![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
হাজার মাইল দুর থেকে প্রবাসীদের ছাড়া তেমন কিছু করার নাই। মানুষ পুড়ছে, দেখে কষ্ট পাওয়া ছাড়া করার তেমন কিছু নেই।
লুৎফর রহমান রিটন ভাইয়ের ছড়ায় আমাদের অনুভুতি বেশ ধরা পড়েছে.।
অজস্র উৎসাহী বলদের ভিড়ে
লুৎফর রহমান রিটন
অজস্র উৎসাহী বলদের ভিড়ে
চমকে উঠেছি দেখে এই মুখটিরে।
প্রাণপণে চেপে রেখে পাইপের ফুটো
অসহায় প্রত্যয়ী ওর চোখ দু'টো
কী বারতা দিয়ে গেলো বুঝেছো বলদ?
শিখে নাও মানবতা, কোথায় গলদ...
দারিদ্র্য পোশাকে ও শরীরে তাহার
এতোটুকু শরীরের সবটুকু ভার--
তাই দিয়ে ঠেকিয়েছে সে বিপর্যয়
মানুষের জয় হোক মানুষের জয়...
ধন্য বালক তুইই মানুষের মুখ
তোকে ভালোবাসা দিতে আমি উন্মুখ...
বাবা তোর চোখে মুখে স্বপ্নরা নাচে
তুই বেঁচে থাকলেই মানবতা বাঁচে...
২| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: আহ ! কষ্ট।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।