নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তা নীল

মুক্তা নীল › বিস্তারিত পোস্টঃ

দীপ জ্বেলে রাখি ...

২৫ শে আগস্ট, ২০২১ রাত ৩:২৭




আজ প্রায় বছর দেড়েক এর বেশি সময় ধরেও করোনা নামক মহামারী সাথে আমরা পুরো বিশ্ববাসী পরিচিত । অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে এই করোনা । অনেক প্রিয় মানুষদের হারিয়েছি এবং সেইসাথে সেই স্বাভাবিকভাবে চলাফেরা ঘুরাঘুরি অনেক কিছুই ....
যদিও এখন অনেক মানুষই স্বাস্থ্যবিধি মেনে সব কিছুই হয়তো অনেকটা আগের মত চলাফেরা করছে কিন্তু ভেতরে আতঙ্কটা ঠিকই রয়ে গেছে । আর ভ্যাকসিন প্রয়োগ সঠিকভাবে আর মাস্ক এর উপরেই নির্ভরশীল হয়ে থাকতে হবে । যদিও এখন অধিকাংশ মানুষ আমাদের দেশে মাস্ক পড়েন না । মাঝে মাঝে মনে হলো এই করোনা আমাদেরকে কোথায় যেনো নিয়ে গেল ।
কেউবা এই দুর্বিষহ সময়ে অনেক কিছু পেয়েছে আবার কেউ অনেক কিছু হারিয়েছে,,,,,,,এই পাওয়া আর হারানোর সমিকরণে সময় চলে যায় ঠিকই কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় l

জীবনটা যেন হাসিখেলার রনাঙ্গন,,,,,,,সময়ের সাথে তাল মিলাতে কখনো সফল আবার কখনো পরাজিত,,,,,,,,কেউ হাসিমুখে দুঃখ চেপে রেখে এগিয়ে যায় সামনের পানে,,,,,আবার কেউ অসুখি দাবানলে পুড়ে নিজেকে করে ছাঁই,,,,,,,,
আমার মতে যা হবার হবে,,,,,,,DO OR DIE. হারানোর কিছুই নেই আসলে প্রতি মুহূর্তে যা চলে যাচ্ছে অবশ্যই ওটা আমাদের জন্য উত্তম ছিল না তার থেকেও ভালো কিছু আসবেই
জীবনযুদ্ধে হার না মেনে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে ,জীবনে চলার পথে বাঁধা আসবেই,,,,,,সেই বাধাঁকে অতিক্রম করে যে কোন পরিস্হিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার মাঝেই বীরত্ব ,,,,,

ছবি - নিজে তুলেছি

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই করোনার মধ্যও কেঊ কেউ ব্যবসা বানিজ্য করে
আখের গুছায়ে নিচ্ছে তাদের জন্য কি বাণী প্রযোজ্য ???

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৫

মুক্তা নীল বলেছেন:
যাদের সর্বক্ষেত্রেই ব্যাবসায়িক মন-মানসিকতা তাদের ক্ষেত্রে কোন নীতি নৈতিকতার বাণী প্রযোজ্য নয় ।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্যের জন্য ।

২| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,




আমরা আছি যেন এক পৃথিবীর কারাগারে।
এমন একটি অমানিশা কালের কথাই লিখেছেন। তমশাচ্ছন্ন চারদিক তবুও অন্ধকারের ওপাড়ে আপনার ইচ্ছেমতো আলো ফোটানোর কাজটি করে যেতেই হবে..............

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
তবু আশাবাদী আশা ছাড়িনি এখনো আমরা । এই দৃশ্যমান কারাগার করোনার কারণে ফোকাসে কিন্তু কিছু অদৃশ্য এমন কারাগার আছে যেখানে স্বেচ্ছায় বা পরিস্থিতির কারণে অনেকেই কারাবন্দি ।
চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

৩| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: এক বিষণ্ণ সময়ে, অচেনা ঘাতকের আক্রমণের সম্ভাবনার বিরুদ্ধে যথাসম্ভব সতর্কতার সাথে পথ এগোচ্ছি আমরা। এরই মধ্যে আমাদের কেউ কেউ বহু প্রিয়জনকে হারিয়েছি। তবুও পথ চলছি বিষণ্ণ পথের যাত্রী আমরা, সামনে আসছে শুভদিন, এই আশায়! আপনার পোস্ট সে আশায় আলো জ্বালিয়েছে।

