নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৫ এর কোন এক বিকেলে.......
খাটিয়া ধরে বসে আছে শামিমা। একটু পরেই নিয়ে যাওয়া হবে প্রানপ্রিয় স্বামীকে চির নিদ্রায় শায়িত করার জন্য।
মাত্র এক বছর আগে বিয়ে হয়েছে। তিন বছরের চেনা জানা একে অপরের সাথে। ভালো-ই চলছিলো দু'জনের। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। শাহীন ছোট খাটো একটা চাকরি করে আর প্রাইভেটে এম এ পড়ছে । সংসারের ভার শাহীনের উপর দায়বদ্ধ । বাবা বেঁচে নেই , বড় বোন থাকে স্বামীর বাড়িতে আর মা, ছোট ভাই , বোন এ-ই শাহীনের পরিবার। শাহীন ও শামিমার দু'জনেরই ম্বফস্বলে বেড়ে উঠা।
শামিমার বাবার আথিক স্বছলতা শাহীনের পরিবারের ঊর্ধ্বে, তাই এ কারণেই শামিমার বাবার এই বিয়েতে আপওি ছিলো। সব বাধা জয় করে অবশেষে এই বিয়ে।আর বিয়ের ঠিক তের মাসের মধ্যে শাহীন স্ট্রোক করে একেবারে মারা গেলো।
শামিমা দু'মাসের অন্তঃস্বওা ছিলো, সেটা শুধু জানত শামিমার আম্মা । শাহীনের অনুরোধে শামিমা কাউকে বলেনি কারণ নতুন চাকরি তার উপরে পড়া শেষ হয়নি, থাক না কিছুদিন গোপন। এদিকে শামিমার কান্নাতো বন্ধ হচ্ছে না, খাওয়া দাওয়া স্পর্শ করছে না। শামিমার আম্মা ও আব্বার বিশেষ জোড়াজুড়ি কারণে শামিমা সাত দিনের মাথায় বাবার বাড়ি চলে আসতে বাধ্য হয়। শামিমাকে তড়িঘড়ি করে এনে বাচ্চা নষ্ট করাই ছিলো মূল উদ্দেশ্য শামিমার পরিবারের। কোন উপায় না দেখে পরিবারের চাপের মুখে শামিমা মেনে নেয়। যার ফলস্রুতিতে শামিমা কিছুটা মানসিক ভাবে অসুস্থ ও ভেঙে পড়ে।প্রায় বছর খানিকটা পরে শামিমার নিকট আত্বীয় ফয়সালের সাথে বিয়ে হয়। ফয়সাল ও শামিমা মানিকগঞ্জ থেকে সোজা ঢাকায় এসে সংসারে সুখেই দিন কাটাতে লাগলো । এবার বাধ সাধলো বাচ্চা। দু'জনেই চাইছে কিন্তু উপরওয়ালা হয়তো ফিরেও তাকাচ্ছেন না। ডাক্তারের চেষ্টার কমতি ছিলো না, চিকিৎসার সবশেষ পযার্য়ে এসে টেস্টটিউব ফেল।
পরিশেষে বারো বছর পর পনের দিনের এক নবজাতককে দওক নিলো। শামিমা ও ফয়সাল উভয়ই মাতৃত্ব ও পিতৃত্বের অহঙ্কার পেলো ওই নবজাতকের মাঝে । কিন্তু শামিমার মনের ভিতর আজীবনের এক অপরাধ নিয়ে বেঁচে থাকতে হয় শাহীনের শেষ স্মৃতি ও নিজের বাচ্চাকে নষ্ট করেছে বলেই আজ দওক নিতে হয়েছে ।
১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
মুক্তা নীল বলেছেন: কতো ঘটনাই তো ঘটে এরকম। কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবেই ভ্রূণ নষ্ট করুক, এ কাজটি কারও করা উচিৎ না।
আপনার লেখা শেষ করেন নাই কেন? আপনি তো খুব ভালো করেই গল্প লিখেন । খুটিনাটি বিষয় কিছুই বাদ যায় না । নিন্দার নরকে কবে পাবো?
