নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

বিষয় বস্তুর অভাবে হলো না একটি গল্প.....

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ছুটির সকাল। ছেলে-মেয়ে ও তাদের বাবা আজ বাসায়। সবাই ঘুমাচ্ছে। স্কুলের চাকরীটি নেয়ার পর থেকে বয়স্ক একজন বাধা কাজের মহিলা থাকলেও রান্নার কাজটি কখনো তাকে দিয়ে করাই না, নিজেই করি। আজ তাকে দিয়েছি লেখা-লেখি করবো বলে। সচরাচর রাত বারোটা থেকে তিনটে এই সময়টি একান্তই নিজের লেখালেখি বা নিজের মত কাটাই। কিন্তু আজ মনে হলো সকালে বসি। বুয়া খালাকে সকালের নাশতার মেনু বলে টেবিলে এসে বসলাম।

যে ফুরফুরে মেজাজ নিয়ে লিখতে বসেছিলাম তা এখন একেবারেই উধাও। একটি গল্প লিখতে বসেছিলাম কিন্তু কোন টপিক পাচ্ছিনা। মাথাটা একেবারেই ফাকা। এর মাঝে খালা এসে কয়েকবার ঘরের এই সেই খবর দিয়ে গেল। লেখার মাঝে বিরক্ত! তিন ঘন্টা যাবত বসে আছি একটি লাইনও লিখতে পারলাম না। ছেলে-মেয়ে ও সাহেবকে নিয়ে নাশতা শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে গেলে আমি আবার বসলাম আমার টেবিলে।



আচ্ছা কি নিয়ে লেখা যায়, মিষ্টি প্রেম বা বিরহ....এ নিয়ে তো বহুবার লিখেছি। এই বিষয়টি আপাতত বাদ। সদ্য সংসারে প্রবেশ করা এক দম্পতিকে নিয়ে লিখলে কেমন হয়....তাদের চড়ুই পাখির মত ফুড়ুৎ ফুড়ুৎ করা উড়ে বেড়ানো আর ছোট্ট ছোট্ট হাড়িপাতিলের সংসার; নাহ ভাল লাগছে না এটিও। আচ্ছা, আমার তো অসমাপ্ত কিছু গল্প আছে সেগুলো নিয়ে ভাবছিনা কেন......

= মা মনি কাল কি হয়েছে জানো.....

ক্লাস এইটে পড়ুয়া মেয়ের কথায় ধ্যান ভংগ হয়

=>> হ্যা, না বললে কি করে বুঝবো কি হয়েছে

বুঝতে পারলাম মোটামুটি ঘন্টাখানেক এখন মেয়ের সাথে যাবে। হেন ব্যাপার নেই যা সম্পর্কে সে আমার সাথে গল্প করবে না। স্কুলে যাওয়ার পথে গলির মোড় থেকে কলেজ পড়ুয়া ছেলেটি তাকে লিফট দিতে চাইলে সে কিভাবে ভদ্র ভাষায় শিক্ষা দিলো, স্কুলে পড়া না পারার বা দুষ্টুমীর জন্যে কান ধরে ক্লাসে বা প্রিন্সিপালের রুমে দাড়িয়ে থাকা কিংবা চুরি করে বান্ধবীর টিফিন খেয়ে এসে নিজের বক্স খুলে দেখে টিফিন উধাও, কোন ব্যাপার-ই বাদ যায় না। মেয়েটি গল্প করতে খুব ভালবাসে। মাথা নেড়ে নেড়ে চোখে মুখে উচ্ছলতা নিয়ে যখন গল্প করে; আমি তন্ময় হয়ে তা শুনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে যাই, ফিরে যাই নিজের এ সময়টিতে। ওর মত এতটা উচ্ছল ছিলনা আমার কৈশর। অনেক বিধিনিষেধ ছিলো। অনেক ভুলত্রুটির মাঝে দিয়ে যেতে হয়েছে। ঠেকে ঠেকে শিখতে হয়েছে আমাকে অনেক কিছু যা এখন ও আমার কাছ থেকে সহজেই শিখছে।

= মামনি তুমি আমার কথা শুনছো না.... !

