নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতে পাশপাশি রুমে বসে ভাই-বোনের ফেসবুক চ্যাটিং ;) B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

আমরা দুই ভাই-বোন প্রায়-ই সুযোগ পেলেই এই সেই নিয়ে গল্পে মেতে উঠি। সবচেয়ে বেশী হয় সারাদিন পরে ভাইয়া যখন রাতে ঘরে ফেরে। আম্মা-আব্বা ঘুমিয়ে পড়েন, ভাইয়ার জন্যে আমাকে সজাগ থাকতে হয়। কখনো দুজনে খাই কখনোবা ও খায় আর আমি পাশে বসে গল্প করি। আম্মা আবার এক আধটু হিংসাও করে দুই ভাই-বোনের এই গুটুর গুটুর নিয়ে।

দুজনে কখনো কখনো ঝগড়া-তর্ক, কখনো সিরিয়াস বিষয় কখনো মামুলী বিষয় আবার কখনোবা আষাঢ়ে গল্পেও মেতে উঠি। তো গতকাল ভাইয়া পিসিতে বসা আর আমি মোবাইল থেকে ফেসবুকে ঢুকেছি। দেখি অনলাইন দেখাচ্ছে ওকে। ভাবলাম নক করি। যেই ভাবা সেই কাজ।

আমি আমার রুম থেকে মেসেজ পাঠাচ্ছি ওর পিসিতে সেই মেসেজ যে যাচ্ছে তার সাউন্ড ও শুনতে পাচ্ছিলাম। কি যে একটা মজা সেটা বলে বোঝানো যাবেন। বরং মাঝ রাতে ভাইবোনের আজগুবি গল্পের কিছু শেয়ার করি আপনাদের সাথে তাই দেখেন ;)



আমি: হাই ভাইয়া, অনেক দিন পর দেখছি আপনাকে, কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন?

ভাইয়া: একটু চাঁদে গিয়েছিলাম, একটা মিশন ছিল



আমি: ও আচ্ছা, তা মিশন কি সাকসেস?

ভাইয়া: মিশন সাকসেস, একটু বাকি। আপনিও অনেক দিন পরে, দেখে ভাল লাগল।



আমি: আপনার মিশনের জন্যেই কিনা কে জানে, আজকের চাঁদটা অনেক ড় আর সুন্দর।

ভাইয়া: অনেকটা বলতে পারেন। বাকী মিশনটা শেষ করতে পারলে ভিতর বাহির পুরোটাই আলোকিত হয়ে যাবে, বাট একটা সমস্যার জন্য মেজাজ খারাপ করে চলে এলাম।



আমি: কেন কেন?

ভাইয়া: আমি বার বার বলি যে ছোট কোন দেশের কাজ করবো না বাট মাস কয়েক আগে ইউএসএ'র প্রেসিডেন্ট ফোন করে খুব করে রিকোয়েস্ট করলো। আমি বার বার মানা করলে বাসায় চলে এলো। সে কি পীড়াপীড়ি!

আমাকে চাঁদের একটা স্টেট এর জন্যে প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশন মডেল করে দিতে হবে। আমি বললাম এটা তোমরা ফান্ডিং করতে পারবা না। পরে বললাম দেখি বাংলাদেশর প্রাইমমিনিস্টারের সাথে কথা বলে, টাকা থাকলে যাবো।

এখন ৬মাস কাজ করার পর ওদের সব রিজার্ভ শেষ! শেষ পর্যন্ত অনেক বকাঝকা দিয়ে বাধ্য হয়ে বাংলাদেশ বাংকের কাছে যেতে হলো। এই আর কি...




ভাইয়া: যাই, বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং আছে।

আমি: ওকে, ভাল থাকবেন। আর আপনার ছোট বোনটাকে একটু বেশী বেশী চকলেট আইসক্রিম কিনে দেবেন।



ভাইয়া: কি আর করবো বলেন, বাইরে বাইরে থাকি। আজ বিডি তো কাল ইউএসএ পরশু ইউকে, কানাডা। এই মাসে অর্থ তো ঐ মাসে মার্স...এভাবেই যাচ্ছে।

আমি: হমম, তাও কথা! তা বাসায় যখন যাবেন তখনই নাহয়...



