নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

রিনিঝিনি কাঁচের চুড়ি :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

রিনিঝিনি কাঁচের চুড়ি, কার না পছন্দ। আমার চুড়ি পছন্দ হলেও হাতে পড়া একদম পছন্দ না। অনেক অনেক রং-বেরংয়ের চুড়ি থাকবে আলনা ভরা এটা অনেক ভাল লাগে।

আমার ছোট্ট সংগ্রহশালার একটু....





আরেক সাইড। সেই প্রাগৈতিহাসিক আমলের চুড়িও আছে এখানে। অ্যান্টিক মূল্য পাবার যোগ্য ;):P





মিষ্টি ছোটাপ্পিটা সেদিন গিফট করেছে এই লাল-সাদা চুড়ি গুলো :)





সামান্য-ই। উপরে আবার রুবি-পান্না-মনি-মাণিক্য বসানো এক জোড়াও আছে ;) :P





ছোট্ট আলনায় জায়গা হয়না তাই মগের বাক্সে আমার সোনা খচিত.... :P





কোনদিন প্যাকেটই খোলা হয়নি এরকমও আছে :P





এবার নজর দেই অন্য কিছুতে :)

আমার হাবিজাবি গয়না-গাটি। মাটি-কড়ি-শামুক-পাথর কি নেই B-)





আমার রত্ন ভান্ডারটা ;)



কি নেই এতে? সোনা-মুক্তা, ডায়মন্ড :P রুপী-গুল্ট্রাম-ডলার সব আছে সব B-)



নটে গাছটি মুড়োলো। আমার রত্নভান্ডার কাহিনী ফুরলো। :P:P

মন্তব্য ৮২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ইলুসন বলেছেন: আপু তোমার এই পোস্ট একজন অনেক পছন্দ করবে! :!>

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

নীল-দর্পণ বলেছেন: ওয়েওয়েএএএ...পাঠিয়ে দিন তাকে পাড়াতো ভাই ;)

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ চিন্তা করাছি আপনার রত্ন ভান্ডার লুট করুম ;) ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

নীল-দর্পণ বলেছেন: অ্যাঅ্যাত্ত বড় সাহোওওশশশ্ X(




আসেন দেখি পারলে ;) :P

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

রাতুল_শাহ বলেছেন: পুরান আমলের চুড়ি দেখি আছে। আগে গ্রামের মানুষ ঘরে নানা রঙের চুড়ি সাজিয়ে রাখতো।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

নীল-দর্পণ বলেছেন: হুমম...বললাম না প্রাগৈতিহাসিক আমলের গুলোও আছে ;) :P

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

ফাহিম আহমদ বলেছেন: রিনিঝিনি কাঁচের চুড়ি, কার না পছন্দ


আমার পছন্দ হাতে দিমু :P :P :P :P :P :P নিলাপ্পি

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

নীল-দর্পণ বলেছেন: হা হা হা......চলে আসেন ফাহিম ভাইয়া ;) :P :P

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

মাহবু১৫৪ বলেছেন: চুড়ি শুধু সাজিয়ে রাখার জন্যই নয়; হাতে পরার জন্য ও।

+++++++

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

নীল-দর্পণ বলেছেন: হাতে পরতে ভাল লাগেনা। অস্থির লাগে :|

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

নীল-দর্পণ বলেছেন: হুঊঊমম....

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

বোকামানুষ বলেছেন: আপু আপনার যেহেতু চুড়ি পড়তে ভাল লাগেনা আমাকে দিয়ে দেন
:P B-)

আমার কাচের চুড়ি অনেক পছন্দ :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

নীল-দর্পণ বলেছেন: পড়তে না জমাতে ভাল লাগে। অবশ্যই দেবো আপনাকে আপু, কোনটা পছন্দ বলুন :)

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

মাহবু১৫৪ বলেছেন: কিছুদিন আগে একটা নাটক দেখেছিলাম। হাতে চুড়ি না পরলে নায়িকার মাথায় খালি চুড়ির শব্দ বেজে উঠে। চুড়ি নিয়ে তাসি তখনই সে নাড়াচাড়া করতে থাকে। এতে নাকি শব্দ কমে যায়।

