নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তা নীল

মুক্তা নীল › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইনব্লগে আমার পাঁচ বছরের গপ্পো

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৫




রাতের বাসে করে ঢাকা ফিরছি। অনেকেই ঘুমে আবার অনেকেই মোবাইল ফোনে ভিডিও ফেসবুক ইত্যাদি দেখছেন, আমি কি মনে করে আমার মোবাইল ফোনে ইন্টারনেট সার্চ করে করে সামহোয়্যরইনব্লগ পেয়ে গেলাম। রাতে কিছু পোস্ট পড়ে কখন ঘুমায়ে পড়ছি মনে নাই। ঢাকা এসে পরের দিনই ব্লগে রেজিস্টার করার চেষ্টা করলাম, প্রথম চেষ্টাতেই সফল হলাম। লেখালেখির যাত্রা শুরু। এখন আমার লেখা আর প্রথম পাতায় আসে না। আমিও সেফ না। তিনদিন সময় লাগবে সেফ হতে আমার তিনদিন সময় আর শেষ হয় না। কিভাবে লেখলে সেফ হওয়া যায় তাও জানিনা। কি লেখলে সেফ হওয়া যায় তাও বুঝিনা, মন্তব্য করি নানা পোস্টে উত্তরও পাই। ভালোই লাগে। বেশ কয়েকজন ব্লগারের চেষ্টায় অবশেষে প্রায় নয় মাস পর আমার তিনদিন সময় শেষ হল, আমিও সেফ হলাম। হু হু - - -

সামহোয়্যারইব্লগের সাথে সংযুক্ত হতে পেরে যতটা ভালোলাগা অনুভব করেছিলাম প্রথম দিকে তারচেয়েও অনেক বেশি ভালোলাগা অনুভব করছি আজ এই পাঁচ বছরে । ব্লগে আমার পাঁচ বছর হল।

একটা পোস্ট দিয়ে অপেক্ষায় থাকতাম কে কি মন্তব্য করেন। কতটা আপন মনে করে কিছু পোস্ট আছে আমাকে উৎসর্গ করা এবং কারো কারো প্রিয় এই আমি। ব্লগে ধর্ম নিয়ে বিদ্বেষ আর নানা পোস্টে কলহ বিবাদ বিষয়টি বাদ দিলে সামহোয়্যারইনব্লগ আমার কাছে বেশ ভালো লাগে। সেজন্য আবারও সামহোয়্যারইনব্লগ টিম এবং সকল ব্লগারের কাছে কৃতজ্ঞ। অকৃত্রিম বন্ধুত্ব দিয়ে যারা সামহোয়্যারইনব্লগে আছেন তাঁদের সবার জন্য শুভকামনা ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার ব্লগ-বিচরণ এবং সময়ের ফাঁকে ফাঁকে এ ব্লগযাত্রা অব্যাহত থাক এবং নিরন্তর আনন্দময় হোক! আপনার পোস্টগুলোতে আপনি ইতোমধ্যে স্বকীয়তার স্বাক্ষর রাখতে পেরেছেন। নিয়মিতভাবে না পারলেও, মাঝে মাঝে ব্লগে এসে আপনার নিজস্ব ভাবনা ও অনুভূতিগুলো শেয়ার করে যাবেন। ৫ বছরে ১৯টি পোস্ট ব্লগে আপনার যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠা পাবার জন্য যথেষ্ট নয়, তবে এই ৫ বছরে আপনি যতগুলো মন্তব্য পেয়েছেন, মন্তব্য করেছেন তার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। এটা আপনার সক্রিয়তা, উদারতা ও ব্লগারদের প্রতি সৌহার্দের পরিচয় বহন করে।

