নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

ঠিকানাবিহীন চিঠি

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

আচ্ছা ধ্রুব এখন কি করছে, ফোন দিয়ে দেখবো...নাহ থাক। আমি-ই বা কী! গন্ডারের চামড়া! এত অপমান যে মানুষটা করলো তাকে নিয়েই এত ভাবনা! নাহ, দূর করতে হবে। কি আজব! ঘন্টার পর ঘন্টা আমি অনায়াসে পার করে দিতে পারি ধ্রুবকে ভেবে, শুধু ধ্রুব কে ভেবে! কী আছে ছেলেটার মাঝে (?) সে তো আমাকে এতটা প্রাধান্য দেয় না। নিষ্ঠুর আচরন-ই শুধু করে। সুধুই কি নিষ্ঠুর! অদ্ভুত, রহস্যময় আচরন করেছে ধ্রুব। যখন মন চেয়েছে ভালবেসেছে....নাকি অভিনয় করেছে। কে জানে... তবে যাই হোক আমি তো সত্যি সত্যিই ভালবেসেছিলাম ওকে। তবে কেন।



নাহ আর ভাববো না ওকে নিয়ে। বললেই কি হয়ে গেলো! কি করে আমি ভুলে যাই ঘন্টার পর ঘন্টা তপ্ত দুপুরে রোদের মাঝে দুজনের খুনসুটি অথবা ঝুম বৃষ্টির মাঝে রিক্সার হুড তোলা নিয়ে ঝগড়া। কি করে ভুলে যাই এক প্লেটে ফুচকা নিয়ে কাড়াকাড়ি। আমি বেশী খাই বলে শেষে পেটুক বলে আমাকে খেপানো, কি করে ভুলবো আমি!

কে বুঝবে আমার সেই দম বন্ধ করা সময়গুলো যখন আমার পুরো পৃথিবী ছিলো অন্ধকার। আমি কাউকে শান্তনা দিতে পারিনা এবং কখনই কারো কাছ থেকে শান্তনা আশা করিনা, কখনই না। আমি মনে করি নিজের শান্তনা নিজে ছাড়া আর কেউ ভাল দিতে পারেনা। আমার ভাল থাকা আমাকেই খুজে নিতে হবে।




ধ্রুব, তুমি যখন উজ্জল ভবিষ্যতের পথে হাটছো তখন আমি হতাশার অন্ধকারে তলিয়ে গিয়েছিলাম ছিলাম। আমি নিজেই আবার ভেসে উঠেছি। কীভাবে জানো? এতে তোমারই অবদান বেশী। বেশী নয় পুরো অবদানই তোমার। তোমাকে দেখে শিখেছি। শিখেছি কি করে অবলীলায় মানুষ দিব্যি পাল্টে যেতে পারে, একটি অধ্যায় পুরো বন্ধ করে অন্য অধ্যায়ে প্রবেশ করতে পারে। হ্যা তোমার মতন আমিও পাল্টে গেছি তবে পুরোপুরি নই। আমি অনেক আবেগী একটি মেয়ে। জানি জীবনে বাস্তবতার বেগের কাছে আবেগের মূল্য খুবই তুচ্ছ। আমি আমার তুচ্ছ জিনিস নিয়েই থাকতে চাই। আমি সারাটি জীবন আবেগী মেয়েটি হয়েই থাকতে চাই। তোমার জন্যে মনের মাঝে একটি সফট্‌ কর্নার ছিলো। একদিন এক বন্ধু তোমাকে নিয়ে খারাপ একটি মন্তব্য করেছিলো যার জন্যে খুব কষ্ট পেয়েছিলাম। তবে সেই সময় এখন আর নেই। তোমার জন্যে সব দরজা বন্ধ তবে সামনে তোমাকে পেলে কিছু প্রশ্ন ছিলো যার উত্তর দেবার ক্ষমতা জানি তোমার নেই। আর নেই বলেই তুমি কখনো আমার সামনে এসে দাড়াতে পারবেনা। মনে রেখো একদিন ঠিক বুঝতে পারবে, আফসোস করবে এবং সেদিনই তোমার শাস্তি তুমি পাবে। অভিশাপ দিচ্ছি না তোমার ফল এটা, পাপ্য তোমাকে নিতেই যে হবে।





সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। ভর দুপুরে ধুব'র উদ্দেশ্যে ঠিকানা বিহীন চিঠি লিখে শেষ করে জানালা দিয়ে তাকায় সারাহ্‌। সামনের টিনশেড বাড়ীর হাসনাহেনা গাছটিতে ফুল ফুটেছে। তার পরেই সীমানার পাচিলের উপর দুটি কাক ভিজে চুপসে গেছে। একটি অন্যটিকে ঠোট দিয়ে পালক টেনে দিচ্ছে শুকানোর আশায়। ওর দৃষ্টি চলে গেলো তারও ওপারে......। জানালার পাশেই একটি কাকের কর্কশ স্বরে ডেকে ওঠায় সম্বিৎফিরে পায়। ঠিক করে অন্যসব চিঠির মত এটিকে পুড়িয়ে ছাই বানিয়ে না উড়িয়ে নৌকা বানালে কেমন হয়। ভাবতে ভাবতেই নৌকা বানিয়ে ছেড়ে দেয় টিনশেড বাড়িটির পাচিলের মধ্যে।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

নাছির84 বলেছেন: লেখাটি ভাল লেগেছে।


'আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না।'
...............................পরিবর্তন করা উচিত। কারণ,কথাটির সঙ্গে কাজের এতটুকু মিল নেই !

