নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

ঈদ নিয়ে যত পোষ্ট:: একটি ঈদ সংকলন :)

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

একটা সময় যা মনে আসতো তাই লিখে ফেলতাম সে সব পোষ্ট পড়লে এখন মনে হয় আমি লিখেছিলাম ওসব। তখন ভাবতাম মানুষের মত যদি সুন্দর সুন্দর গল্প লিখতে পারতাম! খুব আফসোস হতো কেন পারিনা একটা-দু'টা গল্প লিখতে। একটি সময় সেটাও পূরণ হল। ভাল গল্প লিখতে পারিনি কখনই কিন্তু হাবিজাবি লিখেছিতো। এখন আরো আফসোস হয় আমার আগের আমিইতো ভাল ছিল। আগের সেই লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি!

কয়েকদিন ধরে ভাবছি কী লিখি কী লিখি....ভাবতে ভাবতেই মনে হল এ পর্যন্ত আগের সব ঈদের পোষ্ট গুলো একসাথে করি। ঈদ সংকলন হোক। যেই ভাবা সেই কাজ।

আপনাদের হয়ত ভাল লাগবে না, কারো কারো বিরক্তও লাগবে। যাই লাগুগ। আমার তো ভাল লাগবে B-)

নেমে পড়লাম কাজে

ছোট্ট দুটো বাচ্চা, যারা ছিল অনাত্নীয় কিন্তু কোন কোন ক্ষেত্রে আত্নীয়ের চেয়ে বেশী

ভীষন ভাবে নাড়া দেয় একটি স্মৃতি, যা মনে হলে নিজেকে খুব ছোট মনে হয়।

এক কোরবানীর ঈদের ঘটনা। লজ্জার চেয়ে মজা পেয়েছিলাম বেশী । :P

প্রায় প্রতিবার-ই কাপড় কেনার সময় একটা না একটা কাহিনী হয়। সেরকমই একটা

শুধু নিজের জন্যেই নিইনি। আপুনিদের জন্যেও ছিলো যদিও ভার্চুয়ালী ;)

সময়ের সাথে সাথে বদলে যায় চিত্র। /:)

আপুদের জন্যে স্পেশালি, ভাইয়াদেরও প্রবেশাধিকার ছিল ;)

গ্রামের বাড়ীতে ঈদ: ছবি ব্লগ-১



ছবি ব্লগ-২


ছবি ব্লগ-৩. সেরা একটি ঈদ ছিল সেটা

এক কোরবানীর ঈদে প্রথম বানিয়েছিলাম সেমাইয়ের শাহী টুকরা :D

প্রতি ঈদের কমন টেলিফিল্ম আমাদের বাসার ;):P

ছোট-খাটো স্মৃতি



ঈদ সংকলন এ পর্যন্তই । একটি ফাঁকিবাজী পরিবেশনা। ;) B-)

সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। :)

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

মাহবু১৫৪ বলেছেন: ++++

!:#P !:#P !:#P

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

নীল-দর্পণ বলেছেন: আপনার পোষ্ট কই /:)

২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এইটা একটা কাজ করলেন এখন মনে হইতাছে ঈশ যদি কালকে ঈদ হইত :(

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

নীল-দর্পণ বলেছেন: ঈদে চলে আসলেই তো চলে গেলো তখন মনে হবে এত তাড়াতাড়ি কেন এলো, এখন চলে গেলো। তার চেয়ে একটু দেরীতেই আসুক ;)

৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

মামুন রশিদ বলেছেন: একটি ফাঁকিবাজী পরিবেশনা। ;) B-)



আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা ।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

নীল-দর্পণ বলেছেন: সবার ঈদ হোক আনন্দের। ঈদে আবার ফাটাফাটি রান্না করবেন আর আমাদের সাথে শেয়ার করবেন ;)

৪| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

জুন বলেছেন: সেদিনগুলোই ভালো ছিল নীল-দর্পন যখন সবাই আবোলতাবোল লিখে যেত । কত শত আড্ডা পোষ্ট রাতভর কতজনের মুড়ি নিয়ে গল্প।এত হিসাব নিকাষ করে কেউ পোষ্ট দিতনা । আমি নিজেও অবাক হয়ে যাই কি লিখতাম বা এখনো লিখে চলেছি।
+

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

নীল-দর্পণ বলেছেন: সব কিছু এখন কেমন যেনো ফরমাল ফরমাল হয়ে গেছে !

