![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
একেকটি জন্মদিন আসে,
যাপিত জীবন-সমর পথে
মাইল ফলকের মতো।
কখনো তা দ্রুত পিছে চলে যায়
যখন জীবন-রথ দ্রুত সম্মুখ পানে ধায়।
কখনো বা পরিখা থেকে,
জীবনের বারতা আসে এঁকে বেঁকে,
কখনো তুচ্ছতার গ্লানি,
উদযাপন উচ্ছাসেরে লয় টানি।
যখন বন্ধু-স্বজন, পাঠায়ে শুভেচ্ছা বারতা,
আকিন্চন মনোভুমি লহমায় তোলে পূর্ণ করে,
তখন আবারো মনে জাগে সেই বরাভয়,
'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে'!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।