ভালো থাকবেন ও শুভ সন্ধ্যা।
২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মুক্তাআপু,
লতিফ ভাই এর সুরে বলবো আপু ভীষণ সুন্দর হয়েছে । চেনা প্লট কিন্তু এত সুন্দর করে লিখেছেন যে মুগ্ধতা ।
জীবন স্রোতে আমরাও মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু তার জন্য পরে আমাদের পস্তাতে হয় ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৩
মুক্তা নীল বলেছেন: দাদা, লজ্জা দিয়েন না ভীষন সুন্দর বলে। গল্পের প্লট আপনাকে মুগ্ধ করেছে জেনে আমি কৃতার্থ। কিছু কিছু ভুল সিদ্ধান্ত চাপের মুখে অনেককেই মেনে নিতে হয় ঠিকই কিন্তু ফলাফল অবশ্যই ভোগ করতে হবে।
এমন কাজ করা বা কাউকে উৎসাহিত করা মহাপাপ।
ভালোলাগলো দাদা আপনি এখানে এসে মন্তব্য করায় , অনুপ্রেরণা পেলাম। শুভকামনা রইলো।
৩| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: যদি কিছু মনে না করেন আপু, কয়েকটি জিনিস দু চোখে পড়ল,
প্রাণপ্রিয়, মফস্বল, আর্থিক স্বচ্ছলতা, ব্রেন স্ট্রোক বলাটা উত্তম, অন্তঃসত্ত্বা, খাওয়া-দাওয়া স্পর্শ করছেন না বলে খাওয়া-দাওয়া সম্পূর্ণ ছেড়ে দিয়েছে বললে কেমন লাগে , ফলশ্রুতি, নিকটাত্মীয় বা নিকট আত্মীয়, চিকিৎসার সর্বশেষ পর্যায়ে, টেস্টটিউব বেবি পেল, দত্তক, মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ পেল(অহংকার শব্দটি বড্ড বেমানান), দত্তক বানানটি শেষের দিকে পরপর দুই জায়গাতেই টাইপো হয়ে গেছে ।
কমেন্টটি অবশ্যই ডিলিট করার অনুরোধ রইলো।
১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০০
মুক্তা নীল বলেছেন: দাদা, কিছু মনে করবো কেন?আমি মনে করি শেখার কোন শেষ নেই। আপনি আমাকে ভালোবাসেন বলেইতো , আমার ভুলগুলো দেখিয়ে দিয়েছেন । যা আমাকে ভালো কিছু দেবে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ।
পাশে থাকবেন সবসময়। আমার দাদাকে বরাবরের মতো শ্রদ্ধা জানাই।
আর হ্যাঁ দাদা, কমেন্ট ডিলিট করার কথা বলবেন না , এটা আমার কাছে একটা সাজেশন। আমি খুশী হয়েছি তো।
৪| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পটা আরও বড় হলে সুন্দর হতো।
++++
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩০
মুক্তা নীল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার এই মন্তব্যে আমি অনুপ্রেরণা পেলাম। চেষ্টা করবো।
পাশে থাকবেন আর প্লাসে কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
৫| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৯
নয়া পাঠক বলেছেন: সুন্দর গল্প, চেনা প্লট, কিন্তু দারুণ হয়েছে তবে নিজে যদিও লিখতে পারি না তবে পড়তে খুবই ভালো পারি সে হিসেবে বলতেই হচ্ছে গল্পটা আরেকটু বড় আর বিস্তারিত হলে আরও ভালো লাগত।
তবে হ্যাঁ সত্যি অন্যায়ের ফল হাতে-নাতে না পেলেও সময় ঠিকই একদিন প্রতিশোধ নিয়ে নেয়।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৪
মুক্তা নীল বলেছেন: আপনার এমন হ্রদয়গ্রাহী মন্ত্যবে আমার লেখার আগ্রহকে আরও বাড়িয়ে দিলো।
অন্যায় করে কেউই পার পায় না, দু দিন আগে আর পরে ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।
৬| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে এতো কষ্ট কেন থাকবে?
