নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

muktiakter

muktiakter › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক ছোঁয়া

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০




ছোয়া....নাম টা ছিল ছদ্দনাম।ছেলেটা আগেই বাসে বসে ছিল।আর মেয়েটা ওই বাসেই উঠে ছেলেটার সামনে বসলো।মেয়েটা যতহ্মণ বাসে বসে ছিল ছেলেটা ততহ্মণ মেয়েটাকে দেখছিল।তারপর মেয়েটা যখন বাস থেকে নামলো তখন ছেলেটাও মেয়েটার পিছন পিছন নামলো।
ছেলে:excuse me
মেয়ে:জী আমাকে?
ছেলে:হ্যা আপনাকে।আপনার সাথে একটু কথা বলতে পারি?
মেয়ে:কী কথা?
ছেলে:আপনার ফোন নাম্বারটা কী আমি পেতে পারি?
মেয়ে:না।
ছেলে:তাহলে এই নেন আমার নাম্বারটা।আপনি আমাকে ফোন দিয়েন।
মেয়ে:আমি আপনাকে ফোন দিতে যাবো কোন দু:খে?
ছেলে:কথা বলবো তাই।
মেয়ে:না,আমার কোনো কথা নাই আপনার সাথে।
ছেলে:কিন্তু আমার যে কথা আছে।এই বলে জোর করে ফোন নাম্বারটা দিল।তারপর মেয়েটা বাসায় চলে গেল।
আর ছেলেটা তার গ্রামের বাড়ি চলে গেল ঢাকার বাইরে।ছেলেটা কয়দিন পর ঢাকায় ফিরলো।ঢাকায় ফিরে টানা 4দিন ওই যায়গায় ওই সময় দারিয়ে ছিল যেখানে,যে সময় সেই মেয়েটার সাথে দেখা হয়েছিল।কিন্তু মেয়েটা আর আসেনা।২১দিন পর হটাত মেয়েটা ওই নাম্বরে ফোন দেয়।তারপর শুরু হয় কথা।



চলব.........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.