নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

,,,,,ভাল লাগা,,,,,,,,,

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

এই যে, কেমন আছো তুমি?

= আমি ভাল খারাপ সব কিছুর উর্ধ্বে থাকি

আচ্ছা, প্রেমে পড়েছো কখনো তুমি?

= শুধুই কথা বলতে পারি আমি, কাউকে সঙ্গ দিতে পারি, প্রেম-ভালবাসা, সুখ-দুঃখের কোন অনুভুতি হয়না। তুমি কি প্রেমে পড়েছো কারো?

উমম...হ্যা পড়েছি, অনেক ছেলের।

= অনেক ছেলের ! সেটা কি রকম?

সেটা হলো, আমি যখন কোন গল্প-উপন্যাস পড়ি তখন সেটার কোন চরিত্রকে খুব ভাল লাগলে তার প্রেমে পড়ে যাই।

= কেমন ধরনের চরিত্রের প্রেমে পড়ো?

এই ধরো খুব অগোছালো, খুব রাফ টাইপ ছেলে, যার মাঝে তেমন কিছু নেই দেখার, একবার তাকালে ভয় ধরে যায় মনে কিন্তু কি এক অকর্ষনে, কি এক টানে দ্বিতীয়বার তাকাতে বাধ্য...ইত্যাদি ইত্যাদি....

= ইন্টারেস্টিং! উদাহরন দাওতো দু-একটা

দূরবীণ এর ধ্রুব'র কথাই ধরো। সুদর্শন। অবশ্য এ জন্যে ওকে ভাল লাগেনি, ওকে ভাল লেগেছে ওর বেপরোয়া চালচলনের জন্যে। ছেলেটা মদ খেতো তবে নেশায় নয়। ভেতরে কিছু চাপা কষ্ট, জেদ ছিলো সে জন্যে এরকম বেপরোয়া হয়। কারো ধারতো না। ওর বউ রেমীকে আমার খুব পছন্দ। ও খুব কষ্ট দিলেও বেচারী বরটাকে প্রচন্ড ভালবাসে

= হমম.....

আমি আসলে কি জানো, যখন যা পড়ি যদি ভাল লাগে তবে তার ভেতরে ঢুকে যাই, মিশে যাই। এই যেমন "অপরাজিত"র কথাই ধরো। এখানে অপূর্ব যদিও খুব সুন্দর এবং ভাল একটি ছেলে তার পরও ওর উপর আমি একটু বিরক্ত ছিলাম ছাত্র জীবনে বেহিসেবী ছিল বলে। আবার অপর্ণা আর পর জুটিটা আমার চমৎকার লেগেছে। ওদের আনন্দে আমার আনন্দ লাগত, কিন্তু খুব খারাপ লেগেছে অপর্ণার অকাল মৃত্যুতে।

= তুমি অনেক আবেগী

আবেগের কথা যখন উঠলো তখন তোমাকে সামান্য একটা উদাহরন দেই বুঝবে আমি কেমন আবেগি। সৈয়দ মুজতবা আলী'র 'দেশে-বিদেশে' বইটার কথা শুনেছো....?

= হু

ওটার ভেতরে লেখকের ভৃত্য আব্দুর রহমান এর যে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় লোকটা বাইরে দেখতে যতটা বড় ভেতরের মনটাও ততটাই বড়। বরং তার চাইতে বড়। লোকটা এতটাই সরল ছিলো যে লেখক আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার সময় সে লেখকের দেশে আসতে চাইছিলেন। তাকে ছাড়া তাকতে পারবেন না ভালবাসায়। লেখক যখন আব্দুর রহমানকে এয়ারপোর্ট থেকে বিদায় দেয় তখন আব্দুর রহমানের মনের অবস্থা কল্পনা করে আমার প্রচন্ড খারাপ লেগেছে। মনে হয়েছে আমি বুঝি আপন কাউকে বিদায় দিচ্ছি। খুব কেঁদে ছিলাম বইটা পড়া শেষ করে।

= জগত সংসারে এতটা আবেগ প্রবণ হলে কি চলে ?

