নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে ঘুমান হে Beautiful Mind, Professor

২৫ শে মে, ২০১৫ রাত ১:৫২

ক্লাসে পড়া কিম্বা পড়ানোর সময় জীবিত কোন তাত্ত্বিকের প্রসংগ এলে বিশেষভাবে উল্লসিত হতাম, এখনো হই। যে সব পোংটা শিক্ষার্থী হামেশা ক্লাসের মধ্য 'real world' খুঁজে খুঁজে শিক্ষককে রানের (দৌড়ের) উপরে রেখে "হয়রান" করছে ভেবে পুলকিত হয়, তাদের জন্যএকটা মোক্ষম দাওয়াই ছিলেন আমার ক্ষেত্রে জন ন্যাশ। তাঁর গেম থিয়োরী নিয়ে আলোচনার সময়ে বলতাম 'বিউটিফুল মাইন্ড' ম্যুভিটা দেখেছো? এই লোক কিন্তু, 'রিয়াল লাইফে' এখনো বেঁচে বর্তে আছেন, সো লেট'স গেট রিয়াল ...। পোংটারা আগ্রহী হত ম্যুভির কথা শুনে নড়ে চড়ে বসতো তার পর গেম থিয়োরী নিয়ে আলোচনায় "প্রিজনার্স ডিলেমা" পর্বে আসলে পোংটারা আবার সরব, রিয়েল ওয়ার্ল্ড কই, আমরা তো আর কয়েদী না! তখন উদাহরন পাল্টে বলতে হয় তোমরা কয়েদী না কিন্তু যেহেতু নকল করার ঘটনাস্থল থেকে তোমাদেরকে ধরা হয়েছে গ্র্যাজুয়েশন পিছিয়ে দেয়া হতে পারে সাজা হবে কয়েক সেমিষ্টার কে অপরাধ কবুল করে আর কে করেনা তার ভিত্তিতে..। ক্লাশরুমে রিয়েল লাইফ খুঁজে বেড়ানো পার্টি তখন নিশ্চল নিশ্চুপ, ক্লাশের বাকি টা সময় কাটতো নির্বিঘ্নে। কিন্তু এই গল্পের শুরু হত এই বলে যে জন ন্যাশ কিন্তু এখনো বেঁচে, গুগুল করে দেখতো পারো! কিন্তু গতকাল বিকেল থেকে আর সে কথা বলার যো রইলো না। view this link John Nash!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


জন ন্যাশের মৃতয়ুতে বিশ্ব একজন বড় অংকবিদ ও অর্থনীতির মানুষকে হারালো!

২| ২৭ শে জুন, ২০১৫ রাত ২:৫২

উর্বি বলেছেন: হি হ্যাজ রিয়েলি এ সেন্স অফ বিউটি অফ ম্যাথ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.