ভাইয়া: দেখি ওকে একটা ক্রেডিট কার্ড-ই দেবো অনেক টাকা লোড করে। তাহলে ও অনেক চকলেট, আইসক্রিম খেতে পারবে। বেশ ভাল বুদ্ধি না?

আমি: হা হা...ভালতো। মেয়েটা অনেক খুশী হবে।

আচ্ছা আপনার লেট হয়ে যাচ্ছে, যান তবে আজকে।




ভাইয়া: ওকে ভাল থাকবেন। আপনার একদিন কফির দাওয়াত রইল।

আমি: অবশই অবশ্যই।



এই হল মোটামুটি আমাদের ভাইবোনের ফেসবুক চ্যাট। B-)

এর আগের ভাই-বোনের আষাঢ়ে গল্প, এখানে ;)

মন্তব্য ১০৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনারা পারেনও :|

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নীল-দর্পণ বলেছেন: খেক্সজজ্ B-)) :-P

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঘাসফুল বলেছেন: B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

নীল-দর্পণ বলেছেন: ;) B-)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বটের ফল বলেছেন: ;) ;) ;) ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: ;) :P :P

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মুনসী১৬১২ বলেছেন: :-B :-B

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নীল-দর্পণ বলেছেন: :P :P

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আন্ধার রাত বলেছেন:
বড় সুখে আছেন গো। ভাল থাকুন নিরন্তর।

আমরা ভাই বোন জীবনকে বড় কষ্টে ঠেলে ঠেলে চালিয়ে যাচ্ছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

নীল-দর্পণ বলেছেন: খারাপ লাগল শুনে। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্যে

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কলাবাগান১ বলেছেন: heart warming relationship............ I enjoyed the conversation

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

নীল-দর্পণ বলেছেন: থ্যাংকস্ :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

তাসজিদ বলেছেন: হা হা হা B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

নীল-দর্পণ বলেছেন: :-B :P

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে.....

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নীল-দর্পণ বলেছেন: :P :P

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

শীলা শিপা বলেছেন: মাঝে মাঝে এমন করি ভাইয়ার সাথে... B-) :#)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নীল-দর্পণ বলেছেন: অনেক মজা করতে B-))

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

রহস্যময়ী কন্যা বলেছেন: :) ;) ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নীল-দর্পণ বলেছেন: ;) :P :P

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নীল-দর্পণ বলেছেন: খিক খিক :P

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভালোই তো ভালো না :) ইস!! :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নীল-দর্পণ বলেছেন: অনেএএক ভাল ;)

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

গৃহ বন্দিনী বলেছেন:
আমার ভাইডা আবার তার ফেসবুক আইডি গার্লফ্রেন্ডরে দিয়া রাখসে তাই কখন কে অনলাইনে থাকে ধরতে পারি নাহ X(( X(( X(( X((

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

নীল-দর্পণ বলেছেন: হা হা হা....এটা একটা ঝামেলা। একবার আমার এক বান্ধবীকে ভেবে নক করেছি, পরে জানতে পারলাম তার বয়ফ্রেন্ড :|

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা দারুণ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

নীল-দর্পণ বলেছেন: সত্যিই। কি যে হেসেছিলাম পরে =p~

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু তোমাদের ভাই-বোনের এত মজার কনভারসেশন পড়ে আমি একটু হিংসিত হইলাম , ইস একটা ভাই থাকলে কত্ত মজা হত

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নীল-দর্পণ বলেছেন: ভাই নাই তো কি হয়েছে, বোন থাকলে তার সাথেই করে ফেলো একদিন আপু :)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনি তো আমার ছোট বোনের কথা মনে করায়ে দিলেন । আমাদের দুই ভাই বোনেরও এমন মজার মজার ব্যাপার হয় ! চমৎকার !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

নীল-দর্পণ বলেছেন: সত্যিই চমৎকার :#)
ছোটবোন কাছে নেই বুঝি এখন?

