নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

কত দিন লিখি না..........

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

একটা সময় পাগলের মত লিখতাম। কী পরিমান নেশা ছিল সেটা বোঝানো যাবেনা ঠিক। এক সময় নিজের অগাবগা লেখায় নিজেই মুগ্ধ হলাম। তৃপ্তি পেতে শুরু করলাম লেখায়। কিন্তু হায়! লেখার মুড শেষ। নিজেও ভাবিনি এভাবে এত তাড়াতাড়ি শেষ হবে লেখালেখি। কত দিন যে নতুন ব্লগ লেখার উইন্ডো খুলে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, কিন্তু পাঁচটা লাইন লিখতে পারিনি। লগ আউট করে চলে গেছি। এই ব্লগ থেকেই আমার ভার্চুয়াল জীবনের শুরু। অনেক শুভাকাংখী, বন্ধু পেয়েছি যেমন, তেমনি অনেক ক্ষতিও হয়েছে ! তার পরেও সব সময়ই বলি কিছু মানুষের কাছে সব সময়ের জন্যে কৃতজ্ঞ থাকবো, হয়তো তাদের সাথে কথা, যোগাযোগ হয়না, হয়ত আর হবে না তার পরেও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শুভকামনা তাদের জন্যে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪১

নীল-দর্পণ বলেছেন: :)

২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: ইচ্ছা যখন আছে, উপায়ও হয়ে যাবে।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

নীল-দর্পণ বলেছেন: কী জানি

৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২

সুমন কর বলেছেন: আবার ব্লগে সময় দিন, লেখা শুরু করেন। ভালো লাগবে।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩

নীল-দর্পণ বলেছেন: অনেকবার চেষ্টা করেছি। পারিনি। দেখা যাক...

৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: নেশাটা দীর্ঘ্যস্থায়ী হলেই ভালো হতো।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫

নীল-দর্পণ বলেছেন: কী জানি। চেষ্টা করেছিলাম আবার ফিরিয়ে আনতে

৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬

জেন রসি বলেছেন: আবার শুরু করুন।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫

নীল-দর্পণ বলেছেন: হয়ত হবেনা। জানিনা...

৬| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৫

সবুজ সাথী বলেছেন: আরে নিলু আপা অনেক দিন পর। আমিও অনেক দিন পর লগইন করলাম।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪০

নীল-দর্পণ বলেছেন: কেমন আছেন ? :)
কত সুন্দর সময় ছিলো তখন। আমি আসলে আমার পূর্বের কোন সময়কে তেমন মিস করিনা , কেবল এই ব্লগের সময়টা ছাড়া!

৭| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

আমিনুর রহমান বলেছেন:



চেষ্টা কর দেখবি আবারও পারবি।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৫

নীল-দর্পণ বলেছেন: দেখি দাদা চেষ্টা করবো

৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগিং টা যদি স্মোকিং হতো তো ভালো তো। ছাড়লেও ছাড়তো না। ;)

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৫

নীল-দর্পণ বলেছেন: হা হা হা...খারাপ বলেননি :P

৯| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৪

উর্বি বলেছেন: শুভ আরম্ভ

০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

নীল-দর্পণ বলেছেন: হা হা ধন্যবাদ আপু :)

১০| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

১১| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: যাদের পতি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে কৃ্তজ্ঞতা ও শুভকামনা, তাদের নামটা একটু উল্লেখ করে গেলে পারতেন। তাহলে আমরাও সেই ভালো মানুষগুলোকে একটু চিনে রাখতে পারতাম।
সেই লিখতে না পারার ব্যরামটা কি এখনও অব্যাহত আছে, নাকি সময়াভাবই এখন মূল বাধা?

২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩১

নীল-দর্পণ বলেছেন: ব্যরামটা কিছুটা স্থায়ী হয় গেছে লম্বা একটা সময় সামুতে লগিনে সমস্যার কারনে। আর এখনতো সময়েরও অনেক অভাব। সব মিলিয়ে আগের সময়টা হারিয়ে গেছে না হয় ঈদের পর সাগর থেকে বেড়িয়ে এলাম কন্যাদের নিয়ে তা নিয়েই একটা পোস্ট লিখতে পারতাম!

২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: অপ্সরা আপু, মেহবুবা আপু, চানাচুর, সাইফুল ভাইয়া, নাঈম ভাইয়া, এন এইচ আর ভাইয়া, কাব্য ভাইয়া আরো অনেকেই ছিলেন তখন যাদের প্রতি কৃতজ্ঞতা। তারা অধিকাংশই এখন আর আসেন না ব্লগে।

১২| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: টাইপোঃ যাদের পতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.