নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

পেকটিস করনের লাইগা?!

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫



পেকটিস করনের লাইগা?!
----------------------------
ভfটি বাংলার এক অভিজাত সাহিত্যমোদী জমিদার মহাশয় গজল খুব ভালো বাসতেন। কথিত আছে, তিনি চলাফেরা করতেন সে যুগের অভিজাত সমাজের নিয়মানুসারে মানুষের কাঁধে পালকিতে চেপে। গালিবের শের শায়েরী তার মুখে লেগেই থাকতো। কথিত আছে, তিনি একবার নিজস্ব বজরায় ঢাকা সদরঘাটে এসে থামলেন। তারপর আয়েশ করে পান চিবাতে চিবাতে পালকিতে সওয়ার হয়ে বজরা থেকে নেমে রাজধানী দর্শনে বের হলেন। জমিদার মহাশয়ের পালকি যখন ঘোড়াপট্টির পাশ দিয়ে যাচ্ছিলো, তখন তিনি গালিবে মগ্ন হয়ে আউড়াচ্ছিলেন: "হাম ভি গুস্তাখি করেংগে জিন্দেগীমে একবার, যাব সব পয়দল চলে, ম্যায় হোংগে কান্ধপর সওয়ার" (জীবনে আমিও একবার অপরাধ করবো, যখন সবাই পায়ে হেঁটে যাবে, আমি যাবো তাদের কাঁধে সওয়ার হয়ে)। টাংগাঅলা জমিদারের গমনোদ্যত পথেের পানে চেয়ে আপন মনে বলে উঠলো: "আবে কয় কি হালায়? অহন তাইলে কান্ধে চড়ছে ক্যালা? পেকটিস (প্প্র্যাকটিস) করনের লাইগা?"
এ কথা শুনে ঘোড়াটিও হেসে উঠতে বাধ্য হলো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথমবার পড়লাম। ভালো লেগেছে।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৩০

শায়মা বলেছেন: হা হা আসলে সে মরে যাবার পরের কথা বলছিলো।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.