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ! পিঠাপিঠি ভাই বোনদের সম্পর্ক খুব মজার হয়! আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো! ভাইয়া অনেক টাকা লোড করে যখন আপনাকে চকলেট আইসক্রিম খাওয়ার জন্য ক্রেডিট কার্ড দেবে তখন আমাদেরকেও ডাকবেন কিন্তু! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

নীল-দর্পণ বলেছেন: ওকে ডাকবো, যদি মনে থাকে ;)
চকলেট আইসক্রিম পেয়ে ভুলেও যেতে পারি আপনাদের, বলা যায় না ;) :P

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

নীল-দর্পণ বলেছেন: :P :P

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

হাহাহাহাহা।

ভাই-বোন জমিয়ে আড্ডা দিলেন। ফাপরবাজি কারে বলে এটা চ্যাট দেখলে আন্দাজ করা যায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: হা হা হা....আসলেই ;) :P

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইটস কিউট :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: সত্যি ই আপু :)

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

মেহেদী হাসান মানিক বলেছেন: :D :D :D :D :D :D :D

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নীল-দর্পণ বলেছেন: :D :D

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

ভিয়েনাস বলেছেন: কোন কিছু হলেই আমি আর ছোট ভাইয়া ইমেইল চালাচালি করতাম,,,পরে এমন ভাব করতাম যেন কিছুই হয়নি বা মেইল নিয়ে কোন কথাই কইতাম না B-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

নীল-দর্পণ বলেছেন: হা হা হা.....এটা অনেক মজার B-))

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
অনেক মজার ।


মাঝে মাঝে জামাইরে অনলাইনে দেখলে নক করি :P

তবে এসব চ্যাট তার সাথেই মোবাইলে হয় বেশি =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নীল-দর্পণ বলেছেন: হাহা....অনেক মজার একটা ব্যাপার। সামনে/পাশে কিন্তু ভাল এরকম কত দূরে, কত দিন পরে কথা =p~

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

সায়েম মুন বলেছেন: এখনো কার্ড দেয়নি? চকলেট কবে পাচ্ছি? উহ্ উনি তো আবার ব্যস্ত মানুষ। বাংলাদেশ ব্যাংকে মিটিং এ ব্যস্ত। কবে দিবে তার ঠিকাছে #:-S

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নীল-দর্পণ বলেছেন: সেই রকম ব্যস্ত, আজ আর্থ তো কাল মার্স ;) =p~

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~


খুব মজা লাগল। পৃথিবীর মধুর একটা সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক। :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নীল-দর্পণ বলেছেন: সত্যিই বলেছেন :)

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

স্বপ্ন নীল বলেছেন: পৃথিবীর মধুর একটা সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক
মাগার আমার কোনো বোন নাই তাই আনেক মিস করি আনেক এই সম্পর্কটাকে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নীল-দর্পণ বলেছেন: সত্যিই, আপনি মিস করেছেন। তবে সবার তো থাকেনা। কি আর করা

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! সো কিউট!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নীল-দর্পণ বলেছেন: :) :)

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রাতুল_শাহ বলেছেন: কথাদের বেশ ভাল লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু ভাইয়া :P

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা।

আমার ভাই নাই :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

নীল-দর্পণ বলেছেন: বোন নাই স্বর্ণাদি? বোনের সাথে করো ;)

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

কস্কি বলেছেন: হিংসায় জ্বইল্যা পুইড়া ছাড়খার হইয়্যা ম্যালাদিন বাদে!! নিঃশ্বাস নিতে উঠলাম!! :(( :!> (ওইসব মিল্কুয়া আনারাসিয়া খাইয়্যা কিছুই অয় না, ভুকাস কথা কয় লুকেরা X( )


জয়বাবা ফেপ্যাঁবাজী B-)) :-P!!

ধইন্যা ....ধইন্যা .....(আমার কাম কিছুদূর আউগ্গায়া দিছে!! কি জানি ক্লিয়ার করমু কইছিলাম না, ওইটার লগে এই পোস্টের এত্তগুলা সম্পর্ক আছে! :!> :!>)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

নীল-দর্পণ বলেছেন: আইজ আপনের কথা ভাবতেছিলাম যে লুক্টা বাইচ্যা আছে নাকি আনারসের লগে....যাক দেইখা ভালু লাক্তাসে :-P

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

দি সুফি বলেছেন: ভালো লাগল আপনাদের ভাই-বোনের ভালোবাসা দেখে !:#P
গতবার মঙ্গলে গিয়া আমার ল্যাপটপটা হারাইছি। :(( আপনার ভাই আবার গেলে একটু খোজ করে দেখতে বলবেন :-P :-P B-))

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

নীল-দর্পণ বলেছেন: আচ্ছা আচ্ছা বলবোনে। ওর যদি মনে থাকে আরকি। বোঝেনইতো ব্যস্ত মানুষ ;) :-P