এই ব্লগে আপনার পাঁচ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।

১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১৫

মুক্তা নীল বলেছেন:
আপনার এতো সুন্দর চমৎকার মন্তব্যের জন্য শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই ব্লগে আমি এখন একদম অনিয়মিত হয়ে গেছি কিন্তু তারপরও একটা মায়া আমার থেকেই যাবে । আমি একটা বিষয় খেয়াল করেছি , যখন নিয়মিত ছিলাম কারো পোস্টে মন্তব্য করলে আপনি আমাকে সেখানেও উৎসাহিত করতেন এবং আজও আমাকে আবার সেই অনুপ্রেরণা জুগিয়েছেন ।
সব সময় ভালো থাকুন , আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার মতো গুণী ব্লগারদের সান্নিধ্য থেকে অনেক কিছুই শিখতে পেরেছি।
আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইলো ।

২| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩২

আরোগ্য বলেছেন: ১ম মন্তব্য করার ইচ্ছে ছিলো বাট ২য় হলাম। আসছি....

১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১৬

মুক্তা নীল বলেছেন:
আহা !! আমার অনেক ভালোলাগার ও পছন্দের প্রিয় একজন মানুষ আরোগ্য

৩| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৪

আরোগ্য বলেছেন: উফ মুক্তাআপু কি মনে করিয়ে দিলেন। পুরাই নস্টালজিক পোস্ট B-)। ব্লগের সেই সময়টা পুরো সোনালী শৈশবের মত লাগে আমার কাছে। আমার এখনো সেই দিনগুলো পরিস্কার মনে আছে। আপনি কিন্তু অল্প স্বল্প পোস্ট করতেন কিন্তু প্রথম থেকেই আপনি চমৎকার লিখেন। খুব মিস করি ২০১৯ এর সমসাময়িক ব্লগারদের :( । মনে আছে আপু আমরা যে মরীচিকা সিরিজে পরের পর্বের জন্য তাগাদা করতাম? আবার একের পোস্টে অন্যরা যেয়ে খোঁজ খবর নিতাম। আপনিও কী প্রশ্নফাঁস জেনারেশনের তকমা পেয়েছিলেন?

খুব অভিনন্দন জানাই আপু। ব্লগে আপনার যাত্রা আরো সুন্দর, সহজ ও মধুময় হোক। !:#P

১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১৯

মুক্তা নীল বলেছেন:
তোমার মন্তব্য আমাকে সত্যিই সেই সোনালী যুগেই নিয়ে গেল ...
সেই দিনগুলো আমি কিভাবে ভুলবো ? আজ লজ্জা দিওনা আমি কই চমৎকার লিখতাম আমি মন্তব্যই বেশি করতাম তবে চেষ্টা করতাম একটু গঠনমূলক মন্তব্য করার । আমার লিখার চেয়ে পড়তেই বেশি ভালো লাগতো ।
মরীচিকা সিরিজ এর কথা আমার সবই মনে আছে ‌। আমরা দাদাকে ভালোই প্রেশার দিতাম যাতে সিরিজটা তাড়াতাড়ি দেন ।
হা হা হা প্রশ্নফাঁস জেনারেশনের তকমা আমিও পেয়েছিলাম ।
তোমার আন্তরিক মন্তব্য এবং সব সময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা ।
অনেক শুভকামনা রইলো এবং সবাইকে নিয়ে সবসময় ভালো থেকো ।

৪| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:০১

আরোগ্য বলেছেন: স্যরি ২০১৮* হবে।

১১ ই জুলাই, ২০২৩ রাত ১:২৩

মুক্তা নীল বলেছেন:
১৮ ও ১৯ দুটাই তো মনে হচ্ছে , তবে তোমারটাই সঠিক হবে ।

৫| ১১ ই জুলাই, ২০২৩ রাত ২:০৮

আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,




একবার যার গায়ে সামুর বাতাস লেগেছে , জানবেন; তাকে জ্বীন-পরীতে পেয়েছে। কোনও ওঝা নেই যে, সেই জ্বীন-পরীর আছর সারাতে পারে। ঐ যে রাতের বাসে করে ফিরছেন, সেই রাত্তিরেই পাগলা বাতাসে জ্বীন আপনাকে পেয়ে বসেছিলো। (অনেক আগে আমাকেও পরীতে পেয়ে বসেছিলো।)
তাই অনিয়মিত হলেও সামুর ঘাড়ে চড়ে বসতেই হয়েছে আপনাকেও । তা ও আবার এই রাত্তিরে ;)