পরে অবশ্য বিয়ের পর এই সমস্যা কেটে যায় তার :P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

নীল-দর্পণ বলেছেন: হা হা...পারলে নাটকের নামটা বইলেন তো। বিয়ের পরে জামাইর কাউ-মাউ আর অত্যাচারে চুড়ির কথা ভুলে যায় মনে হয় =p~ :P :P

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

মাহবু১৫৪ বলেছেন: না। বিয়ের পর তারা দুজন দুজনকে এতটাই ভালবেসে ফেলে যে ওই সব মানসিক সমস্যা তারা কাটিয়ে উঠে। ;) জামাইয়ের ও প্রব্লেম ছিল। সেটা বিয়ের পরই কেটে যায়

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

নীল-দর্পণ বলেছেন: বাহ বাহ! সব সমস্যার সমাধান তাহলে..... ;) :P

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

নিমচাঁদ বলেছেন: চুড়ি খুব ভেজাইল্লা জিনিস ।

যে কোন অসতর্ক মূহুর্তে রক্তারক্তি কান্ড ঘটে যেতে পারে । :P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২

নীল-দর্পণ বলেছেন: একদম ঠিক বলেছেন। সেদিন চুড়ি কিনতে যেয়ে (লাল-সাদা গুলো) চুড়িওয়ালী খালা পিংকীর হাতে পড়েতে গিয়েছে তখন উনার হাত কেটে গেছে। অনেক রক্ত ঝরছিলো :(

১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

নিমচাঁদ বলেছেন: আমি কিন্তু তা বলিনি বালিকা । 8-|

কতো অসতর্ক মূহুর্ত যে মানুষের পৃথিবীতে বর্তমান , তাতে অভিজ্ঞীত না হলে , বুঝার উপায় নাই । B-))

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

নীল-দর্পণ বলেছেন: আচ্ছা...আচ্ছাআআ......অতশত অভিজ্ঞতা হয়নি তো তাই বুঝতে একটু দেরী হয়...ব্যাপারস্‌ না =p~ :P

১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

অভী আসলাম বলেছেন: যা দিনকাল পড়ছে। এখন আমাগোও মনে হয় ঘরে চুড়ি পইড়া বইসা থাকাই ভাল। /:)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

নীল-দর্পণ বলেছেন: হয় কিনে দিবেন নাহয় পইড়া বইসা থাকপেন...কুন্টা করবেন ভাবেন.... ;)

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

অনীনদিতা বলেছেন: দারুণ:)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

নীল-দর্পণ বলেছেন: আপু :)

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
হুম।
আমার বউর জন্য কিছু লাল-সাদা চুরি পছন্দ কইরা রাখছি। :) /:) :(

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

নীল-দর্পণ বলেছেন: আমারগুলা না কিন্তু ;) :P

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

একজন আরমান বলেছেন:
নিমচাঁদ বলেছেন: আমি কিন্তু তা বলিনি বালিকা ।
কতো অসতর্ক মূহুর্ত যে মানুষের পৃথিবীতে বর্তমান , তাতে অভিজ্ঞীত না হলে , বুঝার উপায় নাই ।


নিমচাদ ভাই, এতো রক্তারক্তি কান্ড করার কি আছে?
সময় মতো ভাবিকে চুড়ি কিনে দিলেই হল, ঝামেলা শেষ। :P ;)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

নীল-দর্পণ বলেছেন: ঝামেলা শেষ..... ;) :P

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: নাইস কালেকশন!! :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

নীল-দর্পণ বলেছেন: তেমন কিছু না :P

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

শায়েরী বলেছেন: Bah bah onnk churi dekhi apnar.