পোস্টে ভাল লাগা + +।

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪২

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
গত বছর করোনাকালীন সময়ে করোনাতে আমার এক নিকট আত্মীয় মারা গেলেন এবং সেখান
যেতে না পারায় নিজেকে কেমন যেনো স্বার্থপর আর বিবেকহীন মনে হয়েছিল । কিন্তু এখন আর নিজেকে এতটা গুটিয়ে না রেখে সতর্কতার সাথে মোটামুটি সব কিছুতেই যাচ্ছি ।
ভয় অনেকটা কেটে গেলেও আতঙ্ক কিন্তু ঠিকই কাটেনি ।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

৪| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন:




পোস্টে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।

শেষের দুটি লাইনে যথার্থ বলেছেন।
শুভকামনা রইলো।

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৫

মুক্তা নীল বলেছেন:

জী ইসিয়াক ভাই শেষের কথাগুলো
জীবনের যেকোনো ক্ষেত্রেই প্রযোজ্য। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে এবং ধন্যবাদ ।

৫| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামনে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আশা নিয়ে বাঁচতে হবে।

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৩

মুক্তা নীল বলেছেন:
আশা-জাগানিয়া মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
জীবন বাঁচে আশায়
মানুষ বাঁচে ভালোবাসায় ...

৬| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে। সহসা করোনা বিদায় নিচ্ছেনা, তাই করোনার সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হবে।

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মুক্তা নীল বলেছেন:
মাইদুল ভাই,
অত্যন্ত দুঃখিত প্রতিমন্তব্য দেরিতে করার জন্য । আসলেই তখন কিন্তু এমনই মনে হতো । ছবিটা আমি নিজে তুলেছিলাম তাই
দিলাম । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

৭| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর প্রিয় বোনকে ব্লগে দেখে খুশি হয়েছি।

অতিমারি আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা অনেকেই আক্রান্ত হয়েছি। কঠিন দুঃসময় পার করেছি। অনেকেরই প্রিয় জন হারানোর ব্যাথায় ব্যাথাতুর। তবুও তার মধ্যে দিয়ে আমাদের পথ করে নিতে হবে। আমাদের যেন সেই অদম্য মনোবল গড়ে ওঠে। পোস্টে ভালোলাগা রইলো।

নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট বোনকে।‌

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
অত্যন্ত দুঃখিত প্রতিমন্তব্য দেরিতে করার জন্য । কি যে একটা দুঃসহ সময় পার করার পর আজ আমরা এই অবস্থানে আছি । এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি । যাই হোক শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি ।

৮| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না আর আপু

বাচ্চারা মোবাইল খেলতে খেলতে পাগল হয়ে যাচ্ছে

আল্লাহ আমাদের সুসময় ফিরিয়ে দিন

আপনাকে অনেকদিন পর দেখছি
ভালো লাগছে।

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
অত্যন্ত দুঃখিত প্রতিমন্তব্য দেরিতে করার জন্য । আপা শুধু বাচ্চারা কেন আমরা তো অনেক গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলাম । আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছি আমরা।

৯| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ভালো বলেছেন

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি করোনা আমাদের জীবনের চলার পথকে উলোটপালোট করে দিয়েছে, অনেক শুভকামনা

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মুক্তা নীল বলেছেন:
হ্যাঁ তারেক ভাই আমরা মনে হলো সবাই নতুন করে জীবন পেলাম । অনেকদিন পরে তারেক ভাইকে পেয়ে খুব ভালো লাগলো ।

১১| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৫:১৭

ঢুকিচেপা বলেছেন: এই করোনায় অনেকেরই আপনজনকে হারাতে হয়েছে।
এখন ভাবতে অবাক লাগে, কী দিন পার করে এসেছি এবং এখনো আমরা জীবিত।
বর্তমানে মাস্ক আর কেউ পড়ছে না, আমিও না।