সকল মানুষ সুখী হোক।
সবাই ভালো থাকুক।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৪
মুক্তা নীল বলেছেন: সাজ্জাদ ভাই,
পৃথিবীতে দুঃখ কস্ট ছাড়া কে বেচে আছে? দুঃখ আছে বলেই হয়তো, আমরা সামান্যতেই সুখী হই।
সবাই সুখী হোক, আপনিও ভালো থাকুন।
শুভকামনা করছি আপনার জন্যে।
৭| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
নীল আকাশ বলেছেন: দারুন একটা প্লট গল্প লেখার। সময় পেলে আমি এর উপর চমৎকার একটা গল্প লিখে দেব আপনাকে।
এখন বেশ কয়েকটা গল্প লিখছি দেখে শুরু করলাম না। তবে এই প্লট আমি ছাড়ব না।
পড়ার পর মনটাই অন্য রকম হয়ে গেল।
ধন্যবাদ আপু।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৭
মুক্তা নীল বলেছেন: নীলআকাশ ভাই ।
আপনি দারুণ বলাতেই আমি ভীষন খুশী । সময় পেলে লিখবেন মানে, অবশ্যই লিখবেন ।
পড়ার পর মনটাই অন্য রকম হয়ে গেলো --- এই কথায় আমি অভিভূত ও অন্য রকম বিশেষ কিছু পাওয়া।
যাক অবশেষে আপনার মতো গল্পকারের কাছ থেকে এতো বড় অনুপ্রেরণা পেলাম, এতো সৌভাগ্য।
ভাই, আবারও বলছি আপনি এই প্লট থেকে অবশ্যই গল্প লিখলে আমার ভালো লাগবে।
শুভ কামনা ও ভালোবাসা জানবেন ।
শুভ রাত্রি ।
৮| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৯
নীল আকাশ বলেছেন: এটাকে বলে প্রকৃতির প্রতিশোধ। আমার পরিচিত একজনেরও ঠিক একই ঘটনা ঘটছে।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৮
মুক্তা নীল বলেছেন: হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন প্রকৃতির প্রতিশোধ বড়ই নিষ্ঠুর। একটা মানব ভ্রুণ হত্যা করা কতো বড় গুনাহ আর পাপ তা যদি কিছু মানুষ বুঝতো?
৯| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩১
আমি মুক্তা বলেছেন: দুঃখ-কষ্ট হৃদয়কে পুড়িয়ে খাঁটি করে দেয়! তবে কিছু কিছু ক্ষেত্রে আবার তা একেবারে জ্বলে-পুড়ে ছাই হয়েও যায়! যা হয়েছে শামিমার, যদিও তার নিজের ইচ্ছায় নয়, সমাজ ও জীবনের তাগিদে!
২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৭
মুক্তা নীল বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে সমাজ ও সংসারের নিয়ম ভাঙা যায় না কিন্তু তারপরও বিবেক হীন হওয়া উচিত না।
১০| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০১
আমি মুক্তা বলেছেন: লেখক বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে সমাজ ও সংসারের নিয়ম ভাঙা যায় না কিন্তু তারপরও বিবেক হীন হওয়া উচিত না।
একদম আমার মনের কথা আপু!
যাহোক নতুন কিছু লিখেন না কেনো, আর কতটা সময় প্রতীক্ষায় থাকতে হবে বলুন তো?
২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৭
মুক্তা নীল বলেছেন: ভালো-ই তো আপু আর আপুর ভাইয়ের মনের কথা একরকম। আপু, লিখবে ইনশা আল্লাহ
১১| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
আরোগ্য বলেছেন: দু্ঃখিত আপু দেরীতে আসার জন্য। লেখাটি আমার চোখে পড়েনি। এটা কি প্রথম পাতায় যায়নি?
খুব ভালো লিখেছেন আপু ।একেই বলে নিয়তির পরিহাস।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮
মুক্তা নীল বলেছেন: আরে নাহ, দুঃখিত হওয়ার কিছু নেই ভাই আমার। না লেখা প্রথম পাতায় যায়নি। কিভাবে যায় তা
আসলে এখনো বুঝতে পারছি না। দেখি আরও কিছু লেখা লিখি।
ছোট গল্প লিখলাম, ভালো লিখেছি জেনে ভালো লাগলো এবং অনুপ্রেরণা পেলাম।
