![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
কোন মানুষই বিচ্ছিন্ন দ্বীপ নয়
(- রচনা: জন ডান)
-------------------------------
কোন মানুষই বিচ্ছিন্ন দ্বীপ নয়,
কেবলই নিজস্ব বলয়ের নয়,
প্রত্যেকে মাঝেই একটুকরো মহাদেশ লুকিয়ে থাকে ,
একটুখানি মূল ভুখন্ডের ছোঁয়া লেগে থাকে।
একটা খড়-কুটোও যদি ভেসে যায় সাগরের ঢেউয়ে,
তাতেও ইওরোপের সমগ্রতায় একটু হ'লেও টান পড়ে।
হো'ক তা একটুকরো পাথুরে জমি, কিম্বা এক বিশাল বাগান বাড়ি,
নিজের কিম্বা বন্ধুর যারই মালিকানায় থাকুক,
তা হারানোর কষ্টে তফাত নেই ।
তাই যে কারো মৃত্যুতে যেন আমিই একটু হলেও ক্ষয়ে যাই,
কারন আমিও তো মানবসম্প্রদায়েরই একজন!
তাই ঘটা ক'রে জানতে চেয়ে কি লাভ,
কার অন্তিম সৎকারের জন্য এই ঘন্টা ধ্বণি?
তুমি তো জানো, এই অন্তিম জমায়েতের ঘন্টা বাজছে তোমার এবং আমার জন্য!
(স্বকৃত ভাবানুবাদ)
২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি- প্রতিটা মানুষই আসলে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩১
অক্পটে বলেছেন: "কোন মানুষই বিচ্ছিন্ন দ্বীপ নয়" নামকরণটিই বলে দেয় এর প্রকাশ মন ছুঁয়ে যাবেই। ভাবানুবাদ ভাল লেগেছে।