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

নীল-দর্পণ বলেছেন: থাকুক লেখাটি। ওটা দেখে যাদি একটু আগ্রহ পাই লেখার ;)

ধন্যবাদ আপনাকে :)

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
ধ্রুব ছেলেটা একদম ভাল না।
সারাহ কে বলেন ইমরাজ কে চিঠি দিতে :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

নীল-দর্পণ বলেছেন: হা হা হা....সারাহ আমার কথা শুনবে কেন :P

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: চিঠি পইড়া ভালো লাগলো :-* যদিও কারো কাছে চিঠি দেইনি বা পাইনি ! কারণ যখন প্রেম পিরীতি বুঝলাম তখন দেখি চিঠির যুগ শেষ হইয়া গেছে :(( :(( :(( যায় হওয়ার এসএমএস আর মুপাইল ফুনে হইছিল :P :P

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

নীল-দর্পণ বলেছেন: এসএমএস ওত এক প্রকার চিঠি-ই ;) :P

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: এসএমএস পইড়া মজা নাই :/ এসএমএস এর মধ্যে কি বেশি কিছু লেখা যায় নাকি ১৪৩ এই আর কি ।


তয় ধ্রুব নামে চিঠি না লিখে আমার নামে দিতে পারতো সারাহ :( কারণ গতকাল পোষ্ট দেওয়ার জন্য তাগাদা আপনাকে আমি দিয়েছিলাম !!

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

নীল-দর্পণ বলেছেন: আহ্‌ ! অ্যাম্নে উফকার কইরা প্রতিদান চাইতে অয়না :|

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++


চিঠি দিতে পারলাম না কাউরে ১৭ বছরের জীবনে।

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১১

নীল-দর্পণ বলেছেন: সামনে অনেক সময় রয়েছে ভাইয়া। দিয়ে দিয়ো কাউকে :)
(মনে হচ্ছে আমার ছোট-ই হবে তাই তুমি করে বললাম, আপত্তি থাকলে জানিও ) ;)

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১২

বাঘ মামা বলেছেন: এই ব্লগে আসলে হয়তো তরকারি ছেকার গন্ধ পাই নয়তো প্রেমের ছেকা।দুই দিকেই ব্যর্থ মেয়েটা।

মুক্তা আবারও? নাকি আগেরটাই? :)

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

নীল-দর্পণ বলেছেন: কিরে আবারো আর আগেরটা..... :|
ট্যাগ দেখেন পোষ্টের ;) :P

৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

মাহবু১৫৪ বলেছেন: হায় হায়! এইটা কিছু হইলো? /:)

আমি তো ভেবেছিলাম বাস্তব কাহিনি! :-*

সারাহ নামক মেয়েরা এত অবুঝ কেন? তারা কি মাহবুব নামের ভদ্র, শান্ত, সৎ ছেলেদের দেখে না? এরাই কিন্তু সারাহ দের রাজরাণী করে রাখে! :P ;)

পোস্টে +++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

নীল-দর্পণ বলেছেন: ওহোওহোওওও...সারাহ কে বলে দেবোনে যাতে... ;)

৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

আদার ব্যাপারি বলেছেন: ধ্রুবর মতই আচরন করেছি একজন সারাহ র সাথে। তবুও এখন ও সারাহ র দেয়া চিঠি গুলো মাঝে মাঝে পড়ি আর পেছনে ফিরে যাই। ধ্রুর চলে যাবার কোন কারন ছিল কি না জানিনা, আমার ছিল। কিন্তু সারাহ তা এখনো জানে না।

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

নীল-দর্পণ বলেছেন: কারনটা জানানোর পরিস্থিতি আছে কি না জানিনা....তবে জানানোটা উচিত ছিলো মনে হয়। এটা যার সাথে হয় সে-ই শুধু বোঝে। হয়ত আপনার কারন শুনলে সে একটু হলেও বুঝতো।

যাইহোক, শুভকামনা

৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩০

একজন আরমান বলেছেন:
আমগো নিলুর কি হইলো রে...... :-< :-< :-<

চিঠি ভালো হইছে, কয়দিন পর আরও আবেগঘন চিঠি পাওয়া যাবে মনে কয়। B-)) B-)) ;)

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

নীল-দর্পণ বলেছেন: আপ্নেগো নীলুর কিচু অয়নাই :-P

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জানি জীবনে বাস্তবতার বেগের কাছে আবেগের মূল্য খুবই তুচ্ছ। আসলেই তাই।

গল্পটা ভালো লেগেছে বিশেষ করে শেষটা,
ঠিক করে অন্যসব চিঠির মত এটিকে পুড়িয়ে ছাই বানিয়ে না উড়িয়ে নৌকা বানালে কেমন হয়। ভাবতে ভাবতেই নৌকা বানিয়ে ছেড়ে দেয় টিনশেড বাড়িটির পাচিলের মধ্যে।
দূর্দান্ত!