ফুঃহ....... মাত্র পাঁচ (৫) বছর ? পঞ্চাশ (৫০) বছর হলে তবেই না :#) আওয়াজ দেবেন!!!!! পুরোনো চাল যেমন ভাতে বাড়ে তেমনি পুরোনো জ্বীনের আছর হলে কদর বাড়ে। :P

পাঁচ বছরপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন। ব্লগের পথে আপনার চলা যেন আরো দীর্ঘকাল প্রলম্বিত হয় ভালোলাগার সাথে, আনন্দের সাথে।

১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৮

মুক্তা নীল বলেছেন:
আপনি সঠিক ধরেছেন । সামু আমাদের এমন ভাবে বশীকরণ করেছে এর থেকে আর মুক্তি নেই আর মুক্তি পেতে চাইও না । তবে আমাকে মনে হয় দুষ্ট জীনে লাগাল পেয়েছে । মাঝে মাঝে নিজেরই খারাপ লাগে সামতে আগের মত আর একটি থাকতে না পারার জন্য ।
আপনার ফু আমার জন্য দারুন সৌভাগ্যের তাই আমি মাথা পেতে নিলাম ‌। আসলেই ব্লগ থেকে আপনাদের মত মানুষের কাছে অনেক কিছুই পেয়েছি ও শিখেছি । যতদিন বেঁচে থাকি ততদিন এই জিনের আছর আমাদের লেগেই থাকবে এবং থাকুক ।
আপনার চমৎকার মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা এবং সব সময় আপনিও ভালো থাকুন এই শুভ কামনা করি ।

৬| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অভিনন্দন।





ভালো থাকুন নিরন্তর।

১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০

মুক্তা নীল বলেছেন:
আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ।
আপনিও সব সময় ভালো থাকুন এই শুভকামনা করি ।

৭| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেছে

১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৬

মুক্তা নীল বলেছেন:
ভালোলাগার মানুষদের দেখলে মন ভালো হয় এটা সত্যি যেমন আপনাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছে। ছবি আপা আমার খুব প্রিয় একজন মানুষ । আপনি আমাকে নিয়ে সুন্দর একটি লেখা উৎসর্গ করেছিলেন এবং সেই লেখাটা এখনো আমার মনে গেঁথে আছে । ভালো থাকুন এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।

৮| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩০

নতুন নকিব বলেছেন:



শুভকামনা আপনার জন্য।

১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৮

মুক্তা নীল বলেছেন:
অনেকদিন পর আপনার দেখা পেলাম ।
আপনার জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ ।

৯| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: সামুর সাথে যাত্রা আরো লম্বা হোক, ৫ বছর ৫০ বছরে পরিনত হোক। এই কামনা করি ।
অভিনন্দন ।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৮

মুক্তা নীল বলেছেন:
হা হা হা ৫০ বছর ! আপনার দোয়া আল্লাহ কবুল করুক।
মন্তব্য করার জন্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা ।

১০| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫১

কাছের-মানুষ বলেছেন: পাচ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে। সামুর সাথে যাত্রা আরো নিয়মিত এবং দ্বীর্ঘ হোক।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৪

মুক্তা নীল বলেছেন:
আপনাদের মত মানুষের অনুপ্রেরণায় মনকে অনেক আনন্দিত করে । খুব ভালো লাগলো আপনাকে এই পোস্টে পেয়ে । অনেক ধন্যবাদ এবং শুভকামনা ।

১১| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

বককত বলেছেন:
NOTON NOTON NATOK DEKTE VISIT KORON AMAR CHANNEL link :https://youtu.be/vnN7h47I4uY


MEHAJABIN,natok,mehazabien chowdhury natok 2023,
mehazabien chowdhury natok 2022,
mehazabien chowdhury natok new,

