নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

চলতে-ফিরতে এক টুকরো জীবন

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২৪

সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখে একটু শংকিত ছিলাম কলেজে যাওয়া হবে কিনা। কোন এক কারনে যাওয়া টা দরকার ছিলো। বান্ধবীকে ফোন দিয়ে নিশ্চিত হলাম যাওয়ার ব্যাপারে।
বাসা থেকে বের হওয়ার সময়ও এট বৃষ্টি ছিলনা। মোটামুটি আধা ভেজা হয়ে ফার্মগেট পর্যন্ত গেলাম। ভালই বৃষ্টি হচ্ছে। কোন মতে এক লেগুনায় উঠলাম নিউমার্কেটের উদ্দ্যেশ্যে। লেগুনা বাহনটি আমার অপছন্দ চাপাচাপির জন্যে। কিন্তু উপায় নেই। আসার সময় তাই বাসে আসলেও যাওয়ার সময় লেগুনাই ভরসা। একদম কিনারে বসে আছি। ১৪ জন না হলে যাবে না। আমার বসে বসে মানুষ পর্যবেক্ষন করাটা খুব ভাল লাগে (তাই বলে এটা ভাবার কোন কারন নেই মানুষ খুব ভাল চিনি)। বসে বসে মানুষের কাজ-কারবার, চলাফেরা দেখি আরকি। একদম কিনারে বসে আছি। হেল্পার ছেলেটা ছোট-ই। বয়স ১৩-১৪ হবে....নাকি আরেকটু বেশী....আমি আবার এধরনের আন্দাজে ভাল নই। যাই হোক ১৫ র উপরে বয়স হবে না। প্যাসেন্জারের আসায় ডাকছে......নিমা...র্কেট.....নিমা....র্কে...ট (বুঝতেই পারছেন নিউমার্কেট)। ভেতরে বসা এক প্যাসেন্জার,

>তুই তো ভিজে গেছিস

>>> সমস্যা নাই, ভিজা অভ্যাস আছে (সামান্য হাসির ব্যর্থ চেষ্টা)। কিন্তু দেখে মনে হচ্ছিলো অভ্যাস নাই। কিছুক্ষন পর সামনে থেকে ড্রাইভারের হাক

= ওওই বাইগ্না, মাতা ভিতরে ঢুকা, ভিজিছ না। শুনে সেও মাথা ভেতরে ঢুকালো, কিন্তু এভাবে কি আর হয়। টাকা তোলার সময় দেখি থর থর করে কাঁপছে আর মুখ খিঁচ ধরে গেছে ঠান্ডায়। এই খিঁচ ধরার ব্যাপারটা যে কত কষ্ট কর....বেশী শীতে আমার এরকম হয়। নিজের কথা মনে হতে ছেলেটার জন্যে খুব খারাপ লাগছিলো। ঠিক মত টাকাও ধরতে পারছিলো না।
এক যাত্রী আবার বললেন

> রেইন কোট কিনবা বুচ্ছো, ছোট রেইন কোট পাওয়া যায়। মনে মনে হাসলাম তার কথা শুনে। তিনবেলা খাবার জন্যে যে যুদ্ধ করছে সে রেইন কোট কেনার মতন বিলাসিতা করবে কিভাবে(?) যাত্রী একটু কমলে ড্রাইভারের আবার হাক

= বাইগ্না....বিত্রে বয়। এরমাঝে চলে এলাম আমার গন্তব্যে। কাল প্রায় সারাদিন বৃষ্টি ছিল। ছেলেটিকে নিশ্চই সারাদিন ভিজতে হয়েছে....(!) প্রতিটি পেশার মানুষ ই কষ্ট করে। কিন্তু আচার ব্যবহারের জন্যে ড্রাইভার-হেল্পারদের বেশীরভাগ ক্ষেত্রে একটু বাঁকা চোখে দেখি। আমার এই পর্যন্ত দুটি হেল্পারকে দেখেই মায়া লেগেছে, খারাপ লেগেছে। গত কালকের ছেলেটি। আর এই রুটেই পিচ্চি একটি ছেলে ছিলো। একদম ছোট ৭-৯ বছর হবে। খুব শীতের মাঝে একবার হুড ওয়ালা একটা গেন্জি পড়া। ময়লা কাপড়, মিষ্টি চেহারা। নাকের গোড়ার দিকের তিলটার কারনে চেহারার মিষ্টি ভাবটা বেড়ে গিয়েছে। কখনো পিল পিল করে রড ধরে উপড়ে উঠছে, কখনো চিৎকার করে ড্রাইভারকে সাহায্য করছে। দেখতে পুতুলের মতন লাগছিলো। কোন কোন টেডি বিয়ার ওর চাইতেও বড় হয়! পিচ্চিটার চেহারা এখনো ভাসে চোখের সামনে। মাঝে মাঝে মনে হয় কোথায় গেলো, কি কাজ করছে এখন। পেটের দ্বায়ে কি এর চাইতেও কঠিন কিছু করতে হচ্ছে!!'

