![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
স্বা্ধীনতার জন্য
-সুনীল গংগোপাধ্যায়
স্বাধীনতা শব্দটি কৈশোরে বড়ই প্রিয় ছিলো
যেন আবছা দিগন্তের ওপাশেই রয়েছে সেই ভালোবাসার মতন শিহরনময়
এক গভীর প্রান্তর
বয়:সন্ধির মোড় পেরুলেই যেখানে পৌঁছে যাবো
সে কি অধীর প্রতীক্ষাময় রোমান্চ ছিলো তখন!
তারপর এলো সেই স্বর্ণময় দিন, এমন একটি
বিন্দুতে এসে দাঁড়ালুম
যার দু'পাশ দিয়ে আকাশ বিভক্ত হ'য়ে গেছে
সুর্যের সোনালী রশ্নি আশীর্বাদ জানালো
বৃষ্টি দিলো সব গ্লানি ধুইয়ে
সবাই বললো, এইতো বেশ পবিত্র ও প্রস্তুত হয়েছো!
এবারে কয়েদ খানার মধ্যে সুড়সুড় ক'রে ঢুকে পড়ো!
বাইশ বছরে পা দেবার পর দু'দিকে দু'কান ধ'রে টান মারলো
জীবিকা ও সামাজিকতা
পৃথিবীটাকে যে রকম চেয়েছিলাম তার উপরে শুধুই কুয়াশা
যেন সব কিছুই আছে, ছুঁতে পারছি না
চেয়েছিলাম মানুষের মুক্তি, কিন্তু আমার হাতে পড়েছে বন্ধন
দুরত্বের আড়াল থেকে কেউ যেন ডাকছে, বুঝতে পারছি না ভাষা
ছোট ছোট আরাম, টুকি টাকি মোহজালে জড়িয়ে দিয়েছে সর্বাংগ
এ রকম কথা ছিল না, এ রকম তো কথা ছিলো না!
[কপি পেষ্ট সচরাচর মারিনা, কিন্তু এ কবিতায় অনেকদিন পর নিজের ছায়া পেলাম , তাই! প্রয়াত কবির প্রতি বিনম্র শ্রদ্ধা। ]
©somewhere in net ltd.