নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

টেক্সাস রান্চ (Ranch)- এর Dipping Vat

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১:১৮

https://youtu.be/U9wADqrTHdM



বাংলাদেশে, বিশেষত: উত্তরবংগে দেখেছি গবাদী পশুর গায়ে এক ধরনের গুবরে পোকা আকৃতির পোকা বসতে, যেগুলোকে স্হানীয় ভাষায় আঁটুল বলা হতো (ইংরেজীতে এগুলোকে Tick বলা হয় যার বৈজ্ঞানিক নাম "Margaropus annulatu")। এগুলো রক্তচোষা এবং এগুলোর আক্রমনে গবাদী পশু রক্তশুন্যতা, জ্বর (tick fever) ইত্যাদি অসুখে আক্রান্ত হতে পারে এবং অকালে মৃত্যুবরণ করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৮০ সালের দিকে tick fever মহামারীর আকার ধারণ করে। তখন যে সব রাজ্যের মূল ব্যবসা ছিলো গবাদী পশু রপ্তানী, সে সব রাজ্যের এই ব্যবসা সংশ্লিস্টগণ অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তারপর এই আঁটুল মারতে 'Dipping vat' তথা ওষুধ মেশানো পানিতে ভরতি চৌবাচ্চায় আক্রান্ত-অনাক্রান্ত নির্বিশেষে সকল খামারের গবাদিপশুদেরকে নিয়মিত বিরতিতে বাধ্যতামুলকভাবে 'গোসল করানোর' প্রচলন শুরু হয়।তার অনেকদিন পরে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর / স্বাস্থ্য দপ্তর / পরিবেশ দপ্তর কর্তৃপক্ষ দেশ Tickমুক্ত হয়েছে এই ঘোষনার পরে জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে ক্ষতিকর রাসায়নিক দ্রবণেপূর্ণ চৌবাচ্চায় গবাদী পশুকে গোছল করানো তথা Dipping Vat আর আগের মতো ক'রে পরিচালনা করা যাবে না -এই মর্মে সরকারী প্রগ্গাপন জারী করেন এবং অতীতে ব্যবহৃত হয়েছে এমন যেকোন Dipping vat -এর নিকটে পানযোগ্য পানির কুপ খনন নিষিদ্ধ ঘোষনা করেন। সম্প্রতি একটি শিক্ষামূলক Dipping vat পরিদর্শনের সুযোগ হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে। সেখানে ধারণকৃত ভিডিও এটি।
view this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.