নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের কাছে আমার জিজ্ঞাসা

০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৬

"এত সেবা চায় সরকারী হসপিটালে আসছে কেন?" । "১০টাকার টিকেটে কত সেবা চায়" সরকারী হসপিটালের ডাক্তারদের ভাষা এসব !! রোগীর কাপড়-চোপড় দেখে, অর্থনৈতিক অবস্থা দেখে তাদের গলার স্বর ভিন্ন ভিন্ন হয়। ছাত্রজীবনে বলে ডাক্তার হবো , গরীব দুঃখীর সেবা করবো। ভুলে যায় তারা কর্মজীবনে গিয়ে।
একবারের জায়গায় দুইবার রোগী কিছু জিজ্ঞেস করলে ১০টাকার খোটা দেওয়া হয়। কেন করেন আপনারা এইসব? বিসিএস ক্যাডার হলে আলাদা সম্মান, নিশ্চিত চাকরী, একটু পয়সা আসবে তাই? এছাড়াতো আর কিছু না, কেননা সেবা দেওয়ার জন্যে ত আপনাদের প্রাইভেট চেম্বার রয়েছে। রোগীরা চাইলে সেসব জায়গায় যাবে, তাই না? এইম ইন লাইফ রচনার সময় পূর্ণ আবেগ কাজ করে। ভরা আবেগের সময় সেটা। তাই পরবর্তীতে বাস্তবতার চাপে সেবার বুলি হারিয়ে যায়। আসলে নীতি-নৈতিকতা ভেতরকার ব্যাপার। ভেতরে না থাকলে ৪ বছরের অনার্স কোর্স করালেও লাভ হবেনা।
*******
ডাক্তারদের বলি, আপনারা MBBS, FCPS পাশ করা কিন্তু আপনাদের কাছে আসা রোগীরা অধিকাংশ-ই হয়ত স্কুলের গন্ডি পার হতে পারেনি। আপনার তাড়াহুড়ার কথা বুঝতে তার কষ্ট হতেই পারে, না বুঝতেই পারে । কিন্তু যে ব্যবহারটা তার সাথে করছে চিন্তা করুন একবার আপ্নার বাবা-মার সাথে কোন ডাক্তার তা করছে (অবশ্য সেই চিন্তার ক্ষমতা থাকলে আপনারা এসব করতেই পারতেন না) !!
------
দুনিয়াতে আপনাদের বিচার নাই, আখেরাতে যাতে এর জন্যে কঠিন বিচারের কাঠগড়ায় দাড়াতে হয় মন থেকে সেই দোয়া রইল।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:০১

সুমন কর বলেছেন: আরো গুছিয়ে লিখার দরকার ছিল।

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৪

নীল-দর্পণ বলেছেন: হুম, কিন্তু মনটা এতটা বিক্ষিপ্ত হয়ে আছে কয়েকদিনের ঘটনা দেখে যে মাথা কাজ করছে না রাগে দুঃখে!

পোষ্ট ড্রাফট করে পরে লিখবো তাহলে, কী বলেন?

২| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:১২

সুমন কর বলেছেন: আরে না, থাক.....

০৫ ই মে, ২০১৬ রাত ১১:১৭

নীল-দর্পণ বলেছেন: হুম

৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: সেবা শব্দটি কাগজ /সাইনবোর্ডের বাহিরে খুঁজে পাবেন না।

০৫ ই মে, ২০১৬ রাত ১১:১৫

নীল-দর্পণ বলেছেন: ঠিক বলেছেন। চিকিৎসা ক্ষেত্রে 'সেবা'টা প্রাইভেট হসপিটাল/ চেম্বার নামক মিউজিয়ামে পাওয়া যায় খুজলে

৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৭

কানিজ রিনা বলেছেন: আপনি খুব কমই বলেছেন, ওরা যেন
মডিকেলের কসাই। ওরা যা ইচ্ছা তাই
করতে পারে ওদের বিচার করার কেউ
নাই।

০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

নীল-দর্পণ বলেছেন: খুব কাছ থেকে চোখের সামনে এসব দেখে এত কষ্ট লাগে আপু। খুব অসহায় লাগে ঐসব নিম্নবিত্ত মানুষগুলোর জন্যে। দেখতে হয়, কিছু করার নাই।

৫| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩৬

গুরুজী বলেছেন: বিজনেস সব এখন বিজনেস :(

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪০

নীল-দর্পণ বলেছেন: হুম :(

৬| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

বাঘ মামা বলেছেন: নচেকেতার গানটা শুনেছিলে মুক্তা?



ও ডাক্তার,তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভুলাতে...