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

নীল-দর্পণ বলেছেন: আরে না না আপু। আমার তো মনে হয় আপনার এরচাইতে অনেক বেশী আছে :)

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

আমিনুর রহমান বলেছেন: আমারে কয়েকটা দিস তো বউরে দিমু :D

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১

নীল-দর্পণ বলেছেন: এএএএএহ্‌ আমারগুলা নিয়ে বউরে দেওয়া... /:) আগে আমারে কিন্না দেন ;) B-))

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

মোঃমোজাম হক বলেছেন: সঙ্গে রুপি দেখা যাচ্ছে :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

নীল-দর্পণ বলেছেন: হ্যা। ভাইয়া ইন্ডিয়া-ভুটান গিয়েছিলো ঘুরতে। সেখান থেকে ফিরে আমাকে ভাংতি কিছু টাকা-পয়সা দিয়েছে।
আমারিকান কিছু পয়সাও আছে :)

২০| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫

ঘুমকাতুর বলেছেন: ১০ রুপি?
এক সময় আমি বিদেশী পয়সা জমাইতাম।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

নীল-দর্পণ বলেছেন: হ্যা। সাথে আরো কিছু আছে

২১| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

জেমস বন্ড বলেছেন: হুম চুড়ি

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

নীল-দর্পণ বলেছেন: হুমমমম

২২| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

শিপন মোল্লা বলেছেন: ভাগ্যিস এই পোস্ট বউর চখে পরে নাই।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫

নীল-দর্পণ বলেছেন: শিগগিরি তাহলে তাকে দেখান ;) :P :P

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

সোহাগ সকাল বলেছেন: আপু, আমারে কয়ডা চুড়ি দেয়া যায়? :(

বিয়ার পর বৌরে গিফ্টামু। :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: আপনার বউরে আমার কাছে পাঠায় দিয়েন...তেনার পছন্দ মতন নিবেনে....
তার আগে আপ্নে আমারে কিসু কিন্না দেন ;) B-))

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

সোহাগ সকাল বলেছেন: আইচ্ছা। আপনেরে একটা পানের বাটা কিন্না দিমুনে। পান খাইয়া মুখ লাল করবেন। :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

নীল-দর্পণ বলেছেন: অক্কে অক্কে। নু পবলেম...আই লাইক পান ;) :-0

২৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

অভী আসলাম বলেছেন: কারে কিইন্যা দিমু? নাইতো কেউ এখনো। /:)

এক জোড়া কাঁকন পরা হাত
হাতছানি দেয় শুধু মনের ঘরে।
ঘরের বাইরে অপেক্ষায় শমন
এক জোড়া হাতকড়া নিয়ে।


আমারেই নাইলে চুড়ি কিইন্না দিয়েন। পইড়া ঘরে বইসা থাকলাম। :#> :(

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪০

নীল-দর্পণ বলেছেন: কেবল আপনারি জন্যে ;)


ওয়েট....আরেক হাতের জন্যে ;)

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

একজন আরমান বলেছেন:
ইসস কোন কথা কোন দিকে টান মারে ! ;) ;) ;)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

নীল-দর্পণ বলেছেন: আমি কি কইলাম ;)
:P :P

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

শীলা শিপা বলেছেন: তোমার রত্ন ভান্ডার তোমার কাছেই রাখো। আমাকে শুধু চুড়ি গুলো দিয়ে দাও আপু। :) দুহাত ভরে চুড়ি পড়তে কি যে ভাল লাগে...

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

নীল-দর্পণ বলেছেন: নিয়ে যাও আপু। দুহাতে পড়িয়ে দেবো :)

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: কাঁচের চুরি ঝুকিপর্ন ! ভেংগে গেলে হাত কেটে যায় !

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

নীল-দর্পণ বলেছেন: হুমম....আমিতো একবার চুড়ি পড়তে গিয়ে দেখি হাতের চামড়া চুড়ির সাথে লেগে আছে :|

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

চুরি করেছে চুড়ি আমার মনটা
হায়রে হায় এই পোস্টটা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

নীল-দর্পণ বলেছেন: :P :P

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নেক্সাস বলেছেন: চুড়ির দোকানদার ..

