![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
রমনা পার্কের শতায়ু অংগনের বেন্চে বসে থাকা তরুন কে সকাল দশটায় হাঁটতে আসা এক বৃদ্ধ জিগ্যেস করলেন: "বাবা তুমি এসময়ে ক্লাশ পালিয়ে পার্কে বসে আছো কেন?"
-"ধরুন ক্লাশ-লেখাপড়া শেষ করলাম, তারপর?" তরুণের পাল্টা প্রশ্ন;
"তারপর চাকরি বা ব্যবসা কিছু একটা করবে বাবা" বৃদ্ধের উত্তর।
-:"ধরুন চাকরি পেলাম, তারপর?"
"তারপর বিয়ে শাদী করবে বাবা"
-:"ধরুন বিয়েশাদী করলাম, তারপর?"
"তারপর বাচ্চা -কাচ্চা মানুষ করবে"
-:"ধরুন বাচ্চা-কাচ্চা মানুষ করলাম, তারপর?"
"তারপর যথাসময়ে একদিন অবসরে যাবে"
-:"ধরুন অবসরে গেলাম, তারপর?"
"তারপর পার্কে আসবে, আয়েশ করে বসে পাখিদের কলকাকলী শুনবে.."
-:"আমি তো সেটাই করছি চাচা, আপনারা অনেকদিন পরে যেটা করতে শুরু করেছেন, আমি সেটা কিছুদিন আগে শুরু করেছি এই আর কি!"
(একথা শোনার পরে এক সপ্তাহ চাচার সুগার লেভেল ৫০০এর নীচে আর নামে নি)
এখন যে কিছুই করছে না, একদিন সে ঠিক মাতিয়ে দিতে পারে! ".কিউঁকি, জো কুছ নেহি করতে হ্যায়, ও কামাল করতে হ্যায়!!"
(শাহরুখ খানের পিতা, পুত্রকে)
০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৯
মুক্ত মানব বলেছেন: ভাই রে, হাল ছাড়তে নেই, যতোক্ষন শ্বাস ততোক্ষন আশ-মূলত: এই জীবনবোধের পক্ষে ওকালতি করতেই এই পোস্ট দেয়া। ভালো থাকবেন।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৬
কবিতা ক্থ্য বলেছেন: আপনি দেখি আমার পুরা নাম টা নিয়া গেলেন ভাই।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: অসাধারন!
৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ২:০০
অধীতি বলেছেন: এটাই প্রয়োজন।
৫| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫
শেহজাদী১৯ বলেছেন: ভবিষ্যতের ছেলে সে।
৬| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮
রানার ব্লগ বলেছেন: কামাল করতে গিয়ে বেসামাল না হয়ে যায় ধামালের চাপে , বিষয়টা খেয়ালে রাখা উচিৎ।
৭| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: একটা সুনির্দিষ্ট পথ পরিক্রমণের পরই অভিজ্ঞতার সঞ্চয় হয়।
৮| ০৯ ই জুন, ২০২১ সকাল ৭:৫৮
আমিই সাইফুল বলেছেন: সময়ের কাজ সময়েই করা শ্রেয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: যার ছয়ে হয় না, তার নয়েও হয় না।