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

নীল-দর্পণ বলেছেন: থ্যাংকস্‌ আপু

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

সায়েম মুন বলেছেন: এক্সপেরিমেন্ট ভালই চলছে দেখি। পরের বার কি বানাবেন। :P

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

নীল-দর্পণ বলেছেন: ভেবে দেখি কি বানানো যায়। পরামর্শও দিতে পারেন মুন ভাইয়া ;)

১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৯

সায়েম মুন বলেছেন: উড়োজাহাজ বানিয়ে উড়িয়ে দেয়া যেতে পারে। B-))

২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১২

নীল-দর্পণ বলেছেন: হা হা...খারাপ বলেননি। সেটা গিয়ে পরলো সারাহ্ 'র মতই এক ছেলের হাতে...তার পর গল্পের মোড় ঘুরে গেল :D :P

১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
হয়নাই তয় ক্যান জানি মনে হইতাচে হইব। ;)

২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১২

নীল-দর্পণ বলেছেন: কিচ্চু হয়নাই হইবোও না :P

১৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিকানা বিহীন চিঠি সঠিক স্থানে পৌঁছাক এই কামনা রইল।

লেখায় ++++++++

২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১২

নীল-দর্পণ বলেছেন: + এর জন্যে ধন্যবাদ :)

১৫| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৭

ভারসাম্য বলেছেন: ধুরর!!! ............... :-< |-)

২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৩

নীল-দর্পণ বলেছেন: X(( জাইগা উঠেন কইলাম নইলে কিন্তুক /:)

১৬| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭

সাধারণমানুষ বলেছেন: ভালা লিখা ......


ফার্স্ট কমেন্টের মতো আমিও দাবি জানাইলাম ব্লগ হেডিং চেন্জ এর :)

২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:১১

নীল-দর্পণ বলেছেন: হেডিংটার উপর খালি আপত্তি আসে :(

ধন্যবাদ অনেক :)

১৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চিঠিখানা সুন্দর লগলো

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ বিথি আপু :)

১৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১০

রোজেল০০৭ বলেছেন: পড়তে ভালোই লাগছিলো,কেমন জানি শুরু হতেই শেষ হয়ে গেলো।

তবু ও এ চিঠি ধ্রুবকে মনে বসিয়ে দিলো।

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: শুরু হতেই শেষ ....আমার বেশীর ভাগ লেখায়-ই এই অভিযোগটি থাকে

ধন্যবাদ আপনাকে

১৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

দুঃখিত বলেছেন: নিলু বুয়া ভালো আছেন তো ? ! কিমুন কিমুন জানি ঠেকতেছি -_-

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯

নীল-দর্পণ বলেছেন: নিলু বুয়া ভাল আছে :)

২০| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

সমুদ্র কন্যা বলেছেন: ধ্রুব নামের ছেলেরা ভাল হয় না। ওরে বাদ দ্যাও। নেক্সট টাইম প্রেম করতে গেলে অন্য কোন নামের ছেলে খুঁইজো। B-)

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪

নীল-দর্পণ বলেছেন: হা হা হা......সেই যে দূরবীণের ধ্রুব'র প্রেমে পড়েছিলাম হঠাৎ হঠাৎ সেই প্রেম জেগে ওঠে B-) :P

২১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: :(

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

নীল-দর্পণ বলেছেন: :)

২২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

আমিভূত বলেছেন: অনেক চিঠি লিখেছিলাম আজও লিখি সাহসের অভাবে প্রাপকের নিকট পাঠানো হয়না :(

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

নীল-দর্পণ বলেছেন: থাক নাহয় সেসব নিজের কাছেই। একসময় দেখা যাবে সেসব পরে হাসবেন

২৩| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫০

শীলা শিপা বলেছেন: মনে হল শুরুর আগেই শেষ:(

তবে যেটুকু পড়লাম ভাল লাগল:)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

নীল-দর্পণ বলেছেন: থ্যাংকস আপু :)

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বেচারা ধ্রুব ! তার জন্য করুণাবোধ জানায়ে দিবেন । আর চুপি চুপি সারার চিঠিটা প্রকাশ করে দেওয়ায় আপনাকে ধন্যবাদ ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকেও অনেক অনেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.