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

নীল-দর্পণ বলেছেন: আরে না না....দোকানে তো অনেক চুড়ি থাকে :)

৩১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

শুকনোপাতা০০৭ বলেছেন: আমার অসম্ভব পছন্দ 'চূড়ি' :) তোমার মতো আমারো আলনায় রাখার জায়গা হয় না আপু :D সে জন্য বক্সে রাখি :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

নীল-দর্পণ বলেছেন: আরেকটা আলনা কিনবো কিনা ভাবছি B-)

তোমার চুড়ির কালেশন দেখিয়ো তো আপু :)

৩২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

একজন আরমান বলেছেন:
ইসস বোঝে না ! ন্যাকা !! :!> :#> ;)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

নীল-দর্পণ বলেছেন: বেশী বুজন ভালা না /:) /:)

৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

মুনসী১৬১২ বলেছেন: :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

নীল-দর্পণ বলেছেন: :) :)

৩৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

বোকামানুষ বলেছেন: আপু আমার সবগুলোই পছন্দ হয়েছে সবগুলো দিয়ে দেন :) :P


আমি কিন্তু চুড়ি তেমন পড়ি নাই তবে চুড়ি এমনিতেই অনেক পছন্দ :D

বেশি ভাল লাগে লাল আর নীল চুড়ি

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

নীল-দর্পণ বলেছেন: ওকে আপু কোন দিন দেখা হলে না হয় দেবো আপনাকে লাল-নীল চুড়ি :)

আজ আপনার জন্যে

৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন:
উঁহু। মাইয়ারে পুরান চুড়ি পরানোর ধান্দায় আছো!!!

আমার পোলা পুরান জিনিস পসন্দ করেনা। খুব খেয়াল কইরা।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

নীল-দর্পণ বলেছেন: জামাই বাবাজীর কথা শুইনা তো আতংকে আছি। আমার মাইয়্যা পুরান হইলে না জানি কয়... :|

আমি দিমু ক্যান। মাইয়ার শ্বশুয় আব্বায় কি করবো তাইলে... ;) :P

৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ধুর! কিপ্টা মহিলা!!! লাগবেনা তোমার সেকেন্ডহ্যান্ড চুড়ি!!!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

নীল-দর্পণ বলেছেন: হাহঃ হাহঃ হা........আমি কিপ্টা না?? আমার মাইয়্যার শ্বশুর যে হাড় কিপ্টা... ;) :P আর সেকেন্ড হ্যান্ড হইলো কোইথ্থিক্কা। এমনো চুড়ি আছে যা আমি জীবনেও হাতে দেই নাই :P

৩৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

দি সুফি বলেছেন: ছোটবেলায় (৪-৫ বছর বয়সের দিকে) বড় বোনের চুড়ি হাতে দিতাম, নানা রঙের চুড়ি :D :D

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

নীল-দর্পণ বলেছেন: লিপস্টিক আর নেইল পলিশ দেন নি ? :D

৩৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮

জুন বলেছেন: ডাকাত পরবে বাসায় নীলু রত্ন ভান্ডার লুট করার জন্য ;)
+

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

নীল-দর্পণ বলেছেন: আমার ওসব হাবিজাবি রত্ন ডাকাতী করতে আসলে ডাকাতের-ই লস হবে :P

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: লিপস্টিক আর নেইল পলিশ দেন নি ?

নাআআআআআআআ :-/
তবে কানে দুল (চাপ দিয়ে দেয় যেগুলো) এবং গলায় মালা পরতাম (ছুডবেলায় কিন্তু) B-)) B-))

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

নীল-দর্পণ বলেছেন: হো হো হো....আমি মালার কথা বলতে চেয়েছিলাম :P

হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল...হিরো দি সুফিয়ান =p~ :P

৪০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

বড় বিলাই বলেছেন: নাহ, আমার চুড়ির কালেকশনের কাছে তুমি ফেইল। B-)

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

নীল-দর্পণ বলেছেন: অ্যাঅ্যাঅ্যা......তোমার কালেকশন দেখাআআওও...

ডাকাতি করুম B-))

৪১| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩

কস্কি বলেছেন: কিচ্ছুটি কওয়া যাবে নাকো!! :!> :!>

যাইহোক, কোন এক কারণে ম্যালা ম্যালা টেরা টেংখু লন!! (ম্যালা আগে কইছিলাম না, আপনারে একপোস্টে কবুতরের ঠেং না দিলেই নয়!! এইটাই সেইটা)


আহালে :(





১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

নীল-দর্পণ বলেছেন: :-* /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.