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে লিখাটা ||

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ।

আগে অনেক লিখলেও এধরনের লেখা অনেকদিন লিখি না। মিস করি এধরনের লেখা

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাললাগলো ।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ কবি

৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৭

বোকামানুষ বলেছেন: আমিও কালকে কাক ভেজা হয়ে এক অফিসে গেলাম কিছু তথ্যের জন্য আমার কাক ভেজা অবস্থা দেখেও অফিসারের মায়া হলো না বলে ব্যস্ত আছি মঙ্গল বারে আসেন :( :((


যেসব পিচ্চি দের অভাবের কারনে কাজ করতে হয় ওদের জন্য আসলেই খারাপ লাগে

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩

নীল-দর্পণ বলেছেন: অফিসার মানুষ। ভাবতো বেশী হবেই....উনারা ব্যস্ত আর সবাই আজাইরা !

৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

রেইন কোট কিনবা বুচ্ছো, ছোট রেইন কোট পাওয়া যায়। মনে মনে হাসলাম তার কথা শুনে। তিনবেলা খাবার জন্যে যে যুদ্ধ করছে সে রেইন কোট কেনার মতন বিলাসিতা করবে কিভাবে ?


এটাই বাস্তবতা।


১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

নীল-দর্পণ বলেছেন: বাস্তবতা খুব কঠিন! নিজেকে খুব ছোট লাগে এসব দেখে। আমিতো খুব ভাল আছি এদের চাইতে। আল্লাহ কত ভাল রেখেছেন তার পরেও অভিযোগ-অভিমানের শেষ নেই!

৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোপুরি সত্য আল্লাহ কত ভাল রেখেছেন তার পরেও অভিযোগ-অভিমানের শেষ নেই!

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: :(

৬| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২

কালোপরী বলেছেন: সমস্যা কি জানেন আমরা এদের নিয়ে গল্প, কবিতা কিংবা উপন্যাস লিখে বাহবা কুড়াতে পছন্দ করি অথবা নিদেন পক্ষে আহা উহু করে দায়িত্ব শেষ করি কিন্তু একবেলা কেএফসি যাওয়া বাদ দিয়ে একটা রেইনকোট কিনে দেই না।


রূঢ় কথা বলার জন্য দুঃখিত। ভাল থাকবেন

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নীল-দর্পণ বলেছেন: দুঃখিতর কিছু নেই, সত্যি কথাইত বলেছেন।

আমি নিজেই নিজের কাছে অনেক ছোট হয়ে যাই এসব ভাবলে....দোয়া করবেন যাতে মুখে না কাজেও এদের জন্যে কিছু করতে পারি। ভাল থাকবেন আপনিও

৭| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সবুজ সাথী বলেছেন: ঐ লাইনের লেগুনাতে আমারও প্রায় চড়তে হয়। আসলেই কয়েকটা পিচ্চি আছে একেবারে কম বয়সী। ওদের দেখলে মায়া লাগে।

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নীল-দর্পণ বলেছেন: তাই নাকি? হয়ত দেখাও হয় কেউ কাউকে চিনিনা :P

সত্যিই খারাপ লাগে এত ছোট ছোট ছেলেগুলোকে দেখলে....

৮| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

না পারভীন বলেছেন: আহারে ।

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নীল-দর্পণ বলেছেন: :(

৯| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মুনসী১৬১২ বলেছেন: জগৎ

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নীল-দর্পণ বলেছেন: বড়ই বিচিত্র

১০| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:০১

শীলা শিপা বলেছেন: কঠিন বাস্তবতা। কিনতু খুব সুন্দর করে লিখেছ আপু।

১৭ ই মে, ২০১৩ রাত ৮:০২

নীল-দর্পণ বলেছেন: থ্যাংকু আপু।
কেমন আছো? কেমন যাচ্ছে চাকরী?

১১| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

লিঙ্কনহুসাইন বলেছেন: :( কি কইতাম বুঝতাছিনা

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫২

নীল-দর্পণ বলেছেন: কখনো কখনো কিছু না বলাও অনেক কিছু বলার মতন....

১২| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৫

বটের ফল বলেছেন: এটাই জীবন। এটাই বাস্তবতা। এরাই সমাজের ৭৫% অংশের প্রতিনিধিত্ব করে। আর আমরা নিজেদের সভ্য বলে দাবি করি!!!!

এর দ্বারাই বোঝা যায়, আমরা কত বেশী ভালো আছি। কিন্তু আমাদের অভিযোগের কোন শেষ নেই!!!!

