নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

সেদিন ক্লাসে ছাত্রের প্রশ্ন.

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

শারিরিক সক্ষমতা বর্ধক, নিষিদ্ধ অষুধ গ্রহন ক'রে কোন খেলোয়াড় সোনা জিতলে সে পুরষ্কার কেড়ে নেয়াটা যদি বৈধ হয়, তাহলে মানসিক সক্ষমতা বর্ধক দ্রব্যগুনের নেশায় বুঁদ হ'য়ে কোন গবেষক যুগান্তকারী আবিষ্কার ক'রে পুরষ্কৃত হ'লে সেটা কেড়ে নেয়া হয় না কেন? আমার উত্তর এখনো খুঁজছি।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

যোগী বলেছেন: মানসিক সক্ষমতা বর্ধক কয়েকটি দ্রব্যের নাম বলেন????

যাই বলবেন সেটা জেনে বলবেন কিন্তু!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

মুক্ত মানব বলেছেন: আপনি ঠিক জেনেছেন তো, আপনি নকল যোগী না আসল যোগী? আসল যোগী হ'লে তো দ্রব্যগুন সম্পর্কে ইতোমধ্যে ধারণা থাকার কথা।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: মানসিক সক্ষমতা বর্ধক দ্রব্যগুনের নেশায় বুঁদ হ'য়ে কোন গবেষক যুগান্তকারী আবিষ্কার-- এই রকম কোন দ্রব্যের সন্ধান আপনার জানা থাকলে একটু জানায়েন ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

মুক্ত মানব বলেছেন: যেকো'ন আসল যোগী কে জিগ্গেস করুন। ৮ নম্বর মন্তব্যেও কিছু ধারনা পাওয়া যায় না কি?

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

বাতায়ন এ আমরা কজন বলেছেন: গাজা খেয়ে লিখলেন নাকি দাদা ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

মুক্ত মানব বলেছেন: না দাদা খেয়ে লিখিনি। আপনি?

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

বিপদেআছি বলেছেন: যোগী বলেছেন: মানসিক সক্ষমতা বর্ধক কয়েকটি দ্রব্যের নাম বলেন???? :D
অসাধরন ছাত্র আপনার !!! :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

মুক্ত মানব বলেছেন: ধন্যবাদ যোগীর সাথে যোগ দিয়ে একই প্রশ্ন করার জন্য। আট নম্বর মন্তব্যে কিছু আভাস পেতে পারেন। তবে সেটা হিমবাহের ডগা। কেঁচো খুঁড়লে এবং কান পাতলে অনেক গুণীর উঠোন থেকেই হয়তো হিস-হিস শোনা যাবে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

না বলা কথা বলেছেন: wow!!! its a very thoughtful question. I also need to know the answer.

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

মুক্ত মানব বলেছেন: আমারো তাই মনে হয়। ধন্যবাদ।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মানসিক সক্ষমতা বর্ধক দ্রব্যগুনের নেশায় বুঁদ হ'য়ে কোন গবেষক যুগান্তকারী আবিষ্কার-- এই রকম কোন দ্রব্যের সন্ধান আপনার জানা থাকলে একটু জানায়েন ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

মুক্ত মানব বলেছেন: ৮ নম্বর মন্তব্য দেখুন। এ রকম অজস্র উদাহরন আছে চারপাশে।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

কালোপরী বলেছেন: বিপদেআছি বলেছেন: যোগী বলেছেন: মানসিক সক্ষমতা বর্ধক কয়েকটি দ্রব্যের নাম বলেন???? :D
অসাধরন ছাত্র আপনার !!! :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

মুক্ত মানব বলেছেন: আমারো তাই মনে হলো। গুরুমারা শিষ্য হবে কোন একদিন।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

কলাবাগান১ বলেছেন: Kary Mullis got his nobel prize in 1993 for inventing the biotechnological approach to amplify DNA.

He himself wrote in his autobiography that psychedelic amphetamines LSD, a potent hallucinating drug, helped him invent the PCR technique.

In his own word:


""What if I had not taken LSD ever; would I have still invented PCR?" He replied, "I don't know. I doubt it. I seriously doubt it."


২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

মুক্ত মানব বলেছেন: এরকম অনেক উদাহরন আছে শুনেছি, পড়েছি।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

বিপদেআছি বলেছেন: যদি মানসিক সক্ষমতা বর্ধক দ্রব্যগুনের নেশায় বুঁদ হ'য়ে কোন গবেষক যুগান্তকারী আবিষ্কার করে(not proof yet) তাহলে সবার লাভ , কিন্তু শারিরিক সক্ষমতা বর্ধক, নিষিদ্ধ অষুধ গ্রহন ক'রে কোন খেলোয়াড় সোনা জিতলে শুধু তারই লাভ।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

কলাবাগান১ বলেছেন: Best logic. Very good

যদি মানসিক সক্ষমতা বর্ধক দ্রব্যগুনের নেশায় বুঁদ হ'য়ে কোন গবেষক যুগান্তকারী আবিষ্কার করে(there are examples of many scientists who used recreational drugs) তাহলে সবার লাভ , কিন্তু শারিরিক সক্ষমতা বর্ধক, নিষিদ্ধ অষুধ গ্রহন ক'রে কোন খেলোয়াড় সোনা জিতলে শুধু তারই লাভ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

মুক্ত মানব বলেছেন: যুগান্তকারী আবিষ্কারে সবসময় সবার লাভ না-ও হতে পারে। ডিনামাইট এবং আণবিক বোমার কথা ভাবুন। হিরোশিমা-নাগাসাকি'র কথা ভাবুন। এরকম উদাহরন আরো দেয়া সম্ভব।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

তিক্তভাষী বলেছেন: এস.টি কোলরিজের 'কুবলা খান' শীর্ষক অসমাপ্ত কবিতাটি আফিমসেবন পরবর্তী বুঁদ অবস্থায় লেখা, কোন এক অনাহুত ব্যক্তির কারণে মৌতাত কেটে যাওয়াতে তিনি কবিতাটি আর শেষ করতে পারেন নি। :(

গজলস্রষ্টাদের এক বিরাট অংশ মদিরার গুনগান এমনি এমনি করেন নি, ওরাও উপকার পেয়েছেন নিশ্চয়!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

মুক্ত মানব বলেছেন: কথা সত্য। কিন্তু সাহিত্যের চে্য়ে প্রত্যক্ষভাবে মানুষের কাজে লাগছে এমন আবিষ্কারকারীরাও যে অনেক সময় দ্রব্যগুনের সাহায্য নেননি, বা নিচ্ছেন না এটা জোর দিয়ে বলা যাবে না, যায় না।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

বিপদেআছি বলেছেন: আমি personal responsibility কথা বলছি। ডিনামাইট, পারমানবিক বোমা উদাহরনটা ঠিক নয়, কারন ছুড়ি কেমন করে use করবেন সেটা আপনার উপর।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

বিপদেআছি বলেছেন: ছুরি not ছুড়ি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.