![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম.বি.বি.এস. এবং ডিপ্লোমা চিকিৎসক
--------------------------------------------
--------------------------------------------
ছোট বেলায় আমাদের কম -বেশি সবাই এইম এন লাইফ রচনায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা লিখি । কিন্ত বাস্তবের কষাঘাতে তা আর সবার পক্ষে হয়ে উঠে না । জেনারেল এডুকেশনে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দুএকজন সরকারি চাকরি নামক সোনার হরিণের দেখা পাই আর বাকিরা কোন কোম্পানির ঘানি টানতে টানতেই জিবনটা শেষ করে ফেলি । যাক, যাদের ছেলে-মেযেকে এম.বি.বি.এস করাতে চেয়েও তা কোন কারনবশত: করাতে পারেননি তারা আপনাদের ছেলে-মেয়েকে (যদি ইচ্ছা করেন) খুব সহজেই ডিপ্লোমা চিকিৎসক বানাতে পারেন ।
মিরপুর এলাকায় আমার পরিচিত এক প্রতিষ্ঠানে আমার ছোট ভাই জড়িত আছেন ।আপনারা আপনাদের ছেলে-মেয়েকে ম্যাটস কোর্সে ভর্তি করাতে পারেন । মোবাইল ০১৮৬৩-৬৮০৫৭৭
২| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪
মুক্তারবেষ্ট বলেছেন: "এখন বলি প্রাইভেট পলিটেকনিক ও মেডিকেল এসিস্টেন্ট স্কুল (ম্যাটস) এর ব্যাপারে। এদের বেশিরভাগেরই শিক্ষার মান খুবই খারাপ।বেশীর ভাগের কোন ল্যাবই নাই। এরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তি করায়। এসএসসি তে এদের অনেকে বিজ্ঞান বিভাগে থাকে না। আবার এরা এসব প্রতিষ্ঠান থেকে বের হয়ে নিজেদের ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। এদের শিক্ষা খরচও কম না।এখন বলি প্রাইভেট পলিটেকনিক ও মেডিকেল এসিস্টেন্ট স্কুল (ম্যাটস) এর ব্যাপারে। এদের বেশিরভাগেরই শিক্ষার মান খুবই খারাপ।বেশীর ভাগের কোন ল্যাবই নাই। এরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তি করায়। এসএসসি তে এদের অনেকে বিজ্ঞান বিভাগে থাকে না। আবার এরা এসব প্রতিষ্ঠান থেকে বের হয়ে নিজেদের ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। এদের শিক্ষা খরচও কম না।"
-------------------------
প্রিয় "ভাললাগে না " ভাই, আপনার উপরোক্ত বক্তব্যের উত্তরে লিখছি - আপনি নেট এ একটু ব্রাউজ করে দেখেন সারা বাংলাদেশে ১৯৬ টি ছোট -বড় ম্যাটস প্রতিষ্ঠা্ন আছে । আমি যে" ট্রমা ম্যাটস " এর কথা বলেছি তার কার্যক্রমের সাথে অন্য কোন প্রতিষ্ঠানের কতটা মিল আছে । আমরা এ কথা গর্ব করে বলতে পারি আপনার উপরোক্ত বক্তব্য আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে প্রমানে ব্যর্থ হবেন । ল্যাব এর কার্যক্রম দেখে যাওয়ার অনুরোধ রইল । আমাদের বিভিন্ন আউটডোর প্রোগ্রামের সকল ভিডিও আপনি সারাদিন ভরে দেখেও মনে হয় শেষ করতে পারবেন না । আর রেজাল্ট বা প্র্যাকটিক্যাল ক্লাশের কথা না হয় বাদই দিলাম । আশাক করি একদিন এসে নিজের চোখে দেখে যাবেন । ধন্যবাদ
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: আপনাদের ছেলে-মেয়েকে (যদি ইচ্ছা করেন) খুব সহজেই ডিপ্লোমা চিকিৎসক বানাতে পারেন ।
ভাই এরা কি ডিপ্লোমা চিকিৎসক হবেন?
এটা কি রোগী দেখে অসুধ দেবেন? রোগীর চিকিতসা করবেন??
নাকি এটা ডাক্তারদের সাহাজ্য করবে??
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
মুক্তারবেষ্ট বলেছেন: এদের নামই মেডিকেল এসিসটেন্ট । পদের নাম অনুযায়ী এরা ডাক্তারদের সাহায্য করার কথা । কিন্তু এতো বিশাল জনসংখ্যার দেশে আমরা ক'জন সঠিকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছি বা ভাল ডাক্তারের খুব কাছা-কাছি যেতে পারছি । গ্রামের দিকে তাকান । ক'জন এম.বি.বি.এস ডাক্তার গ্রামে থাকতে স্বাচ্ছন্দবোধ করেন ? তাই অনেক মেডিকেল এসিসটেন্ট ডাক্তারদের সাহায্যের পাশা-পাশি রোগীদের সাধারন চিকিৎসা সেবাও করে থাকেন ।
৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
নতুন বলেছেন: আমাদের দেশে এই রকমের কো`স করে কাজ শুরু করার প্রবনাতা বাড়ানো দরকার।
সবাইকে সরকারী চাকুরী করতে হবে এটা ভাবা ঠিক না।
আর ডাক্তার নেই বলে... মেডিকেল এসিসটেন্ট হয়ে মানুষকে ওষুধ দেওয়া ও ঠিক না।
৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
মুক্তারবেষ্ট বলেছেন: কিন্তু জেনারেল এডুকেশন এর চেয়ে তো অনেক ভাল হবে এটা স্বীকার করতেই হবে ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২
ভাললাগে না বলেছেন: Click This Link