নিয়তির পরিহাস তো পোহাতেই হয়। তাছাড়া ভাগ্যের লিখন না যায় খন্ডন। শুভ কামনা রইলো।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
আপু এই মুহূর্তে করা আমার পোস্টে আপনার কমেন্টের প্রতিমন্তব্য দিতে স্থান নির্বাচনে আপনার পোস্টে আসা । মডুর এই ব্যাপারটা আমি ঠিক বুঝিনা। কারো কারো ক্ষেত্রে একটি বা দুটি পোস্ট ও সামান্য কিছু কমেন্টে সেভ করেছেন বা সেভ করার নজিরও আছে। আবার এমনও বহু জনকে দেখেছি দুমাস তিন- মাস থেকে আরও 7-8 মাসের অধিক টানতে। এই মুহূর্তে এক্টিভ হওয়া অন্তরা রহমান আপু এক বছর অতিক্রম করলেও উনাকে প্রথম পাতায় সেভ করেননি। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। সেভ করতে বিলম্ব হলে উদ্দাম হারিয়ে যাওয়ারই কথা। এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে বলব। সংখ্যায় অনেক বেশি বেশি কমেন্ট করুন। একটা পোস্ট দিয়ে যত বেশি সংখ্যক ব্লগারদের কমেন্টে লিংক দিন এবং তাদেরকে আমন্ত্রণ করুন। আশা করি খুব শীঘ্রই আপনি প্রথম পাতায় স্থান পাবেন।
আপনার জন্য দোয়া রইল ।অনেক অনেক শুভকামনা জানবেন।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২০
মুক্তা নীল বলেছেন: দাদা, চেষ্টা চালিয়ে যাই, দেখি কি হয়। পাশে থাকবেন সবসময় এই আশা রাখি।
আপনার জন্যেও শুভ কামনা রইলো। আর এই কমেন্টটির জন্য ধন্যবাদ।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৫
নজসু বলেছেন:
আপা, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিলো আমার।
আপনার আগের লেখা আমি পাঠ, কমেন্ট করেছি।
আপনার লেখায় মন খারাপের একটা দীর্ঘশ্বাস থাকে।
আপনার লেখনীর প্রতিটা শব্দ কষ্ট মাখা কেন?
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মুক্তা নীল বলেছেন: খুবই ভালো লাগছে এমন আন্তরিক ও হ্রদ্যতাপূণ্য প্রশ্ন করার জন্য, ভাই আমার ।
আশেপাশের মানুষের দুঃখ কস্টের জীবনটা যখন খুব কাছ থেকে দেখি, তখন আমার খুব মনখারাপ লাগে
আশারাখছি, পরবর্তীতে অবশ্যই হাসিখুশি কিছু একটা হয়তো লিখবো। তবে, এখন যেটা লিখছি সেটা শেষ হওয়ার
পর।
ভালো থাকবেন ও শুভকামনা রইলো।
১৪| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৩
জুন বলেছেন: মুক্তা নীল আমি মনে হয় এই প্রথম আপনার লেখা পড়লাম। অসম্ভব মনকাড়া এককাড়া এক করুন গল্প। তবে এমন একটি করুন কাহিনী আমার চেনা একটি মেয়ের জীবনে ঘটেছিল। আপনিতো দত্তক নিয়ে গল্পের পাত্র পাত্রীর মিল ঘটিয়ে দিলেন কিন্ত সত্য ঘটনার সেই মেয়েটিকে ছেড়ে দিয়েছিল তার স্বামী বাচ্চা হয় না বলে।
আপনি কিন্ত আরেকটু বড় করতে পারতেন। পড়তে গিয়ে মনে হলো বড্ড তাড়াহুড়ো করে শেষ করলেন। আপনার আরো গল্পের প্রতীক্ষায়।
+
১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২১
মুক্তা নীল বলেছেন: আপা,
অনেক ভালো লাগছে আপনাকে আমার এই ব্লগে ও গল্পে পেয়ে ।
একটা মেয়ে বাস্তবতার চাপে পড়ে সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন অনেক ক্ষেত্রে কিছু-ই করার থাকে না।
স্বামী ও স্ত্রী'র একে অপরের প্রতি ভালোবাসা থাকলে দওক কোন ব্যাপার-ই না, আমি মনে করি । তাই সাহস করে লিখলাম।
গল্পটা আরও বড় করার দরকার ছিলো, ঠিকই বলেছেন । পরবর্তীতে অবশ্যই মনে রাখবো আপনার এই কথা।