১২| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৬

রানার ব্লগ বলেছেন: আরে বাহ এই পাঁচ বছরে আমি আপনাকে আমার ব্লগে কেনো পাই নাই বুঝলাম না । আমার তো বারো হয়ে গেলো । মনে হয় আপনি আমার ব্লগে কখনোই পদার্পন করেন নাই । আপনাকে শুভেচ্ছা । একদিন আসবেন আমার ব্লগে ।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৬

মুক্তা নীল বলেছেন:
এটাতো আমারও খুব খারাপ লাগছে আপনার পোস্টে কখনো যাই নাই বলে । করোনা কালীন সময়ে আপনি কি আপনার আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে কোন পোস্ট দিয়েছিলেন ? সেখানে কি কোন মন্তব্য করেছিলাম কি-না মনে পড়ছে না । যাই হোক অবশ্যই আপনার ব্লগ বাড়ি ঘুরে আসবো ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা ।

১৩| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: মুক্তা নীল , আজই আপনাকে প্রথম পেলাম ব্লগে । আপনি সম্পূর্ণ অপরিচিত আমার কাছে । যাহোক ভাল লাগলো আপনাকে দেখে ।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩২

মুক্তা নীল বলেছেন:
আপনারই মন্তব্য দেখে ভালো লাগলো তার চেয়েও বেশি ভালো লাগলো নিচের কথাগুলো পড়ে ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

১৪| ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: আপনার পুরাতন পেজে ঘুরে ফিরে দেখলাম মাত্র একবার আপনি আমার সুলতান্স ডাইনে মন্তব্য করেছেন । আপনাকে দেখিনি একথা ভুল লিখেছি , দুঃখিত ।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৪

মুক্তা নীল বলেছেন:
এখানে দুঃখিত হওয়ার কিছুই নেই । বরং এমন আন্তরিক মন্তব্য পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ ।

আমড়ার স্যুপ , শিক্ষা এক অমূল্য সম্পদ , কনটেইনারের ঘরবাড়ি , আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে এই পোস্টগুলোতে মনে হয় ভাইজান তাহলে আমার জীনে মন্তব্য করেছে হা হা হা

১৫| ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ৫ বছরে এই প্রথম (আপনাকে দেখলাম ও ঘুরে আসলাম আপনার বাড়ী থেকে - আপনার অবর্তমানে), তারপরও পাচ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে।

৫ বছরের খরা কাটিয়ে নতুন করে জোরসে চলুন সামুর সাথে ও আমাদের মাঝে (আরও বেশী বেশী লেখা চাই)

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫০

মুক্তা নীল বলেছেন:
আপনি তো ভাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমার অবর্তমানে খোঁজ করেছেন সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ । এখন তো আমি প্রায়ই অনুপস্থিত কিন্তু সব সময় মনে হয় আপনাদের কথা । ভালো থাকুন এবং অনেক ধন্যবাদ ।

১৬| ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ৫ বছর অনেক লম্বা সময়।
আপনাকে অভিনন্দন।

১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১

মুক্তা নীল বলেছেন:
অনেক ভালো লাগলো রাজীব ভাই আপনার মন্তব্য পেয়ে ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০২

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে। লিখুন আর মন্তব্য করুন নিয়মিত।

১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

মুক্তা নীল বলেছেন:
আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা , আপনার অভিনন্দন পেয়ে আমি ভীষণ আনন্দিত ।
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ।

১৮| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সাথে আগে কখনো পরিচিত হয়েছিলাম কিনা মনে করতে পারছিনা। দির্ঘ পাচ বছরে আপনার কোন পোস্টে মন্তব্য করেছিলাম কিনা তাও মনে নাই। বিষয়টি আমার জন্য লজ্জার।

যাক পঞ্চবর্ষপুর্তির শুভেচ্ছা নিন।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:২৬

মুক্তা নীল বলেছেন:
এত সুন্দর আন্তরিক একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে । হ্যাঁ ভাই আপনি আমার পোস্টে মন্তব্য করেছিলেন এবং সেটা ছিল সেফ হওয়ার পরে । গঠনমূলক ও চমৎকার একটি মন্তব্য করেছিলেন আমার এটা মনে আছে । এইভাবে বলে আপনি আমাকে লজ্জা দিয়েন না ।
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ।