ছবিটা প্রথম দেখে ভেবেছি পাহাড়পুর, পরে মনে হলো এমন গোল গেট ওখানে নেই।

এই কথাটা খুব সুন্দর বলেছেন “জীবনযুদ্ধে হার না মেনে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে ,জীবনে চলার পথে বাঁধা আসবেই,,,,,,সেই বাধাঁকে অতিক্রম করে যে কোন পরিস্হিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার মাঝেই বীরত্ব”

নতুন পোস্ট দিয়েন তাড়াতাড়ি।

০৪ ঠা মে, ২০২২ রাত ১০:২৬

মুক্তা নীল বলেছেন:
হায় হায় কি সৌভাগ্য আমার হঠাৎ আপনাকে আমার এই পোস্ট এ পেলাম । নিকটাত্মীয় কে হারিয়েছি এই করোনায় এবং খারাপ লেগেছিল শেষ দেখাটা দেখতে পারিনি আমার প্রিয় মেঝ মামাকে । করোনা আমাদের অনেক কিছু দেখিয়ে দিলো ।
নতুন পোস্ট শীঘ্রই দেবো ।
ধন্যবাদ ।

১২| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:০৩

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম আপু । তাকাব্বালাল্ল্াহু মিন্না ওয়া মিনকুম । ঈদ মোবারক ।

০৪ ঠা মে, ২০২২ রাত ৯:১৩

মুক্তা নীল বলেছেন:
আরোগ্য
ওয়ালাইকুম আসসালাম ।
কতদিন পরে দেখা পেলাম কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারব না এবং সব সময় মনে হয় আপনার কথা । গতকাল আমি যখন বিজন দার পোস্টে মন্তব্য করি তখনো এই আরোগ্য নামটি দেখে খুব মনে হচ্ছিলো । ব্লগে কি আর ফিরবেননা ? আরোগ্য , আমি বুঝি না মাঝেমধ্যে ব্লগে আসলে কি হয় ? প্রিয় মুখগুলো দেখলে অনেক ভালো লাগে ।
পরিবারের সকলকে জানাই ঈদ মোবারক এবং সব সময় ভালো থাকো এই দোয়া করি।

১৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: করোনায় অনেক কিছুই বদলে গেছে।

করোনা যেন এক নীরব ঘাতক এখন। বদলে যাওয়া অভ্যাস আলসেমী জীবনবোধ সব নিয়েই সকল সমস্যা কাটিয়ে উঠতে হবে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১০:১৬

মুক্তা নীল বলেছেন:
শায়মা আপু,
খুব খুশি হ'লাম তোমাকে পেয়ে ...
ভাবতে অবাক লাগে কি একটা দিন পার করেছি আমরা তাই না ?
শায়মা আপু তুমি খুব মজার এবং হাসিখুশি টাইপের মানুষ । জুনাপুর পোস্টে আমার প্রতি মন্তব্য পড়তে গিয়ে তোমার সাজুগুজুর ছবি দেখে খুবই ভালো লাগছে । পুরো ছবি দেখতে চাই কিন্তু ।

১৪| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:




নীলাপু এতদিন পর !
কোথায় ছিলো, কেমন ছিলো ।



০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

মুক্তা নীল বলেছেন:
এইতো আছি ভালো আপু তুমি কেমন আছো ? এতো আন্তরিকভাবে তুমি আমাকে জিজ্ঞেস করায় অনেক ভালো লাগলো । এটাকেই মনে হয় মনের টান বলে তাই না ?

১৫| ০৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দুর্যোগ গুলো আসে আমাদেরকে পরিশুদ্ধি প্রদানের নিমিত্ত হিসেবে। অনেক প্রিয় মানুষ হারানোর পর আমরা বুঝেছি 'সুন্দরও পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে'। করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে দারিদ্রের নির্মমতা কিভাবে ওভারকাম করতে হয়।
ভালো থাকুন।

১৬| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

হাবিব বলেছেন: ছবির লোকেশন জানতে চাই

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৬

মুক্তা নীল বলেছেন:
Tea Villa Resort এবং এটা শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মাঝামাঝিতে অবস্থিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.