নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

muktiakter

muktiakter › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক ছোয়া

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১৪



ছেলেঃহ্যালো,কে?
মেয়েঃআমি।
ছেলেঃআমি কে?
মেয়েঃ২১দিন আগে বাস থেকে নামার সময় যার নাম্বার নিয়েছিলেন আমি সে।
ছেলেঃআপনি?এতো দিন পর মনে পড়লো ফোন দেয়ার কথা?
মেয়েঃনাহ,মনে পরে নাই।এমনিই দিয়েছি।
এভাবে চলতে থাকে কথা তারপর দেখা।একদিন ছেলেটা প্রপোস করে মেয়েটাকে।আর মেয়েটাও কত বোকা।ছেলেটার সম্পর্কে কিছু না জেনেই প্রেমের সম্পর্কে জরিয়ে পরে।ভালই চলতে থাকে ওদের ।মেয়েটা এতটাই বোকা ছিল যে ছেলেটা যা বলতো মেয়েটা তাই শুনতো।কথায় আছে-বেশি ভালবাসলে,বেশি কষ্ট পেতে হয়।মেয়েটাও ছেলেটাকে খুব বেশিই ভালবাসত।তাই হয়তো বেশিই কষ্ট পেয়েছে।মেয়েটা ছেলেটাকে অনেক বিশ্বাস করত।তারপর কিছু দিন পর মেয়েটা প্রমান পায় ছেলেটা আরও অনেক মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জরানো।এটা জানার পর মেয়েটা খুব কষ্ট পায় আর কান্না করে।তারপর ছেলেটা মাফ চায় আর বলে সব ছেড়ে শুধু তোমার সাথেই থাকতে চাই।এসব শুনে মেয়েটা মাফ করে দেয়।এভাবে যতবার মেয়েটা মাফ করে ছেলেটা ততবার এক ই অপরাধ করতে থাকে।অবশেষে মেয়েটা যখন সিদ্ধান্ত নেয় এভাবে সম্পর্ক চলে না ঠিক তখন ই একটা ঝর চলে আসে।ওই সময়টায় মেয়েটা হাজার চলে যেতে চাইলেও ছেলেটাকে ছেড়ে চলে যেতে পারেনা।



চলবে.............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.