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কেমন আছো ভাইয়া তুমি ? আইসক্রিম খাবা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

নীল-দর্পণ বলেছেন: ভাল আছি ভাইয়া :D

আমার তো ঠান্ডা পানি বেশী বেশী খেয়ে গলা বসে গেছে আর কাশি। :(একটু ঠিক হয়ে নিই তার পরে আইসক্রিম খাবো ;) :#)

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: না আপু, ও রাজশাহী মেডিক্যালে আর আমি ঢাকায় পড়াশুনা করছি !!! :( :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

নীল-দর্পণ বলেছেন: হমম....যখন বাসায় আসবে তখন ;)

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
আমার বোন নেই :| :| :|

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: আমিতো আছি ;) :)

আমাকে আইসক্রীম-চকলেট কিনে দেবেন। আর আমি এরকম মাঝরাতে নক করবো B-)) :P

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

খাটাস বলেছেন: পড়ার ১৫ - ২০ সেকেন্ড পর মনে হল, হাহাহা :) :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: হা হা :P :P

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

কস্কি বলেছেন: ও B:-)

এরলিগ্গাই তো কই ওইদিন খাওনের টাইমে হেশি উঠলো কেল্লিগা!! B:-) , আমিও তো মুনেমুনে কই, এই অনটাইমে আবার আমারে বোলায় কেডা?? যাক, ধইরালাইছি তাইলে!!! :-P


বুঝি ......বুঝি ........ হিংসা , আপ্নের পেডের মইধ্যে যে কুট্টিকাল থেইকাই হিংসার ফ্যাক্টুরী আছে !! :P :P



হিংসুক না হিংসুইট্টা কুনহানকার!! :-P :-P


খালি পা..…পা……পা……(কে জানি আমার মুউকক চা.;.চা……) ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

নীল-দর্পণ বলেছেন: আমি হিংসুইট্টা :| এত্তু বড়ো কথাআআআআ
খাড়ান প্রত্যেক বেলায় আপনের খাওনের টাইমে হেশি উঠবো, দেইহেন B-))

৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভালা টাইম......... মজার চ্যাটিং :D

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নীল-দর্পণ বলেছেন: হা হা B-)) :-P

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

কস্কি বলেছেন: খাড়াইতে পাত্তাম না!! X(

পিড়ি দেন বমু!! B-) আর আপ্নে বুরকা পইরা হাত আসমানের দিকে তুইল্লা একপায়ে তালগাছ অইয়া থাহেন!! :P :-P (কত্ত বড় ডরুণী!! :-P আম্রে সাত ঘন্টা খাড়া করাইয়া রাখলো!!! X(( )
না খাড়াইলে কিন্তুক …………চশমাডা


ঞ্যঁ

কইলেই হইলো!! আপ্নেরতো PTS এর লাইসেন্সই নাইক্কা!! তারপরেও টেলিপ্যাথি চালাইবার চ্চান !! ?

কইয়া দিলে তো আপ্নের মিঞা রজনীগন্ধার স্টিকের লগে ফাসি হইয়া যাইতে পারে!! :-P


আর এরপরেও খাওনের সুময় হেশি উঠলে …………………………… B-))

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

নীল-দর্পণ বলেছেন: পিঁড়িমিড়ি দিবার পারুম না। মাডিত বহেন /:)

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: মজা পাইলুম আপনাদের ভাই-বোনের গল্প পড়ে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নীল-দর্পণ বলেছেন: আপনারা মজা পেয়েছেন জেনে আরো মজা পেলাম ;) :P

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: আমার কোন বোন নাই। :( :(

ছোট ভাই এখন অনেক দুর আর পরাশুনা নিয়া অনেক ব্যস্ত। :( :(

আসলেই আপনার খুব মজা করেন। আপনাদে দেখে ভাল লাগল। শুভ কামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

নীল-দর্পণ বলেছেন: হমম বুঝতে পারছি।

শুভকামনা আপনাদের জন্যেও :)

৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর চ্যাটিং মজা পাওয়া গেল। :)

কাশফুলের কোন রেসিপি নাই আপু :) শরৎকাল চলছে।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

নীল-দর্পণ বলেছেন: হাহা ওসব রেসিপি কবিরা বানাবে, তাদের কাজ ;)

৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

Kawsar banggalii007 বলেছেন:
ঠোট বন্ধ করে ব্লগে ঢুকলাম।প্রসারিত করে বের হলাম। :) :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

নীল-দর্পণ বলেছেন: এই অনুভুতিটা আমি জানি কেমন :)

ভাল থাকবেন অনেক :)

৪৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনারা ভাই - বোন দুইজনেই তো দেখি ব্যাপক জিনিয়াস !! :-B :-B

তা আপনের আব্বা আম্মারেও ফেইসবুক আইডি খুইলা দেন (যদি না থাইকা থাকে), ওনারাও মাঝে মধ্যে এই তরিকা ট্রাই করতে পারব !! B-)) B-))

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

নীল-দর্পণ বলেছেন: হা হা...ভাল বলেছেন। ঝগড়া-ঝাটি, প্রেমালাপ সব ফেবুতেই করবেনে তখন :P =p~

৪৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ভাইয়া তুমি মাঝে মাঝে কোথায় হারাও? নেট বিল দেওনা দেখে লাইন কেটে দেয়? শোন সিপির পচা মুরগি না খেয়ে সেটা দিয়ে নেট বিল দিয়ে লাইন নিয়ে আমাদের চোখের মনি চোখের সামনেই থাকো মানে ব্লগে থাকো।

আন্তরিক দোয়া থাকলো

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

নীল-দর্পণ বলেছেন: হা হা হা....ঈদে গ্রামে গিয়েছিলাম। তার পরে আসলেই রিচার্জ না করার জন্যে মোডেম অফ। তাই হারিয়ে গিয়েছিলাম ব্লগ থেকে (ফেবুতে ঠিকই ছিলাম) ;)

ভাল থাকবেন :)

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

কস্কি বলেছেন: আজইকা যেন কি এক্টা ?? :-B

কেডা জানি ১৫৭৭৬৬৪০০+ সেকেন্ড আগে ................ ;) ভাব ............. অভাব !¡!¡ নিয়া কিজানি শুরু করছিল?? :-P

আমার না এক্টুও মনে নাইক্কা :P, কি হইছিলো :D, আপ্নের কি মুনে আছে, কি হইছিলো?????? B-))


যাউগ্গা, আপ্নেরে অল্পকয়টা চালকুমড়ার মোরব্বা!!!! :!> :-P (Congress) !:#P !:#P

আর হুদাই “শুভকামনা রইলো কিংবা হেনতেন " এতবড় ডাহা মিছা কথা টাইপাইতে পারমু না!!! B-) কারণ মুনেমুনে তো চামু যেন ইচ্ছামত ছুডুখাডু পিনিক!! ( যেমন ধরেন গিয়া, রাস্তায় আপ্নের স্যান্ডেলের ফিতা পট কইরা ছিঁড়া!! :D » খালাম্মার/ ভাইয়ের আচ্ছামত বকুনি খাওয়া :P » বেঞ্চ নিয়া ধপ্পাস.......:-P » পিছলা/ উস্টা খাইয়া পড়তে গিয়াও শ্যাষে তাল সামলাইন্যা!! :!> » অনটাইমে ফুন্টা হ্যাং খাওয়া!! ;) » খাওনের টাইমে হেঁশি উঠা!! :D » শুকনামরিচ ভাজতে গিয়া....... B-)) .....আরোও e.t.c টুদি পাওয়ার ∞ :-P ) আপ্নেরে আনলিমিটেড কভার দেয়!! :-P

তবে, যেকোন বড়সর রকমের সমস্যায় যাতে না পরেন কিংবা পরলেও অল্পের উফ্রে যাতে ফাড়া কাইট্টা যায় ;) সেই দোয়া সবসময়ের ........ (আমি আপ্নের মতো কিপ্টী :-P না!!! হুহ!! )



» মাইচ্চে আমারে!! কার জানি দাঁতে কৃমি :-P থুক্কু দাঁত কিরমিরাণী℃ শুনা যাইতাছে!!! :-P »≥≤« (◐_◑)

(~sd +zoK)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

নীল-দর্পণ বলেছেন: দাঁত কিরমিড়ি করতে ভুলে গেছি। খালি হাসতেই আছি হাসতেই আছি =p~ =p~

