নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর, কিন্তু মাঝে মাঝে বেদনাদায়ক

মুক্তারবেষ্ট

শিকরের সন্ধানে

মুক্তারবেষ্ট › বিস্তারিত পোস্টঃ

পেশা হিসেবে নার্সিং

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পেশা হিসেবে নার্সিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। যে কয়েকটি বিষয় নিয়ে পড়ালেখা করলে কাজের পর্যাপ্ত ক্ষেত্র নিয়ে নিশ্চিত হওয়া যায়, তার মধ্যে নার্সিং অন্যতম।
 এরমাধ্যমে মানবসেবা করা ছাড়াও ভালো ক্যারিয়ারের সম্ভাবনা রয়েছে।
 এক কথায় এটি আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনাময় খাত।
 দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল, সমাজসেবা অধিদফতর, এনজিও এমনকি পর্যটন করপোরেশনেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন : ০১৮৬৩-৬৮০৫৭৭

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নতুন বলেছেন: এই পেশাতে আশার আগে মানুষের সেবা করার মন মানুসিকতা আছে কিনা সেটা জাচাই করা উচিত।

শুধুই টাকার জন্য এই পেশাতে আসা উচিত না।

২| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মুক্তারবেষ্ট বলেছেন: জ্বি ভাই 'নতুন' আপনি ভাল কথাই বলেছেন । আশা করি যারা এই পেশাতে আসবেন ভেবে চিন্তেই আসবেন ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বনসাই বলেছেন: যাদের জীবনের লক্ষ্য মানব সেবা তাদেরই এই পেশায় আসা ভালো, এটা কেবল টাকা কামানোর পথ ভেবে বসলে ভুল হবে। দিন রাত কাজ করার মানসিকতা থাকতে হবে।
মায়ের অসুস্থতায় গত জুলাই মাস থেকে ৩টি হাসপাতালে থেকেছি, সরকারী হাসপাতালের নার্সদের সেবাদান আমাকে অবাক করেছে।

৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

মুক্তারবেষ্ট বলেছেন: আসলে আমরা যে পেশাতেই থাকি না কেন, পেশা গ্রহনের সাথে সাথেই মানুষের মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায় । এটাই স্বাভাবিক ব্যাপার । আর নার্সদের সেবার মান নিয়ে কোন প্রকার সন্দেহ নাই । অব্শ্য এর ব্যতিক্রম যে নাই তাও জোর দিয়ে বলা যাবে না ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

বিজন রয় বলেছেন: ভাল পেশা। তবে তাদের বেতন কম।

৬| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

শিখণ্ডী বলেছেন: আমার মাকে বাসায় মাঝে মাঝে দেখতাম নিশ্চুপ। আমরা জিজ্ঞেস করলে বলত একটা রোগি রেখে এসেছি অবস্থা বেশি ভাল না। সেমাই/পায়েশ রান্না করে অফিসে চলে যেত, একটি ঈদে ছুটি পেত অন্য ঈদে ডিউটি থাকত। এমন ঘটনার সঙ্গে আমরা খুব পরচিত ছিলাম। শৈশবে পিতাহারা হয়েছিলাম, এক নার্স মা-ই অতি কষ্টে আমাদের বড় করেছে। আপনার লেখা পড়ে পুরনো কথা মনে পড়ল। কিন্তু কিছু কিছু নার্স বা ডাক্তারদের চামাড়ের মত ব্যবহার দেখে লজ্জা লাগে যে আমিও একজন ডাক্তার ও নার্সের সন্তান।

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

মুক্তারবেষ্ট বলেছেন: ভাই শিখণ্ডী, সব নার্স বা ডাক্তারদের এক কাতারে ফেললে হিসাব গোলমেলে হয়ে যাবে । সংসারে যেমন সব মানুষ এক রকম নয়, তেমনি সব নার্স বা ডাক্তার ও এক রকম নয় । তবে একথা সবাই এক বাক্যে স্বীকার করবে যে , বেশীর ভাগ নার্স বা ডাক্তারই ভাল ব্যবহার করেন । কিছু নার্স বা ডাক্তারদের জন্য ভাল নার্স বা ডাক্তারদের দোষারোপ করা ঠিক হবে না ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: নার্সিং মহান পেশা। কিন্তু বেশির ভাগ নার্সেরই ব্যবহার ভালো হয় না। বিশেষ করে সরকারি অফিসের।

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

মুক্তারবেষ্ট বলেছেন: জ্বি ভাই রাজীব, কিন্তু সবাই তো আর সরকারি চাকরি পায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.