![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
এদেশে দু'জন উচ্চআদালতের বিচারকের "রহস্যময় মৃত্যু" হলো গত সপ্তাহে: একজন নারী, একজন পুরুষ, কিন্তু শ্যাম চাচার মিডিয়া রহস্যময় রকমের নিশ্চুপ। সবচে' হাস্যকর এবং উদ্বেগের বিষয়, কীর্তিমান, মৃত বিচারকের নাম ছাপিয়ে টুইটারে ভাইরাল হলো হাডসন নদীর হ্যাশট্যাগ। শাকিব-অপু হেডলাইন হলো বলে বাংলাদেশের মিডিয়াকে তুলোধুনা ক'রে লাভ নেই। প্রদীপের নীচেই কেবল অন্ধকার বেশী জমে তা নয়, কখনো কখনো উর্ধমুখী এল.ই.ডি. বৈদ্যুতিক বাতির নীচে আরো ঘন অন্ধকার জমতে পারে। মানবিক মানুষের সজাগ সক্রিয়তার এবং সংঘবদ্ধতার বিকল্প কোন দেশে, কোন কালেই নেই। তবে সত্যের খাতিরে একটা কথা বলা প্রয়োজন, বাংলাদেশের (এবং সম্ভবত; বাকি পৃথিবীর) অধিকাংশ (পদস্থ) মানু্ষ জীবনের ভয়ে এত ভীত যে তাদেরকে ডোবা-নালার ভয় দেখালেই কাজ করিয়ে নেওয়া যায়, হাডসনের মতো বড় নদীর প্রয়োজন পড়ে না। তবে মাঝে মাঝে কিছু মানুষকে হাডসন কিম্বা শীতলক্ষ্যায় ভাসতে দেখা যায়.... পত্রিকার সপ্তম পাতায় দু'লাইনের মফস্বল সংবাদ হ'য়ে, আমাদের সামাজিক বিবেকের মরদেহকে ফের বাঁচাবার আকুতি নিয়ে, বেহুলার মতো ভাসতে থাকে কতিপয় 'ঘাড় ত্যাড়া' এবং 'বোকা' মানুষের লাশ, হাডসন কিম্বা শীতলক্ষ্যায়...
(বেহুলা-লখিন্দরের ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত)
২| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যের খাতিরে একটা কথা বলা প্রয়োজন, বাংলাদেশের (এবং সম্ভবত; বাকি পৃথিবীর) অধিকাংশ (পদস্থ) মানু্ষ জীবনের ভয়ে এত ভীত যে তাদেরকে ডোবা-নালার ভয় দেখালেই কাজ করিয়ে নেওয়া যায়,
---তবে মাঝে মাঝে কিছু মানুষকে হাডসন কিম্বা শীতলক্ষ্যায় ভাসতে দেখা যায়.... পত্রিকার সপ্তম পাতায় দু'লাইনের মফস্বল সংবাদ হ'য়ে, আমাদের সামাজিক বিবেকের মরদেহকে ফের বাঁচাবার আকুতি নিয়ে, বেহুলার মতো ভাসতে থাকে কতিপয় 'ঘাড় ত্যাড়া' এবং 'বোকা' মানুষের লাশ, হাডসন কিম্বা শীতলক্ষ্যায়...
নিষ্ঠুর বাস্তবতার সাত কাহন!
মুক্তির পথ কই???
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন মুক্তমানব।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৫
এম আর তালুকদার বলেছেন: আমাদের সামাজিক বিবেকের মরদেহকে ফের বাঁচাবার আকুতি নিয়ে, বেহুলার মতো ভাসতে থাকে কতিপয় 'ঘাড় ত্যাড়া' এবং 'বোকা' মানুষের লাশ, হাডসন কিম্বা শীতলক্ষ্যায়...
অসাধারন। এইটুকু লেখার যে তেজ! মুগ্ধ হলাম।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়াও কি ডোবা নালার ভয় পেয়েছেন নাকি???
হঠাৎ নিরবতায় আমজনতা হতাশ হলে দোষ কি
সবাইতো আর বেহুলা হয় না।
কেউ কেউ হয়
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: এদেশের কথা বলে আর কি লাভ। এখানে মানুষ কোথায় কি ভাবে মরছে তার কোন ঠিক নাই।