![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
বাংলাদেশ থেকে সমুদ্রপথে ভাগ্যান্বেষণে বেরুনো হতভাগ্য অর্থনৈতিক শরনার্থীদের করুন জীবন সংগ্রামের উপরে তেমন কোন ম্যুভি চোখে পড়ে না। ভারতের এই 'কাফেলা' ম্যুভিতে ভারত-পাকিস্তানের একদল অর্থনৈতিক শরনার্থীদের মধ্যে একমাত্র বাংলাদেশী একজনকে 'বিশ্বাসঘাতক' হিসেবে দেখানো হয়েছে (টাইমলাইন ২:১৯:৩৫)। মানি, চলচ্চিত্রটির সাথে সংশ্লিষ্টদের প্রথা মাফিক "সব চরিত্র কাল্পনিক" নামক দায়মু্ক্তির আড়াল আছে, কিন্তু যে হতভাগ্য দেশের কর্ম প্রত্যাশী তরুনদের গণকবর আবিষ্কৃত হয় থাইল্যান্ডের গহীন জংগলে, সে দেশের একজনকে অনেক ভারতীয়-পাকিস্তানিদের ভীড়ে একমাত্র বিশ্বাসঘাতক হিসেবে দেখানোটা একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে ভালো লাগেনি। 'কাফেলা' চলচ্চিত্রটির কর্তাব্যক্তিদের (চিত্রনাট্য রচয়িতা, পরিচালক, প্রযোজক) এই ভালো-না লাগা টুকু পৌঁছে দিতে পারলে ভালো লাগবে।
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩১
শাব্দিক হিমু বলেছেন: ছবিটা দেখতে হবে
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: প্রতিবাদ জানাচ্ছি।
যদিও ছবিটি দেখিনি।