১৯| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: :) আমি বিশ্বাস করেছি। আমি 'অপারেশন সুন্দরবনের' রিভিউতে আপনার প্রথম কোন পোস্টে মন্তব্য করেছিলাম।
নিয়মিত ব্লগের সঙ্গে জুড়ে না থাকলে- মানুষতো ভুলেই যায়।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৩৪

মুক্তা নীল বলেছেন:
আবারো এসেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আপনার মেধা খাটানো পোস্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে । কিন্তু আমার ভুল হয়ে গেছে কি করে যে অনেকর গুরুত্বপূর্ণ পোস্টে মন্তব্য করা হয় নাই ।
এখন থেকে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করবো।
আপনাকে আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

২০| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: বছর পূর্তিতে শুভ কামনা জানাই। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৩৯

মুক্তা নীল বলেছেন:
আপনার শুভেচ্ছা বার্তা পেয়ে ভীষণ খুশি হলাম । আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালো থাকুন সবসময় , ধন্যবাদ ।

২১| ১২ ই জুলাই, ২০২৩ ভোর ৪:২৬

মিরোরডডল বলেছেন:

অভিনন্দন নীলাপু!

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৪৪

মুক্তা নীল বলেছেন:
অনেকদিন পরে তোমার দেখা পেলাম। তোমার দেখা পেয়ে খুব ভালো লাগলো । অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমার জন্য ।

২২| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫

জুন বলেছেন: পাচ বছর পুর্তির অভিনন্দন মুক্তোনীল। আপনি যে একজন অসাধারণ মন্তব্যকারী তার পরিচয় আমার ব্লগে প্রচুর পরিমানেই আছে। অনেকদিন ব্লগে দেখি না আমিও অবশ্য নিয়মিত নই।
আরও অনেক বছর সুখে- দুখে, রাগ- বিরাগে এই ব্লগে থাকুন এই প্রত্যাশা রইলো :)

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৫০

মুক্তা নীল বলেছেন:
জুন আপাকে অনেকদিন পর
আমার পোস্টে পেয়ে খুব ভালো লাগছে । আপনার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছি এটা আমার মনে থাকবে । আমরা সবাই ছিলাম আছি এবং থাকবো। ব্লগটা আবার জমজমাট হয়ে উঠুক
সকলের চেষ্টায় । উফ আপু এইভাবে বইলেন না অসাধারণ মন্তব্যকারী লজ্জা লাগে তো ।
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ।

২৩| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: মাত্র পাঁচ বছর!!!

আমি তো ১৫ হতে চললাম! পুরাই ব্লগ বুড়িআম্মা......

যাইহোক অনেক ভালোবাসা আপুনি! সব সময় সৌহার্দ্য সম্প্রীতি ও সবার সাথে সদ্বভাব বজিয়ে চলতে পারার জন্য।

অনেক অনেক ভালোবাসা।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৬

মুক্তা নীল বলেছেন:
শায়মা আপু , তোমার এই মন্তব্য দেখে খুব ভালো লাগছে । অনেক ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে এটা আমার জন্য অনেক বড় কিছু পাওয়া । তুমি হচ্ছো এভারগ্রীন এবং সর্বগুণে গুণান্বিতা একজন নারী ।
তাই তুমি কখনোই বুড়ি হবা না ।
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু ।

২৪| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৭

করুণাধারা বলেছেন: পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন...