কালোপরীর সাথে একমত পোষন করছি।

আপনি ভালো থাকবেন আশা করি। খুব ভালো থাকবেন।

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৩

নীল-দর্পণ বলেছেন: ভাল থাকবেন আপনিও। ধন্যবাদ বটের ফল

১৩| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

দুঃখিত বলেছেন: হুম :( প্রতিদিনের দৃশ্যপট ! অনেক সুন্দর করে উপস্থাপনের জন্যে শুভকামনা রইলো । + +

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৪

নীল-দর্পণ বলেছেন: শুভকামনা আপনার জন্যেও।
ভাল থাকবেন

১৪| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: বাস্তবতা বড়ই নির্মম। কেউ খাওয়ার জন্য যুদ্ধ করে। কেউ বিলাসিতার রাজ্য গড়ে।

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৭

নীল-দর্পণ বলেছেন: সেটাই...

১৫| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১১

"চিরকুট" বলেছেন: প্রতিদিনের বাস্তবতা

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৮

নীল-দর্পণ বলেছেন: হুমম....

১৬| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

এরিস বলেছেন: কোন কোন টেডি বিয়ার ওর চাইতেও বড় হয়! ওই অনড় টেডিবিয়ার দিয়ে কাজ নেই। নড়তে চড়তে জানা এইসব ছোট ছোট টেডিবিয়ারকে সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে চাই। সবাইকে পারবোনা। অন্তত একটি শিশুর ছোট্ট শরীর এমন তুমুল বৃষ্টিতে ভিজে যাবার থেকে বাঁচিয়ে দিতে চাই। সবাই মিলে চাইলে সম্ভব। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য। আপনার লেখার স্টাইল সবার চেয়ে আলাদা।

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১০

নীল-দর্পণ বলেছেন: অন্তত একটি শিশুর ছোট্ট শরীর এমন তুমুল বৃষ্টিতে ভিজে যাবার থেকে বাঁচিয়ে দিতে চাই। ছপট ছোট ইচ্ছে গুলো-কাজগুলো কিন্তু আমরা পারি করতে, শুধু আন্তরিক ইচ্ছে শক্তির অভাবে....

অনেক ধন্যবাদ আপু

১৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৬

বোকামন বলেছেন:




চলতে-ফিরতে এমনই অনেক দৃশ্য চোখে পড়ে যায় .....
স্বার্থপরের মত মন খারাপ করে উপভোগ করি।
পেটের দ্বায়ে আমাকেও ভুলে যেতে হয় ............

সম্মানিত লেখককে বিষয়বস্তুর জন্য অসংখ্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১১

নীল-দর্পণ বলেছেন: স্বার্থপরের মত মন খারাপ করে উপভোগ করি। কঠিন সত্যি একটা কথা বলেছেন

১৮| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। :(

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১১

নীল-দর্পণ বলেছেন: খুব অসহায়.....

১৯| ১৮ ই মে, ২০১৩ রাত ২:১১

নীল আদ্রিতা বলেছেন: কষ্ট পাইলাম .... :( :( :( :( :(

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১১

নীল-দর্পণ বলেছেন: :(

২০| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা বর্তমান সময়ের বাস্তবতা। আমরা যদি শুধু ঠিকভাবে যাকাত আদায় করতাম, বাস্তবতা ভিন্ন হত…

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৫

নীল-দর্পণ বলেছেন: ঠিক বলেছেন.....

২১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

শীলা শিপা বলেছেন: ভাল আছি আপু। তুমি ভাল আছো??

সারাখন ফাকি দিতে দিতে চাকরি করি সেটাই মনে থাকে না।:)

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

নীল-দর্পণ বলেছেন: আছি আলহামদুলিল্লাহ ভাল।
আয় হায় এত এত ফাকি কেনু দেও, দুলাভাইর অফিস বলে ;) :P

২২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: জীবনবোধময় লেখা। ভালো লাগলো।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ হামা ভাই

২৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২১

জেনারেশন সুপারস্টার বলেছেন: +++++

১৮ ই মে, ২০১৩ রাত ৯:০১

নীল-দর্পণ বলেছেন: থ্যাংকস্‌

২৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:০০

বড় বিলাই বলেছেন: এদেরকে দেখলে বুঝি কত সুখে আছি আমরা।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: সেটাই আপু

২৫| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: এই টাইপ ছেলেরা খুব ইচরে পাকা হয় !

১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৮

নীল-দর্পণ বলেছেন: হুমম....ওরা শিখে ফেলে বা পরিবেশ ওদের শেখায়.....

২৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লিখেছেন। তবে পড়ে কষ্ট পেলাম।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: এটাও একটা জীবন....

২৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৭

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর লিখেছো আপু :) এমন বাস্তবতা গুলো প্রতিদিনই দেখি,আমরা সবাই কোথাও না কোথাও এভাবে লড়ে যাচ্ছি বেঁচে থাকার তাগিদে!

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০

নীল-দর্পণ বলেছেন: বেঁচে থাকার তাগিদে..... :(

থ্যাংক্যু আপু

২৮| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০০

গৃহ বন্দিনী বলেছেন: সবচেয়ে বেশি খারাপ লাগে যখন মানুষ সামান্য হিসাবের গড়মিল কিংবা ভাড়া কম বেশি নিয়ে কারনে অকারনে এই ছোট্ট বাচ্চা গুলোকে গালি দেয় ।

লেখায় ভাল লাগা থাকলো ।ভাল থাকবেন আপু।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপু। থাকবেন আপনিও

২৯| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৪

আহমেদ জী এস বলেছেন: নীল-দর্পণ,
সম্ভবত আপনার পোষ্টে এই প্রথম এলাম । নজর কেড়েছে আপনার এই লেখার শিরোনামটি । অথচ প্রোফাইলে দেখি লেখা - " ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর .................... পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন।"

আপনি জানেন না, কঠিন বাস্তব নিত্যদিন আমাদের যে ভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় ভেতরে ভেতরে, তেমনি কী অদ্ভুত এক ছোঁয়া আপনি দিয়ে ফেলেছেন এখানে ।
তাই সবটাই পড়তে হলো । মন্তব্যগুলোও । সবাইকে ধন্যবাদ এই জন্যে যে, আপনারা সবাই নিজের নিজের অবস্থান থেকে নিরেট সত্যটাই বলেছেন । না পারার দুঃখ যেমন আমাদের ব্যথিত করে তেমনি "স্বার্থপরের মত মন খারাপ করে উপভোগ করি।'" সহব্লগার বোকামন এর এই উপলব্ধিটুকুকেও ধারন করি ।

খুব সুন্দর লিখেছেন আপনি ।

আপনাকে আর মন্তব্যকারী সবাইকে শুভেচ্ছা ..........

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮

নীল-দর্পণ বলেছেন: আসলেই লিখতে পারিনা। দু-একটা লেখা দিয়ে যদিও তৃপ্ত। কিন্তু পুরোপুরি নই। আদৌ সেই তৃপ্তি পাবো কিনা জানিনা। তাই প্রোফাইলে ওটা লিখেছি.......

স্বাগতম আমার ব্লগে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩০| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৬

মাহবু১৫৪ বলেছেন: +++++++++

খুবই ভাল লাগলো লেখাটা।

ভাল লাগা

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুব ভাই

৩১| ২৯ শে মে, ২০১৩ রাত ১:২২

ফারজানা শিরিন বলেছেন: এই কাজটা আমিও করি । একবার খুব বেশী হলে ৯ হবে ! এই বয়সের একটা বাসের হেল্পার ছেলে দেখছিলাম । মনে হইছিলো গাল টিপে দেই । সাথে করে নিয়ে আসি কিন্তু আমি তো খাই অন্যরটা । আমার খুব ইচ্ছা অন্তত একটা পথের শিশু বড় হবে আমার আঁচলে । বাকিটা আল্লাহর ইচ্ছা ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০২

নীল-দর্পণ বলেছেন: ওদের আনতে চাইলেও আপনার সাথে আসবে বা আসলেও থাকবে এরকম নিশ্চয়তা নেই। একবার প্রচন্ড শীতে কাতর একটি বাচ্চাকে আম্মা বাসায় আনতে চেয়েছিলেন। বাচ্চাটি আসেনি। ওরা ওভাবে থাকতেই স্বাচ্ছন্দ মনে হয়।

আপনার মনোভাব কে সম্মান জানাচ্ছি আপু।

৩২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬

ফারজানা শিরিন বলেছেন: হু । জানি আপু । আমার আব্বু আমাকে তাই বলছে । তাও চেষ্টা করবো নিজের জন্য । নিজের ইচ্ছা পূরণের জন্য ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬

নীল-দর্পণ বলেছেন: আপনার ইচ্ছা পূরন হোক :)

৩৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

চতুষ্কোণ বলেছেন: কেমন আছিস? লেখার ব্যাপারে কিছু বললাম না। ব্লগের শুরু থেকে তোর উপর এমনি এমনি তো মায়া পড়েনি। নিশ্চই কোন কারন ছিল। :)

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

নীল-দর্পণ বলেছেন: আছি আলহামদুলিল্লাহ ভালই। আপনি কেমন আছেন? দেখা যায়না তেমন। ফেবুতেও যাননা মনে হয়।
কেন আমি সবার ভালবাসা-মায় পাই জানিনা, আসলেই আমি এতটা যোগ্য কিনা জানিনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.