম্বার ঠিক আছেতো?

যখন যারে মিসাই.............তখনই তারে পাইনা। :(

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

নীল-দর্পণ বলেছেন: নাম্বার ঠিক নাই। এখন বাংলালিংক চলছে। নাম্বারটা থেকে এসএমএস দিসিলাম তো একবার। নিচে নীলু লিখেছিলাম :(

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

রিমঝিম বর্ষা বলেছেন:

আচ্ছা। এসএমএস আছে এখনও। আগেরটা ডিলিট করে দিলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: আমার ফোন নাম্বার নিয়ে সবাই ত্যাক্ত-বিরক্ত খালি বদলাই বলে :P :P

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন: একা একা কথা বলে পাগলে।
হেমায়েতপুরে গেলে ভেরিয়েশন পেতে পারেন :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

নীল-দর্পণ বলেছেন: আপনিতো একবার সেখান থেকে বেড়িয়ে এসেছেন। দিনতো ভাই ঠিকানাটা ;) :P

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

রাতুল_শাহ বলেছেন: হুমম

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

নীল-দর্পণ বলেছেন: আপনি নিশ্চই হাপিয়ে যান না রাতুল ভাইয়া :)

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

রাতুল_শাহ বলেছেন: না ...............

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

নীল-দর্পণ বলেছেন: good

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

রাশমী বলেছেন: বা বাহ!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

নীল-দর্পণ বলেছেন: :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.