নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

উই লাভ ইউ ম্যান!

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮


ইন্না লিল্লাহি ….রাজেউন। কয়েক প্রজন্মের হৃদয়ের খুব কাছের লেখক ছিলেন তিনি, থাকবেনও।তাঁর কুয়াশা, মাসুদ রানা আমাদের এবং আমাদের আগের প্রজন্মকে এমন মাতিয়ে রেখেছিলো, যার খোঁয়ারি আজো কাটেনি, কখনোই কাটবে না। অনেক কিছুর জন্যেই ধন্যবাদ পাবেন তিনি। শুধু কি কিশোর তরুণদের মনে বিজ্ঞানমনস্কতা সৃষ্টির জন্য? শুধুই বিশ্বমনস্কতা তৈরীর জন্য? বিশ্বায়নের আগে সেই শীতল যুদ্ধের বাইনারী ডামাডোলের সময়ে কিম্বা নব্বইয়ের পরের ইউনিপোলার বাজারী সময়ে, সেবা প্রকাশনীর বই পড়া যে হাজার হাজার বাংলাদেশী উচ্চশিক্ষা বা উচ্চ উপার্জনের আশায় জীবনের প্রথম বিদেশী বিমান বন্দরে নেমে চারপাশে চোখ বুলিয়ে মূহুর্তেই ভাবতে পারলো যে এমনটাই তো সেবার বইয়ের বর্ণনায় পড়েছি, এ আর এমন নতুন কি, বরং যে মিশনে এসেছি সেটাতে লেগে পড়া যাক, সেই আত্নবিশ্বাসের কিম্বা নিদেন পক্ষে প্রবাস জীবনে চলনসই একটা অভিযোজনের আকাংখার বীজটাও তো কুয়াশা, রানা কিম্বা তিন গোয়েন্দার পাতাতেই বুনে দেয়া ছিলো। জেমস বন্ড সিরিজের স্রষ্টা ইয়ান ফ্লেমিংও ঘোষ্ট রাইটার ব্যবহার করেছেন, কাজীদা'ও ব্যস্ততা বাড়ার পরে সেটা করেছেন। কিন্তু, যেহেতু ইয়ান ফ্লেমিংএর চুক্তিনামা করা ছিলো তাই ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ায় নি। কিন্তু কাজীদা' ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ৪৫ বছরের বেশী সময় ধরে ঘোষ্ট রাইটার ব্যবহার করেছেন কোন লিখিত চুক্তিনামা ছাড়াই সেটা একদিকে যেমন তাঁর মানবিক সম্পর্ক রক্ষার যোগ্যতার প্রমান দেয়, তেমনি লিখিত প্রমান ছাড়া দশকের পর দশক ঘোষ্ট রাইটারের সাথে লেনদেন করাটাকেও আরেকভাবে দেখলে সেটা বাজারের কর্পোরেট বিকাশের পরিপন্থী একটা দক্ষতা সেটাও অস্বীকার করা যাবে না। যা হোক। আমরা সবাই মানুষ, দিনশেষে হিসাবের খেরো খাতা খুললে অনেক সীমাবদ্ধতার হদিসই আমাদের অনেকের জীবনেই মিলবে, কিন্ত সে জন্যে তো মানুষের জীবনব্যাপী সুকৃতির স্বীকৃতি চাপা পড়বে না। চাপা পড়া উচিত নয়। কুয়াশা, মহুয়া, গিলটি মিয়া, রানা, সোহানা, রুপা, রাহাত খান, সোহেল, সবিতা, মার্সিয়া, অতশী, রডরিক ল্যাম্পনি এদের প্রতি ভালোবাসাও থেকে যাবে আজীবন।
কয়েক দশক আগে যে কথা একজন মুগ্ধ কিশোর পাঠক এক হেমন্তের পড়ন্ত বিকেলে আপনার সেগুন বাগিচার বাসায় দেখা করে বলে এসেছিলো, সে কথা আবারো বলতে চাই: উই লাভ ইউ ম্যান! এ্যান্ড, উই অলওয়েজ উইল! বিদায়, কাজীদা!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আসলেই তাকে বারবার বলতে চাই 'আই লাভ ইউ ম্যান'

২| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা, অনেক ধন্যবাদ কাজীদাকে আমাদেরকে স্বপ্নময় শৈশব উপহার দেওয়ার জন্য

৩| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৫

হাবিব ইমরান বলেছেন:

স্যার, ওপারে ভালো থাকুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন।

৪| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.