সময় করে গল্পটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখেছেন সেজন্য আমি কৃতজ্ঞ।
পাশে থাকার জন্য ধন্যবাদ আপা।
১৫| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন, অনেক অনেক মুগ্ধতা।
১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭
মুক্তা নীল বলেছেন: আপনার কাছে গল্পটা সুন্দর লেগেছে এবং সেই সাথে মুগ্ধতা লাগাতে বেশ উৎসাহ পেলাম।
অনেক অনেক ধন্যবাদ ও প্লাসে অনুঅনুপ্রাণিত। আপনাকে আমার গল্পে পেয়ে ভালো লাগলো ।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মুক্তাআপু,
নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
পরিবারের সঙ্গে সুখে শান্তিতে কাটান কামনা করি ।
১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৪
মুক্তা নীল বলেছেন: দাদা,
আপনার দেয়া নববর্ষের শুভেচ্ছা আমি অন্তর থেকে গ্রহণ করলাম। আপনার মতো এতো সুন্দর করে মন্তব্য লিখতে পারি না, কিন্তু আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ।
দাদার জন্য মন থেকে দোয়া রইলো।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১০
মনিরা সুলতানা বলেছেন: সমাজ আর বাস্তবতা বড্ড কঠিন ;
অনেক অনাকাঙ্ক্ষিত কিছু আমাদের মেনে নিতে হয়।
চমৎকার লেখায় ভালোলাগা।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০৫
মুক্তা নীল বলেছেন: আপা,
অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে । শিক্ষিত আর অশিক্ষিত মানুষ-ই বলেন আমরা যে যার মতো নিজের চিন্তাধারা পোষণ করি । আমরা অনেক-ই আছি না পারি সমাজ ছাড়তে , না পারি সংসার ।
অনেক সিদ্ধান্তই পরিস্থিতি ও সময়ের উপর ছেড়ে দেই এবং দিতে বাধ্য হই। আবার এটাও জানি,অন্যায় করলে পাপের প্রায়শ্চিত্ত
ভোগ করতে হবে। অনেকটা নিরুপায় .......
আপনি এসে মন্তব্য করায় অনুপ্রেরণা আর প্লাসে কৃতজ্ঞতা প্রকাশ করছি । শুভ কামনা রইলো ।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা জানবেন। প্রতিভারা যে কোথায় লোকায় থাকে আপনাকে খোঁজে না পেলে এই কথার সার্থক হতোনা। আপনি অনেক ভালো লিখেন। আপনার লিখা পড়তে হলে খোঁজা ছাড়া উপায় নেই। আমাদের সামুর অবস্থাটা এমনি। কিন্তু আপনি প্রথম পাতায় সুযোগ পাচ্ছেননা বলে আমরা বার বার বঞ্চিত হয়েই যাচ্ছি। দোয়া করি আপনি যেনো প্রথম পেইজে সুযোগটা পেয়ে যান। সাথেই আছি। এই ছোট্ট গল্পটি বিশাল প্রাণে উদ্বেলিত করেছে আমাকে।
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৭
মুক্তা নীল বলেছেন: সুজন ভাই ,
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা
জানবেন ।আপনার মন্তব্য পেয়ে ভীষন ভাবে আনন্দিত হয়েছি। ভাই, প্রতিভা বলে লজ্জা দিয়েন না । আপনি গল্পটা পড়েছেন এতেই আমি অন্তর থেকে খুশী হলাম ।
কিছু কিছু ঘটনার উপর আমাদের কারও হাত থাকে না, অনেক-ই কোন -না ভাবে নিয়ন্ত্রিত। ভাল মন্দ,
সুফল কুফল তারপরও হয়তো ভোগ করতে হয় । আর জীবন টাকে মানিয়ে ও মেনে নিতে হয় ।
এই ছোট্র গল্পটি বিশাল প্রানে উদ্বেলিত করেছে আমাকে ---
এই কথায় অনেক অনুপ্রেরণা পেলাম। পাশে থেকে উৎসাহ দিবেন।
আর সামুতে জানি -না কবে প্রথম পাতায় লেখার সুযোগ পাবো।
ইনশাআল্লাহ , আশা রাখি।
ভালো থাকবেন আর ধন্যবাদ নিবেন।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন: একমাস হয়ে গেলো আপনি ব্লগে কিছুই লিখছেন না। এটা কি ঠিক বলেন?