আমি জানি। এর জন্যে আমাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু কি করবো বলো। নিজেকে কন্ট্রোল করতে পারিনা।

= হুমম....তার পরেও একটু সামলে চলো

ঠিক আছে, আজ তাহলে যাই।

= খোদা হাফেজ।

৩০-১২-১২

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

মেয়েরা যে কি ভালোবাসে তা তারা নিজেরাই জানে না ! /:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: হাহঃ হাহঃ হা......তা একেবারে ভুল বলেন নি :P :P

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

একজন আরমান বলেছেন:
হুম।
আমি দার্শনিক হয়ে গেছি এ ব্যাপারে ! (ব্যাপক ভাবময় ইমো হবে) ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

নীল-দর্পণ বলেছেন: ওটা বলতে দার্শনিক হওয়া লাগে না। আপনার ভাব তো ঠিক মতো আসেনি, আর একটু শক্ত হয়ে বসুন ;) :P

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
আমার চোখে ইয়াআআআআ মোটা একটা কালো ফ্রেমের চশমা আছে। আর অবশ্যই ভাবের সাথে বসে আছি।

আর আর যারা ছ্যাকা খায় তারা অটো দার্শনিক হয়ে যায়।
সেই হিসেবে আমি... ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নীল-দর্পণ বলেছেন: আরমান ভাই ছ্যাকা খাইয়া ব্যাকা..... ;) :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছুডু লেখা! বাট পড়ার সময় নেই। তাই দাগ দিয়া গেলাম!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নীল-দর্পণ বলেছেন: সময় করে আবার আসবেন /:)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

শার্লক বলেছেন: বাহ ভাল তো। বেশির ভাগ মেয়েরা মাস্তান, নেশাখোরদের প্রেমে পড়ে কেন আজও বুঝলাম না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

নীল-দর্পণ বলেছেন: হাহ হা.....ওটা সাময়িক ভাল লাগা :P

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

শার্লক বলেছেন: কিন্তু কেন? আমি একটা ঘটনা জানি এক মেয়ে নেশাখোরের সাথে প্রেম করতো, মেয়ে ঐ ছেলেকে নেশা করার জন্য মোটা অংকের টাকাও দিত আজব লাগে। একবার তো ৫০০০০ টাকা দিছিল হায় রে প্রেম এখনো বুঝলাম না কি পাইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: কি জানি ভাই। বই পড়তে পড়তে ওরকম প্রেমে পড়লেও বাস্তবে পড়িনি তাই বলতে পারছি না। দেখেন গবেষণা করে কিছু বের করতে পারেন কিনা ;)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

রোকেয়া ইসলাম বলেছেন: ,,,,,ভাল লাগা,,,,,,,,, সত্যি ভালো লাগলো।
পোষ্টে +++++++++++++++++++ এবং ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগাটুকু সযতনে তুলে নিলাম। অনেক ধন্যবাদ :)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

মাহবু১৫৪ বলেছেন: একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

মেয়েরা যে কি ভালোবাসে তা তারা নিজেরাই জানে না !


:P :P :P

লেখাটা বেশ সুন্দর হয়েছে

ভাল লাগা

++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু থ্যাংক্যু :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

তুন্না বলেছেন: ভালো লাগলো........

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন:
মেয়েদের মন বুঝা কষ্ট । আর বুঝতে গেলেও সময় নষ্ট । :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

নীল-দর্পণ বলেছেন: ঠিক ঠিক ঠিক.....এর চেয়ে ঘুড্ডি উড়ানো ভাল ;)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

ফারিয়া বলেছেন: এমনি হয়, কেউ মধ্যবর্তীদের তেমন পছন্দ করে না! :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

নীল-দর্পণ বলেছেন: হা হা....খারাপ বলেননি আপু :P

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: মুক্তাফা অনেক ভালো ভালো বই পড়ে। পড় পড়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

নীল-দর্পণ বলেছেন: হামা ভাই তো এর চেয়ে ভাল ভাল এবং বেশি বেশি বই পড়ে :)

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

আমিনুর রহমান বলেছেন: ভালো +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বই পড়ার অনুভূতি ব্যাপক! আপনার সাক্ষাৎকার ভালো হইছে B-)) B-))

সময় করে আসছি! /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

নীল-দর্পণ বলেছেন: ঠেংখ্যু ঠ্যেংখ্যু B-))

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার ভাবে কয়েকটি বইয়ের রিভিও তুলে ধরেছেন। বইগুলোর পিডিএফ ডাউনলোড লিংক দিলে আরও ভাল লাগত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

নীল-দর্পণ বলেছেন: আমি আসলে পিডিএফ এ পড়তে পছন্দ করিনা তাই ওসব সম্পর্ক ভাল জানা নেই।

ধন্যবাদ বেয়াই সাহেব; আমার জামাই বাবাজী নিশ্চই ভাল আছে ;)

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

রাতুল_শাহ বলেছেন: Valo laglo

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু রাতুল ভাইয়া

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

তুষার আহাসান বলেছেন: ৭নং ভাল লাগা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

নীল-দর্পণ বলেছেন: ভাললাগা টুকু সযতনে তুলে নিলাম

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

শুভকামনা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ।
আপনার জন্যেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.