=>> অ্যা, হা শুনছিতো, বলো তুমি

= শুনছিলে না? তাহলে বলো আমি কি বলেছি? দুষ্টুমীর হাসি দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে। মেয়ে জানে মা তার উত্তর দিতে পারবে না, কারন মামনি শোনেইনি তার কথা।

=>> ইয়ে, ঐ কি যেনো বলেছিলে ঘুরতে-টুরতে যাবে আর কি, কি ঠিক বলিনি? (ছুটির দিন আজ তাই আন্দাজে বলেছিলাম, মনে মনে প্রমাদ গুনছি)

= ইয়াহহুঊঊঊ....এক্সাক্টলি তাই! বাবা বলেছিলো আজ আমাদের নিয়ে বেড়াতে যাবে। চলো না মামনি অনেক মজা হবে।



=>> তোমরা যাও আমি আজ বাসায় থাকবো।

অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে রাজী করে পাঠালাম। তিন ছেলেমেয়ে আর তাদের বাবা মিলে বের হয়েছে।



যাক ঘরটা ফাকা এবার একটু শান্তিতে ভাবা যাবে গল্পটা নিয়ে। কি নিয়ে যেনো লিখতে চেয়েছিলাম.....হ্যা মনে পড়েছে। নতুন দম্পতিকে নিয়ে.....। নাহ এটাও পছন্দ হচ্ছে না। আচ্ছা এক বৃদ্ধাকে নিয়ে লিখলে কেমন হয় যার সারাটি জীবন কেটেছে ছেলে মেয়ে নিয়ে সংগ্রাম করে। অভাবের সাথে যুদ্ধ করে ৫টি ছেলেমেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন এখন তার ঠিকানা বৃদ্ধাশ্রম! নাহ, ধুর মনটাই খারাপ হয়ে যাচ্ছে। এটাও বাদ।



~~ খালা আইজ দুফুরে আমারে রানতে কইলা, তা বাজার-সদাই ত নাই, খালুও গেলোগা পুলাহান নিয়া গুরতে, কী রানমু এহন?

উফফ...আবার বাধা! ঘরটা ফাঁকা হয়েছিলো এখন আবার বুয়া। খেকিয়ে উঠে বলতে চেয়েছিলাম আমার খাতাটা নিয়ে ঝোল রান্না করো গিয়ে। কিন্তু নিজেকে সামলে বললাম,

=>> ওরা কেউ দুপুরে ফিরবে না তাই তুমি ভাজি ভর্তা কিছু একটা করো। রাতে ফেরার সময় ওরা খাবার নিয়েই ফিরবে।



বুয়াকে বিদায় করে আবার খাতা কলম নিয়ে বসলাম। খালি বসে থাকলেই হবে না। কি লিখবো!

আচ্ছা আমি কি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি? কি ভয়াবহ কথা! ভোর থেকে বেলা একটা পর্যন্ত কাগজ-কলম নিয়ে বসে থেকেও পারছিনা কিছু একটা লিখতে। না...না লেখার ক্ষমতা হারাবো কেন, গত দু'মাস আগেও পাঁচটি পত্রিকায় লিখেছি। কোনটায় ভ্রমন কাহিনী, কোনটায় জীবন কাহিনী, কোনটার সাহিত্য পাতায় কবিতা আবার কোনটায় নিছকই গল্প। লেখা ছাড়া আমি বাঁচবো কিভাবে এটাতো ভাবতেই পারিনা! অনেকটা এই লেখালেখি নিয়ে রাফাতের সাথে সম্পর্কটা ভেংগে গেলো। ছেলেটা চায়নি আমি লেখালেখি করি। রাফাতের কথায় মনে পড়ে গেলো, ওর সাথে শেষ দেখা হয়ে ছিলো ৩বছর আগে, মাশরুরের এক আত্নীয়ের বিয়েতে। পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল, এক ছেলে একমেয়ে ও স্ত্রীকে নিয়ে। ছেলেমেয়ে দুটো চমৎকার হয়েছে। যেমন দেখতে তেমন তাদের ব্যবহার, কি মিষ্টি।



কি সব ভাবছি আমি! নাহ বুঝতে পারছি আজ আমার গল্প লেখা হবে না। তার চেয়ে খেয়ে দেয়ে ঘুম দেই। দিনটাই নষ্ট হল। বাচ্চাদের সাথে গেলেই পারতাম!

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শীলা শিপা বলেছেন: আবোল তাবোল :) তবুও ভাল :)

ব্যপার কি?? মন খারাপ??

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

নীল-দর্পণ বলেছেন: আরে নাহ মন খারাপ না। ইচ্ছে হলো আবোল টাবোল কিছু লিখি। আরো ভজঘট পাকাতে চেয়েছিলাম। কিন্তু কন্টিনিউ করতে পারছিমান না :P

২| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:০২

মুনসী১৬১২ বলেছেন: ভালো প্লট

০৮ ই মে, ২০১৩ রাত ৮:০৮

নীল-দর্পণ বলেছেন: তবে প্লট টা কিন্তু পুরোনো...

