![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
কতো জনেই তো কতো ভাবে মরছে
দেশ-বিদেশ জুড়ে প্রতিদিন,
তবু ঘাস কাটতে গিয়ে লাশ হয়ে ফেরা
কিশোরের মুখ শেলের মতো বুকে বিঁধছে-
হায় রাষ্ট্র যন্ত্র সমূহ,
হায়, পড়শী প্রহরীর উদ্যত সংগীন
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪১
মুক্ত মানব বলেছেন: চারদিকেই মৃত্যুর মিছিল। তবু বাংলাদেশের সীমান্ত হত্যা বিশেষ ভাবে ভারাক্রান্ত করে। পৃথিবীর আর কোথাও কি এমন আছে যে পড়শী দুটো রাষ্ট্রের জাতীয় সংগীত একই কবির রচনা, তবুও সে দুটো দেশের সীমান্ত রেখা্য এতো রক্তপাত! আজ রবি ঠাকুর বেঁচে থাকলে এ বিষয়ে কি লিখতেন?
২| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: ভাবতে গিয়ে মাঝে মাঝে ভুলে যাই, অন্য কেউ ভাবছে ঠিক আমারই মতো করে।
লিখতে গিয়ে মাঝে মাঝে ভুলে যাই, অন্য কেউ লিখছে ঠিক আমারই মতো করে।
কবিতাটির বিষয়ের উপর আমি একটি কবিতা লিখেছিলাম বছর খানেক আগে। তার একটি লাইন:
ঘাস কাটতে গিয়ে প্রাণ হারাতে হতো না কৃষককে; একজন নয় অসংখ্য।
৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
উত্তর দিয়েন কিন্তু।
৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: আশা করি ভালো আছেন।
এবার একটি নতুন পোস্ট দিয়ে দিন।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: কি লিখলেন? কেন লিখলেন?