নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

শক্তি এবং আশা

২০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪২

দেশের সতেরো (মতান্তরে কুড়ি) কোটি মানুষ তো দেশ ছাড়তে পারবে না! তাই দেশমাতা থাকবেই ভালো নেতৃত্বের দিয়ে তাকিয়ে, আগামী নেতৃত্বের পানে তাকিয়ে। গতকাল এক বাংলাদেশী ঈদপার্টিতে গিয়েছিলাম পাশের শহরে। একজন জানালেন বাংলাদেশে এই মূহুর্তে ১০০,০০০ টেক্সটাইল ইন্জিনিয়ার এর চাহিদা রয়েছে এবং এসব পদে যোগ্যদেশী না পাওয়া যাওয়ায় ভারতীয় এবং শ্রীলংকানদেরকে নিয়োগ করা হচ্ছে। আমরা যখন চাকরী খুঁজছিলাম বাংলাদেশে, তখন কিন্তু এটা ভাবতে পারিনি যে বাংলাদেশে এতো বিদেশীর কর্মসংস্থান হবে। মইনুল হোসেন সাহেবের ইংরেজী দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ হলো ভারতের দৃষ্টিকোনে পন্চম বৃহত্তম বৈদেশিক মজুরী আয়ের উৎস। এটা আমরা ভেবেছি বা চেয়ছি যে এমনটা হবে। দক্ষ জনশক্তি থাকলে দেশী বেকারকে রেখে কেন বিদেশীকে চাকরী দেয়া হবে, আর দেশে দক্ষ জনশক্তি সৃষ্টির পরিকল্পনাই বা আমরা করতে পারছি না কেন? তবে স্বীকার করি প্রবাস থেকে দেশ উদ্ধারে বড় বড় কথা বলার চেয়ে যাঁরা দেশে থেকে প্রতিদিন জীবযুদ্ধে সামিল আছেন, তারাই দেশপ্রেমের বড় এবং কার্যকর শক্তি এবং আশা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: দক্ষ জনশক্তি থাকলে দেশী বেকারকে রেখে কেন বিদেশীকে চাকরী দেয়া হবে, আর দেশে দক্ষ জনশক্তি সৃষ্টির পরিকল্পনাই বা আমরা করতে পারছি না কেন? প্রশ্ন এলেও জবাব কে দেবে?? কোথায় গলদ,শিক্ষাব্যাবস্থায় না গোড়াতে??
আর প্রবাসীদের পরোক্ষ অবদানকেও কিন্তু একেবারে উড়িয়ে দেয়ার মত না।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.