![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
গাত্রবর্ণের পার্থক্যের কারণে যাঁদেরকে একদা ককপিটের কাছেপিঠে ঘেঁসতে দেয়া হয়নি, তাঁরাই শেখার সুযোগ পেয়ে মহাকৃতিত্বের সাথে বিমান চালিয়ে গাত্রদাহঅলাদেরকে দেখিয়ে দিয়েছিলেন শেখার সুযোগ পেলে, চর্চা করার সুযোগ কাজে লাগাতে পারলে সবাই যেকোন কঠিন বিষয়েও পারংগম হতে পারে। সেই ঐতিহাসিক ব্যাচের শেষ বৈমানিকের জীবনাবসানের সংবাদে ব্যথিত হলাম এবং আরেকবার মনে পড়লো: পারিবে না এ কথাটি বলিওনা আর, একবার না পারিলে সুযোগ নাও আরেকবার। view this link
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৬
হুদাই পাগলামি বলেছেন: শেখার সুযোগ পেলে, চর্চা করার সুযোগ কাজে লাগাতে পারলে সবাই যেকোন কঠিন বিষয়েও পারংগম হতে পারে।
দারুণ বলেছেন প্রিয়।
পাগলার ভালোলাগা রইল।