২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫২
মুক্তা নীল বলেছেন:
হাবিব স্যার খোঁজ নিয়েছেন তাই আমার ভালো লেগেছে। একমাস হয়ে গেলো ব্লগে কিছুই লিখছি না,
আসলে-ই তা মোটেও ঠিক না লিখবো ভাই লিখবো খুব তাড়াতাড়ি । ভালো থাকবেন।
২০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা চমৎকার। ভালো লাগা জানবেন।
২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৯
মুক্তা নীল বলেছেন: সৌরভ ভাই
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গল্পকে চমৎকার বলায় অনুপ্রেরণা পেলাম। পাশে থাকবেন। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগা রইলো। শুভকামনা জানবেন।
২১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪২
মুক্তা নীল বলেছেন: জি ,এটা সত্যি কারের গল্প ।বাস্তব ঘটনা নয় ।দুঃখীত হবেন না।
ধন্যবাদ।
২২| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: যদিও সত্যিকারের গল্প বলেছেন তবুও এ ধরনের ঘটনাও এখন রেয়ার নয়। সবচেয়ে কষ্ট লাগে অনাগত শিশুটির জন্য। জন্মের আগেই নিষ্ঠুর পৃথিবীর ছোবল যাকে নিতে হলো
২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪
মুক্তা নীল বলেছেন: আশেপাশের বিচ্ছিন্ন ঘটনা গুলো যা ঘটে তা কিছু গল্পকেও হার মানায়। যেকোনো পরিস্থিতিতে ভ্রুণ নষ্ট করা এটা আমাদের কারো কাম্য নয়, তারপরও তো এটা হয়ে যায়। যা খুব কষ্টদায়ক।
আবারো আপনাকে ধন্যবাদ , মন্তব্যে ফিরে আসার জন্য ।
২৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
একেবারেই অসম্ভব নয় এমন বাস্তব। এবর্শন ঠিকঠাক না হলে অনেক ক্ষেত্রে এমন বিপত্তি ঘটতে পারে। আপনার গল্পে তেমনটাই।
পটভূমি যা, তাতে মনে হয় আর একটু গভীরতা আনা যেতো। খানিকটা ডালপালা ছড়ানো যেতো।
তবুও ছোট গল্প হিসেবে উৎরে গেছে। একটা মেসেজও আছে।
ভালো লাগলো।
অঃটঃ- ব্লগের নোটিফিকেশানের উল্টোপাল্টায় বাধ্য হয়ে ডাকপিয়নের ভূমিকায় নামতে হচ্ছে। আমার পোস্ট " কি দোষে"তে আপনার করা মন্তব্যের জবাব দেয়া হয়েছে । অবশ্য আমিও নোটিফিকেশান পাইনি। আমার অন্য পোস্টে আপনার মন্তব্য পড়েই জেনেছি । যেহেতু আপনার ব্লগঘরে আপনার সেই মন্তব্যটি নেই তাই সুবিধার্থে লিংকটি আবার দিচ্ছি - কি দোষে ! (কাহিনী কাব্য )
১৯ শে জুন, ২০১৯ রাত ১১:২৪
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
আপনার অপ্রত্যাশিত আগমনে আমার ব্লগবাড়ি মুখরিত। সমাজ ,সংসার ,পরিবেশ
ও পরিস্থিতির ওপর আমরা অনেকটাই নির্ভরশীল। এরপরে নিয়তি তো আছেই ।
তারপরও চাইবো না এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটুক কারো জীবনে। আপনার ভালো
লেগেছে গল্পটি এজন্য আমার মনটা ভরে গেল । এমন অনুপ্রেরণা পেলে আগামীতে
আরো ভালো করব ইনশাআল্লাহ ।
পাশে থেকে এমন সাজেশন দিলে অনেক উপকৃত ও কৃতজ্ঞ থাকবো ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির প্রতিশোধ বলে কথা!
প্রতিটি জীবন মূল্যবান এবং রক্ষনীয়, তা ভূমিষ্ঠ হোক কিংবা মাতৃজঠরস্থ থাকুক।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
প্রতিটি জীবন মূল্যবান এবং রক্ষনীয়, তা ভূমিষ্ঠ হোক কিংবা মাতৃজঠরস্থ থাকুক -- এই কথাগুলো যদি কিছু মানুষ নিজের জ্ঞান ও বিবেক অনুযায়ী বুঝতে পারতো তাহলে আজ এতো অন্যায় ভাবে ভ্রূণকে নষ্ট করে ফেলে দিতে পারত না। প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম।
ভাই ,আবারও বলছি আমার অসুস্থতার কারণে প্রতিমন্তব্য দিতে দেরি হলো। আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকুন, শুভকামনা সহ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৪৭
ল বলেছেন: পরিণাম এমনি হয় -- অসাধারণ পটভূমি নিয়ে সমাজ সচেতনতা মূলক লেখা।
আপনি আরো বেশি বেশি করে লিখুন -
ঠিক এইরকম একটি লেখা শুরু করেছিলাম কিন্ত আজও শেষ করা হয় নাই।
অসম্ভব সুন্দর ও শিক্ষনীয় পোস্টে ভালোলাগা।