৫| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগে ভাল লাগা

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ হে কবি

৬| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: মুক্তাফা আমাদেরকে আগাম ঈদ ঈদ ভাব আইনা দিলো !:#P কিন্তু ঈদ এত দেরীতে কেন? :((

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

নীল-দর্পণ বলেছেন: দেরীতেই ত ভাল। ;) আসলেই ফুরায় যাবে :(

৭| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

বিভ্রান্ত মানুষ বলেছেন: o apni maye

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

নীল-দর্পণ বলেছেন: হুমমমম....বিভ্রান্ত মানুষ বিভ্রান্ত হয়ে গেলেন নাকি ? ;)

৮| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

বাংলাদেশী দালাল বলেছেন:

ভালা কাম করছেন বাসি ঈদের সাধ পাইতাছি।
অগ্রিম মোবারক। ++++++

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

নীল-দর্পণ বলেছেন: অগ্রীম মোবারক আপনাকেও :)

৯| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফাকি এইখানে দিছেন ঠিক আছে, দেশে গেলে কিন্তু আমারে খাওয়াইতে হইব, ঐখানে ফাকি দিলে হবে না... ;) ;)

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নীল-দর্পণ বলেছেন: তখনো একটা পথ বের করে নিবোনে ;) B-)) :-P

১০| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

একজন আরমান বলেছেন:
ধুরও এইডা কিছু হইলো? মনে হইতাছে কাইল্কা ঈদ ! /:) /:) /:)

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

নীল-দর্পণ বলেছেন: :P :P

১১| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: ঈদ নিয়ে সংকলন লিখলে মানে ঈদের খানাপিনা সাজুগুজু নিয়ে পোস্টের কথা বলো যদি আমি ফার্স্ট হবো নীলুমনি!:)

এ যাবৎ প্রত্যেকটা ঈদে আমি পোস্টু লিখতে ভুল করিনি তাই না?

মনে আছে ঈদ ফ্যাশন পোস্ট গুলোর কথা!!!!!!

কত মজার আর আনন্দের সেই দিন গুলো!

তখন মানুষে মানুষে এত হানাহানি, বিভেদ,দলাদলি ছিলো না! ছিলোনা কলুষত!
কত সুন্দর ছিলো সেসব হারানো দিন গুলি!

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: হুমম অনেক অনেক মজা হতো। কিন্তু এখন অননেএএএএক পঁচা হয়ে গেছো। ঠিক মত সাজুগুজু আর খানাপিনার পোষ্ট দাও না। তাও কোন মতে গত বছর দিলে। এবারো কিন্তু দিতে হবে...মনে থাকে যেনো হু...

১২| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: আমার বিরক্ত লাগছে :( X(( X(( মাইনাচ মাইনাচ মাইনাচ

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: ঊমমমমম...মাইনাস ভাজাটা খুব টেস্টি ছিলো ;)

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

বাংলার হাসান বলেছেন: ভাল উদ্যোগে

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নীল-দর্পণ বলেছেন: :)

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার সংকলন, পড়তে মজাই লাগবে বুঝতে পারসি :) ||

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

নীল-দর্পণ বলেছেন: মজার বদলে বিরক্তও লাগতে পারে ;)

১৫| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন উদ্যোগ।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

নীল-দর্পণ বলেছেন: :) :)

১৬| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: হা হা ওকে তাহাই হইবেক........

