![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
বন্ধুরা, যাযাবর সেই কবেই লিখেছেন 'বিগ্গান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে প্রানের আবেগ'। আমি যোগ করতে চাই,
"ডিজিটাল
পেতেছে জাল,
স্বাধীন, বেনামী মত প্রকাশে
আনিবে মরাকটাল!"
আমার আশন্কা আজকের যুগে নির্ভয়, নি:শন্ক, বেনামী প্রকাশের বারোটা ইতোমধ্যে বেজে গেছে, খুব খেয়াল কইরা (আমার আশন্কা ভুল প্রমানিত হলে আমার চেয়ে বেশী খুশি কেউ হবে না, আবার খেয়াল কইরা)। পৃথিবী যতো ডিজিটাল হচ্ছে, ততোই সংকুচিত হচ্ছে নি:শন্ক চিত্তে, অকপটে মনের ভাবনা এবং মতামত প্রকাশের ক্ষেত্র; এবং আনুপাতিকভাবে বাড়ছে আইসিটি৫৭ ধারার মতো নজরদারির গন্ডী। পৃথিবীর সব দেশেই। ভাবছেন সাইবার ক্যাফেতে বসে মনের মাধুরী মিশিয়ে ব্লগাবেন কেউ টিকিটি ছুঁতে পারবে না? ভুল। আপনি রেখে যাচ্ছেন অনেক ডিজিটাল পদচিহ্ণ প্রতিটি কি-স্ট্রোকের সাথে সাথে প্রতি সেকেন্ডে। সাথে সিটিটিভি ফুটেজ মিলিয়ে আপনাকে ধরা সতেরো কোটির মধ্যেও এখন খড়েড় গাদায় লুকানো গরুর গাড়ী খোঁজার মতো সহজ। তাই বলছিলাম ভাই লোগ, ব্লগানোর পাশাপাশি যদি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার্থে দল-মত নির্বিশেষে একটা সাধারন ঐক্যমত না প্রতিষ্ঠা করা যায় তবে ভবিষ্যতে বহুদলীয় গনতন্ত্রের চর্চা ভীষনভাবে ব্যাহত হবে আরে সেই সুযোগে বাড়বে চরমপন্থী মতাদর্শের প্রভাব। ভাইলোগ , এবং পারমিতা আপারা, খুব খেয়াল কইরা!
©somewhere in net ltd.