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:১৬

মাহবু১৫৪ বলেছেন: পোস্ট করার আগে একটু রিচেক করে নিলে ভাল হত। বেশ কিছু বানান ভুল আছে।

ভাল লেগেছে লেখা

তবে তোমার গল্প গুলো বেশ ছোট হয়। আর একটু বড় করে লিখতে পারো

+++++

০৮ ই মে, ২০১৩ রাত ৮:২৪

নীল-দর্পণ বলেছেন: পোষ্ট লিখার পরে আর সেটাকে পড়তে মন চায় না তাই অনেক ভুল থেকে যায়। ওকে ঠিক করে দিবো।

আর গল্পের সাইজ....সেটাও ধৈর্য্যের অভাবেই....এইগল্পটাই যখন খাতায় লিখেছি তখন পাঁচ পৃষ্ঠা হয়েছে!

৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: প্লটটা সুন্দর এগোচ্ছিল। একদম ঝরঝরে গতিতে। মুক্তাপার মসৃণ লেখা সত্যি মুগ্ধ করলো। এখন রাফাতকে নিয়ে এগোতে পারেন।

০৮ ই মে, ২০১৩ রাত ১০:২২

নীল-দর্পণ বলেছেন: আমার লেখআও মুগ্ধ করতে পারে কাউকে, সত্যিই ভাবতে পারিনা।
ধন্যবাদ মুন ভাইয়া :)
রাফাতকে নিয়ে এগোতে হলে পুরনো কাহিনীতে যেতে হবে...আপাতত সেটার ইচ্ছে নেই।

৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
রাফাতের সাথে পুরনো সম্পর্ক ;)

ভালো তো ভালো না? পর্ব চালায়া নিয়েন। মাগার ভুলেও পরকীয়ার দিকে টাইনা আইনেন না। গল্প ভালোই লাগছে।

পুরনো জিনিস আমার মনে হয় সামনের দিকে টেনে না আনাই ভালো। যা গিয়েছে তা সামনে আনলে খারাপ বৈ ভালো কিছু হয় না।

০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: পরকীয়া! আমি চরম ভাবে ঘৃনা করি। পুরনো কাহিনী টেনে আনা যেতে পারে তবে পরকীয়ার ঘোর বিরোধী আমি। যাগগে আপাতত পুরনো কিছুতে যাওয়ার ইচ্ছা নাই।

৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: কেমন আছেন বিয়াইন সাব!!

গল্প ভাল্লাগসে।

০৯ ই মে, ২০১৩ রাত ১২:০৬

নীল-দর্পণ বলেছেন: আছি মোটামুটি ভালই। বেয়াইসাব আছেন কেমন? অনেক দিন লেখালেখি নাই....

আমার বেয়াইন সাহেবা আর জামাই বাবাজী ভাল আছে নিশ্চই :)

৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:০৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর :)

০৯ ই মে, ২০১৩ রাত ১২:১১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার প্রিয় বিষয় বস্তু নিয়ে লিখসেন দেখি। কাল একটা বিশদ কমেন্ট করমু।

এখন ঘুমাইতে যাই, খাম খাম আপু! :D

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৪১

নীল-দর্পণ বলেছেন: খাম খাম আপু..... :| আমারে সবাই খালি কইলই কেউ আলে খাওয়াইয়া দেখলোনা আসলেই কদ্দুর খাই...আসফোস :(

৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: পরকীয়া! আমি চরম ভাবে ঘৃনা করি।

সহমত।

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৪১

নীল-দর্পণ বলেছেন: কিন্তু এটা এখন ফ্যাশন!!