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নীল-দর্পণ বলেছেন: আমার লক্ষী আপুঊঊ...এজন্যইত্ত তোমাকে অ্যাত্ত ভালবাসি :)
তবে পোষ্ট না দিলে কিন্তু অ্যাত্ত পঁচা হয়ে যাবে ;) :P

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শাকিল ১৭০৫ বলেছেন: ঈদ না আইতে ঈদের আমেজ আইনা দিলেন :( :(
কামডা ভালা হইলনা :|| :||

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নীল-দর্পণ বলেছেন: ঈদের আমেজ তো এমনিতেই চলে এসেছে আমি নাহয় আর একটু এনে দিলাম :)

১৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

রেজোওয়ানা বলেছেন: এটাই কি তোমার ঈদসংখ্যা বিশেষ আয়োজন ছিল?

রান্নাবন্না, জামাকাপড়ের ছবি নিয়া পোস্ট দিবা না?

আরে দাও দাও, ব্লগটা পাইনসা হয়া গেছে :(

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: বিশেষ আয়োজন কিনা জানিনা, মনে হলো দিয়ে দিলাম। আগের সেসব আর পারিনা দিতে ! :(

আমাডের সময় শেষ কিছু দইন পর থেকে সোহামনি, সারাহ মনিরা ব্লগে লেখা শুরু করবে :D

১৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: সংকলনের চেহারা দেইখা গেলাম। পোস্টের ভেতরে যায়া দেখতে পারুম না, আইলসামি লাগে। :-< :-<

পুরা পোস্ট দ্যাও, দেইখ্যা কমেন্ট করুম নে |-) |-)

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নীল-দর্পণ বলেছেন: ৯দিন লাগাইয়া ৯টা পোষ্ট পড়বা তাইলে :P :P

২০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ইস!! পোস্টটা আরও দেরিতে দিলে মনে হয় ভাল হইত। :( ঈদ নিয়া আরও অনেক পোস্ট আছে কিন্তু ব্লগে। চাইলে ঈদের সময় আরও একটা পোস্ট দিয়ে ফেলতে পারেন! ;)

২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নীল-দর্পণ বলেছেন: এত আগে দিয়ে দেখি ভুলই করলাম :|
ওক্কে ঈদ আসুক তবে, ভাবা যাবে :)

২১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪

ফারিয়া বলেছেন: তুমি আসলেই ফাকিবাজ! /:)
কি আর করা, মেনে নিলুম ফাকিবাজি, মেনে নিলুম! :-P

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

নীল-দর্পণ বলেছেন: আরে কি যে বলো না আপু B-) B-) :P

আপু তোমার জন্যে একটা ড্রেস দেখো তো পছন্দ হয় কিনা...এবারের ঈদ টাও নাকি সালোয়ার-কামিজ ছাড়াই করতে হচ্ছে তোমার...

২২| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সায়েম মুন বলেছেন: ঈদ আসে না ক্যান। সেমাই টেমাই খাইতাম চাই :D

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

নীল-দর্পণ বলেছেন: আজই আমাদের বাসায় চলে আসেন মুন ভাইয়া। সেমাই খাওয়াবো, ঈদ লাগবেনা :)

২৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

ফারিয়া বলেছেন: টিংক্যু! :!>
অনেক সুন্দর, কুরিয়ার করে দাও! B-))

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

নীল-দর্পণ বলেছেন: দিয়েছি তো ;)

২৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

দীপান্বিতা বলেছেন: কি খবর......আশাকরি খুব ভাল আছেন...ঈদের শুভেচ্ছা রইল :)

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

নীল-দর্পণ বলেছেন: ভাল আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, ভাল নিশ্চই :)

ঈদের শুভেচ্ছা আপনাকেও :)

২৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুসারিত।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

নীল-দর্পণ বলেছেন: আমি কারো অনুসারিত হতে পারি এটা সত্যিই ভাবতে অবাক লাগে!
ধন্যবাদ অনেক। অনেক ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.