নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

ইয়াবা বদিরা সব দলেই আছে

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

মাদক বিরোধী যুদ্ধের নামে ফিলিপাইনেও গত কয়েক বছর ধরে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে বিচারক, আমলা, সেনা বাহিনী সকল মহলে যোগাযোগ আছে। বাংলাদেশেও এদের প্রভাব সমাজের তৃণমুল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত বিস্তৃত সন্দেহ নেই। কিন্তু, আমি ভাবি দেশের ন্যায় বিচারের দর্শন হয় এ রকম যে: দশ জন অপরাধী ছাড়া পেয়ে যায় ক্ষতি নেই, কিন্তু একজন নিরপরাধীও যেন সাজা না পায়, তবে সে দর্শনের আলোকে বিচার বহির্ভুত হত্যাকান্ড সমর্থন করা যায় না। আর যদি বিচারিক দর্শন হয় এ রকম যে: দশ জন নিরাপরাধ মারা পড়ে ক্ষতি নেই, কিন্তু একজন অপরাধীও যেন ছাড় না পায়, তবে সে দর্শনের আলোকে বিচার বহির্ভুত হত্যাকান্ড চলতে পারে। কিন্তু, দ্বিতীয়োক্ত ধরনের দর্শনের তো গরিষ্টের সমর্থন নেই দুনিয়ায়, যা আছে, তা হলো ক্ষমতাসীনের নির্বাহী সিদ্ধান্ত.. (ইয়াবা বদিরা সব দলেই আছে। আসলে, যখন যে দল ক্ষমতায় বদিরা তখন সে দলের নিরাপত্তা কিনে নেয়)।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

কাইকর বলেছেন: ঠিক বলেছেন

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

আবু তালেব শেখ বলেছেন: চুনোপুঁটি মেরে বোয়াল, গজারদের রক্ষা করা হচ্চে নাকি???

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

গোলাম রাব্বি রকি বলেছেন: বিচার ছাড়া হ্ত্যা সমর্থন দেওয়া উচিত নয় । তাহলে এত আইন প্রণয়নেরও তো দরকার নেই !

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: আসেলই অনেকে ধরা ছোয়ার বাইরে থেকে যাবে।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: তবে এসব অভিযানের মূল্য কি?

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৫০

অর্থনীতিবিদ বলেছেন: কিছু মাদক ব্যবসায়ী মারা যাচ্ছে বটে কিন্তু আসল ক্ষমতাবানরা তো ধরা ছোঁয়ার আড়ালেই থেকে যাচ্ছে।

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েকটা রাঘব বোয়ালকে মারতে পারলে এত সমালোচনা উঠত না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.