আগামী দিনের জন্য শুভকামনা।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ২:০২

মুক্তা নীল বলেছেন:
আপা আপনার উপস্থিতি আমার মনকে অনেক আনন্দিত করলো । সব সময় ভালো থাকুন এটাই কামনা করি । ধন্যবাদ সব কৃতজ্ঞতা জানবেন ।

২৫| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: পাঁচ বছর পুর্তিতে অভিনন্দন। আপনার মূল্যবান মন্তব্য সবসময় লেখার উৎসাহ জাগায়।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭

মুক্তা নীল বলেছেন:
যেকোনো পোস্ট পড়ে মন্তব্য করতে ভালই লাগতো আমার কিন্তু এখন অনিয়মিত হওয়ার কারণে সেটা আর হয় না । খুব মিস করি সেই দিনগুলোকে ।
আপনার কাছ থেকেও আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি আমার মনে আছে ।

২৬| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৩৯

সোহানী বলেছেন: ৫ বছর পূর্তিতে অভিনন্দন। ৫ এ সাথে আরো সংখ্যা যোগ হোক এ কামনায়।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩

মুক্তা নীল বলেছেন:
আপু আল্লাহ আপনার দোয়া কবুল করুন । আপনার শুভেচ্ছা বার্তা পেয়ে অনেক খুশি হলাম। আপনিও অনেকদিন বেঁচে থাকুন এই কামনায় ।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম মুক্তাআপু,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিন্তু ভুলিনি আজকের দিনটি, যেহেতু এখন শরীয়ত যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করি তাই অনেক বিষয়ই এখন এড়িয়ে যাই। আপনার পোস্টে আসার উদ্দেশ্য হল আপনাকে খুশি করা। আমরা চাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রিয় মানুষগুলো স্মরণ করুক এতে মনে আনন্দ লাগে।

আল্লাহর কাছে দোআ করি, আপনি সর্বদা সুস্থ ও ভালো থাকেন। আমি কঠিন পরীক্ষায় আছি, বিশেষ দোয়া চাই।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

মুক্তা নীল বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম ।
বাহ্ আমি খুব অবাক হলাম তুমি কিভাবে জানলে আমার জন্মদিনের কথা । যাইহোক তোমার কাছ থেকে শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো ও ভীষণ খুশি হলাম ।
সব সময় ভালো থেকো এই দোয়া করি । এবার অনেকদিন পর এলাম। তাই উত্তর দিতে দেরি হলো । ভালো থেকো ।

২৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

আরোগ্য বলেছেন: আপু আরেকটু থাকুন, ইচ্ছে হচ্ছে একটা পোস্ট দেই।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

মিরোরডডল বলেছেন:




আমাদের নীলাপু এত সুইট!!!
প্রোফাইল পিক দেখেতো আমি মুগ্ধ........

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

মুক্তা নীল বলেছেন:

আপুণি শোনো তোমার চোখ সুন্দর সেজন্য আমিও সুন্দর ...

৩০| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: পাঁচ বছর পূর্তির অভিনন্দন শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

মুক্তা নীল বলেছেন:
অনেক খুশি হলাম এবং আপনাকে ধন্যবাদ ।

৩১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:
আপুণি শোনো তোমার চোখ সুন্দর সেজন্য আমিও সুন্দর ...


এটা তোমার বিনয়।
তুমি সত্যি অনেক কিউট, একদম একটা পুতুলের মতো।
সবুজ হলুদ শাড়িতে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে!

মনে রেখো, বলার জন্য আমি কখনোই বলি না, unless I mean it.
ভালো থেকো নীলাপু।



১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮

মুক্তা নীল বলেছেন:
শোনো সেদিন একটা হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম এবং ইচ্ছামত সেজেছি , এবার বুঝলে? তুমি আমাকে আর লজ্জা দিও না তো ।
তুমি অনেক ভালো থেকো আর তোমার জন্য অনেক ভালোবাসা।

৩২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: হায় হায় এ আমি কি করলাম বোনের পাঁচ বছর পূর্ণ হলো অথচ আমি খোঁজ নিলাম না। লজ্জায় মুখ দেখাবো কেমনে।
যাইহোক পাঁচ বছরের দীর্ঘ মাইলফলক স্পর্শ করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বোনকে। আগামীতে এইভাবেই বয়ে যাক আনন্দধারা।
নিরন্তর শুভেচ্ছা বোনকে।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: প্রায় নয় মাস হয়ে গেল, আপনার নতুন কোন লেখা নেই। মন্তব্যেও অনিয়মিত।
আশাকরি ভালো আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.