১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

ভারসাম্য বলেছেন: নাহ! যেমন ভাবছিলাম তেমন হয়নাই। খামাখা চা নিয়া বসছিলাম। একটুও ঘুম পায়নাই। :D

তয় বানানে বিশেষ কইরা চন্দ্রবিন্দুর ঘাটতি আছে অনেক।

আমার অবশ্য উত্তম পুরুষে লেখা গল্প ভাল্লাগেনা বেশি। তার উপর আবার আপ্নের লেখা। :P

+++ /:) :( :((

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৪২

নীল-দর্পণ বলেছেন: তার উপর আবার আপ্নের লেখা। :P

১১| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪৩

ভারসাম্য বলেছেন: এ পুলাপাইনের দল... অহনো বিয়াই হয়নাই আবার ঘৃণা করাকরি X(... এইরাম চাটাম পাইরা লাভ নাই।

আর নিজে কোন কিছু ঘৃণা করা একজিনিস আর সাহিত্যে সেসবের উল্লেখ আরেক জিনিস।

বিষয়বস্তুতো মিলে গেল একটা কমেন্টে এসে। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৪৫

নীল-দর্পণ বলেছেন: পুলাপাইনের দলে যা জানে আফনেরা বুড়ারাও তা জানেননা...হেহ /:)

আর নিজে কোন কিছু ঘৃণা করা একজিনিস আর সাহিত্যে সেসবের উল্লেখ আরেক জিনিস। এটা অবশ্য খারাপ বলেন নাই, তবে ভাবি-ই নাই কখনো বিষয়টা নিয়ে।

পরের পর্ব হবে কিনা জানিনা

১২| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
বিক্ষিপ্ত মনের বিক্ষিপ্ত প্রতিফলন

এটাকে গল্প বলা যাবেনা তবে ভাবনা গুলো চমৎকার

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৫৩

নীল-দর্পণ বলেছেন: সত্যিই গল্পের "গ" ও হলনা এটা :P

১৩| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৫৫

এরিস বলেছেন: এলোমেলো কথামালা। বারবার হারিয়ে যাওয়ার চেষ্টা, বারবার বাধা। এটা হয়তো গল্প না, এটা এক টুকরো জীবন।

১০ ই মে, ২০১৩ ভোর ৬:৫৪

নীল-দর্পণ বলেছেন: ভাল বলেছেন ত ! :)

১৪| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গল্পটা পড়লাম। পড়ার পর গল্পের শিরোনাম আবার দেখলাম। শিরোনামের সাথে গল্পের সার্থকতা খুঁজে দেখলাম। প্রথমেই যেটা বলতে চাই আমি হতাশ হইসি।

লিখতে না পারলে কবি বা লেখকরা সিজোফ্রনিকের মতো আচরণ করে! আমার কথাই বলতে পারি, যদি আমি কিছু লিখতে বসছি, কেউ যদি ডিস্টার্ব করে তবে তার খবর-ই আছে। এখন সে যেই হউক। আপনার গল্পের "আমি" যতোটা না লেখকের আচরণ করেছে তারচে বেশি মায়ের আচরণ করেছে!

লেখকের না লিখতে পারার মনোজাগতিক কষ্ট সেভাবে ফুটে উঠে নাই। অন্তত আমি পাই নাই।

তারপর, পদবিন্যাসে ঝামেলা লাগলো, টাইপো আছে। লেখায় তাড়াহুড়োর ছাপ স্পষ্ট।

বেশি কইয়া ফালাইলাম বোধ হয়। যেহেতু এটা আমার ফেবারিট টপিক তাই বেশি বলার অধিকার রাখি বোধ হয়! :D

শুভেচ্ছা দর্পণ আপা।

১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৪

নীল-দর্পণ বলেছেন: একদম বেশি বলেন নাই। এইটুকু আপনার কাছ থেকে আশা করিই :)

১৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গল্পটাও ভাল লেগেছে..লেখাও চমৎকার হয়েছে

১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৭

নীল-দর্পণ বলেছেন: আসলেই কি তাই !! :-* :-*

ধন্যবাদ কবি

১৬| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আহা, মন্তব্যগুলো ওঁ তো পড়ার মতো।।

১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৯

নীল-দর্পণ বলেছেন: ঠিক! আমি মনে করি আমার লেখাগুলোর চাইতে কমেন্টগুলোই বেশী উপভোগ্য ;)

১৭| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: বেশ প্রাঞ্জল লেখা।

১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৯

নীল-দর্পণ বলেছেন: :-* থ্যাংকস হামা ভাই

১৮| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
গল্পে ভাললাগা।

১০ ই মে, ২০১৩ সকাল ৭:৫৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ অনেক

১৯| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক পরিনত লেখা। মনে হচ্ছে ১৯৩০ সাল থেকে লেখা শুরু করেছেন। :)

১০ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬

নীল-দর্পণ বলেছেন: ইজ্জত (বাঁশ) টা কোন দিক দিয়ে গেলো টের পেলাম না ! :|

২০| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ইজ্জত নিয়ে টান দেবার সাহসআমার নাই । কারোইজ্জত নিয়ে টানাটানি হারাম।আপনি গত শতকের গোড়ার দিকে জন্মেছেন বলেইএমনটি বলা সুপ্রিয় ব্লগার। :)

১০ ই মে, ২০১৩ সকাল ৯:০৭

নীল-দর্পণ বলেছেন: হা..হা...হা......বুঝতে পারলাম এখন :P

২১| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:২১

জুন বলেছেন: খালি বসে থাকলেই হবে না। কি লিখবো!