আপ্নে মনে না করাই দিলে সত্যিই মনে পড়তো না মনে হয়। ভুলে গেছিলাম! :P

ডুব দিয়া আছেন দেখি ম্যালাদিন! যাগগা থাকেন ডুবদিয়া চুব দিয়া। তয় ভাল থাকেন।

অনেক পছন্দ হইসে হুদাই শুভকামনা :D

৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

কস্কি বলেছেন: কাণীবা :-P থুক্কুমুক্কু জনাবা,

আপনার সদয় অবগতির জন্য জানানো হইতেছে যে, আমার মক্কেল মানে ওই ‘ইয়ে’ কখনো ডুব চুব মারিতে উদ্ধত্য হয় না!! B-) আর তাছাড়া, এহেন হিমশীতল আবহাওয়ায় সেইসব নিহিত শব্দ (ডুব চুব) ব্যাবহার করার নিমিত্তে আপনার উপর বিশেষ উপধৌকন প্রেরণের সিদ্ধান্ত হইয়াছে!! পত্রযোগে আপনার উপধৌকন যথাসময়ে প্রেরকে ¡ নিকট পৌছাইয়া যাইবে.......আপনি খালি এইখানে …………………টিপসই দিয়া দস্তখত করিয়া দিন!! ________________________________________________
ভাগ্যভালো, মাথার মধ্যে, যেইগুলা আছে ওইগুলা কই নাই........;)

আর পটকা মাছ নাকি তার কোন “চালকুমড়ী" নামক বোনের উপর রেগেমেগে একেবারে লাল্টুমাটু !! হয়ে X( গভীরঘুমে আচ্ছন্ন হয়ে আছে!! :( দেখাযাক, কবে পটকা মাছের মাথার উপরে ভাসমান অভিমানের ম্যাজেন্ডীয় মেঘ!! ফুঁস করে হাপিস হয়ে পটকা মাছের ঘুম ভাঙে !! :D

আর, দাঁত কিরমিরাণী ভুইল্লা গেছেন না????...... মুঞ্চাইতাছে.......!!! /:)

A/W,আপ্নের ডায়েটিয় পরীক্ষা আর পরীক্ষণীয় ডায়েট কুন্টা কেমুন চলে??? :-P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

নীল-দর্পণ বলেছেন: B:-) B:-) :-< |-)

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

একজন ঘূণপোকা বলেছেন: হাহাহাহা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: B-) :P

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

জনাব মাহাবুব বলেছেন: দারুন মজা তো =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: আসলেই। অনেক মজা হয় :)

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার বোনকে মেসেজ দিলে অনলাইনে থাকলেও মেসেজ চেক করে না। আমি অনলাইনে কল দিলে অফলাইনে চলে যায়। কল রিসিভ করলে দেখি সে আর পিসির সামনে নাই, আম্মু সামনে :(

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

নীল-দর্পণ বলেছেন: আয় হায়! বোন দেখি সেইরকম বেরসিক!

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

কালীদাস বলেছেন: সেরকম চিটচ্যাট =p~

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

নীল-দর্পণ বলেছেন: সত্যিই B-)) :P

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

নিয়ামুল ইসলাম বলেছেন: i have no sister :( :( :|

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

নীল-দর্পণ বলেছেন: আমারো নাই। সবার তো সব থাকে না। মন খারাপ করে কী হবে :)

শুভকামনা আপনার জন্যে

৫২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

শেরজা তপন বলেছেন: এক সময় ছোট একটা বোনের খুব সখ ছিল- এখন একটা মেয়ের! বোনের সাথে না হলেও মেয়ের সাথে দেখি এমন চ্যাট করা যায় কি না.... :)
আপনারা ভাই-বোন ভাল থাকুন নিরন্তর। এই সু-সম্পর্ক টিকে থাকুক আজীবন।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

নীল-দর্পণ বলেছেন: দোয়া করবেন আমাদের জন্যে।

মেয়ের সাথে চ্যাট করার আশা পূরন হোক আপনার । অনেক অনেক শুভকামনা :)

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

আকাশদেখি বলেছেন: আপনারাতো দেখি আমাগো তিন ভাই বোনের মতই বান্দর.. ;) ;) । আমরা তিন জনই মাঝে মাঝে হারিয়ে যাই চ্যাট এর দেশে...।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক মজা হয় তাইনা?
যেহেতু তিন জন গ্রুপ চ্যাট করেনতো? ওটা তো আরো মজার, করে দেখেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.