![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
বিশ্বের শত শত (এক সূত্রানুসারে সাত হাজারেরও বেশী) লিখিত ভাষার মধ্যে কোন এগারোটিকে হাইলাইট (Doodle) করা হবে তা বাছতে নিশ্চয় প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিগণকে ভাবতে হয়েছে। এরা তো বিনা "লাভে" (মুনাফা-প্রেম উভয়ার্থেই) কিছুই করে না। পৃথিবীর প্রভাবশালী এগারোটি ভাষার মধ্যে ঠাঁই করে নেবার জন্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষীদেরকে অভিনন্দন। আমি নিশ্চিত, গুগুলের অন্দর মহলেও কর্মরত আছেন অনেক বাংগালী। বর্তমান প্রধান নির্বাহী'র আলমা মাটার ছিলো পশ্চিম বাংলায় অবস্থিত আইআইটি খড়গপুর ক্যাম্পাস। সব ছাপিয়ে, বিশ্বের তিরিশ কোটির বেশী মানুষ এ ভাষায় কথা বলেন। বিশ্ব নারী দিবসে অভিনন্দন, বাংলা ভাষাকে। সেই সাথে প্রত্যাশা, দুনিয়ার সকল ভাষা বিকশিত হো'ক, ক্ষুদ্র জাতিগোষ্ঠিদের ভাষা টিকে থাকুক, মুখে মুখে এবং ছাপার হরফে। Greetings to everyone on the World Women's Day! ( photo credit: google and internet)
২| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৬
আকতার আর হোসাইন বলেছেন: বাংলা ভাষাটা জায়গা পাওয়াতে খুশি হলাম...
সকল ভাষা বিকশিত হোক...
৩| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: সেটাই হওয়া উচিৎ।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: তাই তো হওয়া উচিত।