ডাক্তার মানে সেতো মানুষ নয়,আমাদের চোখে সেতো ভগবান
কষাই আর ডাক্তার একই তো নয়,কিন্তু দুটোই আজ প্রফেশান

আসলে ডাক্তার হতে আর সরকারি জব পেতে মেধার পাশাপাশি সমাজের মাতব্বরদেরও মন পেতে যেই যাতা কলের ভিতর দিয়ে একটা ডাক্তার বেড়িয়ে আসে তখন আর সে ডাক্তার থাকেনা,সে হয়ে যায় ধারালো তরবার। এটাই হলো মুল সমস্যা।আমারতো মনে হয় আমাদের দেশে চাইলেই কেউ রুগী হতে পারেনা কিন্তু বিভিন্ন বলএ বুদ্ধিতে ঠিকি ডাক্তার হয়ে বেড়িয়ে আসতে পারে।আমি ভাবছি ডাক্তারনা আবার রুগীর সংকটে পড়ে গিয়ে ফুটপাথ দখল করে বসে।

এখানে যাদের সম্পদ নাই অথবা শো করেনা তারা মেডিকেল কার্ড পায়,তখন সেবা থেকে সেবনের ঔষুধ পর্যন্ত ফ্রি হয়ে যায়, এমন কার্ড নিয়েও যদি কেউ সরকারি হসপিটালে হাজির হয় তাকে ততটাই সেবা দেয় যতটা নগদ টাকাওয়ালারা পায়।কাউকে ছোট করে দেখার সুযোগ নেই, সেবাকে সেবাই মনে করে এখানে। এটাতো উন্নত দেশ বলে হয়তও এমন,কিন্তু আমি অনেক গরীব দেশ দেখেছি যারা চিকিৎসাকে সকল কিছুর উপরে রাখে।কোন রকম অনিয়ম বা অভাব সেবাকে ছুতে পারেনা কোন দেশেই শুধু মাত্র বাংলাদেশ ব্যতিত।

যাইহোক প্রতিটা ষ্টুডেন্ট যেন তার মেধার সঠিক সন্মান পেয়ে যোগ্যতা বলে সুন্দর মন নিয়ে ডাক্তার হতে পারে আর সুন্দর সেবা দিতে পারে সেই আশাই করি।

ভালো থেকো

শুভ কামনা সব সময়

০২ রা জুন, ২০১৬ রাত ১১:১৮

নীল-দর্পণ বলেছেন: "১০টাকায় কত সেবা চায় ?" কথাটা এতটা খারাপ লাগে শুনতে !! একাধিক বার শুনছি আমি সেখানে !

গরীব হয়ে জন্মানোটা পাপ !

৭| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কত ভাল, পরিশ্রমী ডাক্তার আছেন, কিন্তু কিছু মূর্খ-অপোগণ্ড প্যাশনহীন ধড়িবাজের কারণে তাঁদের সবার নাম নষ্ট হয়। খারাপ লাগে দেখলে।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

নীল-দর্পণ বলেছেন: আমি ১মাস ২জন ডাক্তারের আধীনে কাজ করেছি এবং আরো ২/৩ জনকে কাছ থেকে দেখেছি। মোটামুটি সবার থেকেই রোগীদের প্রতি এই ধরনের মনোভাব দেখেছি !

৮| ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: কে বলেছে এমন কথা! নামটা বলো নীলুমনি!


সাহস তো কম না তার!!!!!!!! ডাক্তার নামের কলঙ্ক সে !!!!!!!!!!:(

০৮ ই জুন, ২০১৬ রাত ১০:০১

নীল-দর্পণ বলেছেন: নাম বলে আর কী হবে গো আপু ! :(

৯| ০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: আসলে নীতি-নৈতিকতা ভেতরকার ব্যাপার। ভেতরে না থাকলে ৪ বছরের অনার্স কোর্স করালেও লাভ হবেনা। - এটাই আসল কথা। আপনি ঠিক কথাই বলেছেন।
আখেরাতে যাতে এর জন্যে কঠিন বিচারের কাঠগড়ায় দাড়াতে হয় মন থেকে সেই দোয়া রইল। - দোয়া সাধারনতঃ কারো জন্য ভাল কিছু চেয়ে করা হয়ে থাকে। এখানে যেহেতু অপরাধীর শাস্তি কামনা করা হচ্ছে, সেহেতু এটাকে 'দোয়া'র বদলে "কামনা" বললে বোধহয় ভাল হতো।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

নীল-দর্পণ বলেছেন: রাগে দুঃখে আসলে ভাষা হারিয়ে ফেলি !

ব্যাঙ্গারর্থে ব্যবহার করেছিলাম শব্দটা

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চিকিৎসা যখন সেবার পরিবর্তে ব্যবসায় রুপান্তরিত হয়েছে, তখন এর চেয়ে ভাল কিছু আশা করতে পারবেন না... :(

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

নীল-দর্পণ বলেছেন: কথা সত্যই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.