ঠিক ঠিক বসে থাকলে কি চলবে ??
লিখতে হবে লিখতে হবে এক দফা এক দাবী নীল দর্পন :)
+

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৩২

নীল-দর্পণ বলেছেন: হা হা হা...অক অকে দেখি কি করা যায় (আপাতত উত্তেজিত জনতাকে আস্বস্ত করলাম আরকি) ;) :P

২২| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আমাদের মাহবুব ভাইয়ের একটাই দোষ , মাস্টারদের মতন তিনি পোষ্টে বানান ভুল খুজে বেড়ান :P পোস্টে কি লেখা হয়েছে সেইটা তার দেখার বিষয় নয় , বানান কোথায় ভুল হইছে সেইটা খুজে বেড়ান ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫

নীল-দর্পণ বলেছেন: ওমা তাই নাকি! :|| তার মানে সব পোষ্টের জন্যে একটাই কমেন্ট রেডী করে রাখেন "ভাল হয়েছে" =p~ :P

যাগগে একজন মাস্টার কিন্তু দারকার আছে নইলে ছেলেপেলেরা একদম উচ্ছন্নে যাবে ;)

এইরে...মাহবুব ভাইয়ের দোষ ধরতে গিয়ে আপনিও ত তার পথে হাটলেন। বিষয় বস্তু নিয়ে কিছু না বলে মাহবুব ভাইয়ের সমালোচনাই করে গেলেন /:)

২৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরুর সঙ্গে সাক্ষতের সুযোগ হয়েছিল কি? জানতে মুন চায় :)

১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬

নীল-দর্পণ বলেছেন: ইয়ে মানে....আমি আসলে এত ব্যস্ত থাকতাম সে সময়ে যে তাকে সময় দিতে পারিনি। তিনি অবশ্য অনেকবার সময় চেয়েছিলেন.... ;) B-)

(হাহঃ হাহ হা......আর পারছিনা চাপা ব্যথা হয়ে গেল) =p~ =p~ =p~

২৪| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রানাবান্না করে দাওয়াত দেন! খেয়েও আসলাম দেখেও আসলাম আসলেই কদ্দুর খান! B-)) B-))

১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০

নীল-দর্পণ বলেছেন: পাগল...নিজের পায়ে নিজেই কুড়াল মারি আরকি! ;) B-)

২৫| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিজের পায়ে কুড়াল মারেন না দা মারেন আমার দেইখা কাম কী! আমার তো খাইতে পারলেই হয়! ;) :D

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নীল-দর্পণ বলেছেন: তাইলে ঐ কথাই রইল। আপ্নে খাওয়াইতেছেন আমারে ;)

২৬| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে আল্লাহ কয় কী! :|

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৬

নীল-দর্পণ বলেছেন: B-)) B-)) !:#P

২৭| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪১

বাকপটু বলেছেন: আয়হায় আন্টি,যেই গল্প জইমা উঠলো অমনি গপ্প শেষ???? X( X( X(

আপনারে দেখলে তো মেগাসিরিয়াল রাইটাররা দৌড়ায়া পালাবে B-)) B-)) B-))

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৭

নীল-দর্পণ বলেছেন: মেগাসিরিয়াল রাইটাররা দৌড়ায়া পালাবে !! :| B-)) :P

২৮| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০০

বড় বিলাই বলেছেন: রাহাতের কথা হতেই মনে হল এইতো গল্পের শুরু, কিন্তু না!

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৬

নীল-দর্পণ বলেছেন: হাহা....পুরনো জিনিস ঘাটাঘাটি করেন নাই লেখিকা। হয়ত সুখে আছেন তাই :P

২৯| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:২০

না পারভীন বলেছেন: খুব ফ্লুয়েন্ট লেখা । জীবনের খুবি কাছাকাছি । অনেক ভাল লেগেছে ।

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: গল্প না হওয়া নিয়েই গল্প !!!! মানুষ কত ক্রিয়েটিভই না হয়!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

নীল-দর্পণ বলেছেন: আরে না না...কি যে বলেন :!> :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.