নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোর ভাবনারে কি হাওয়ায় .........

দোলাহাসান

দোলাহাসান › বিস্তারিত পোস্টঃ

সাথে আছি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

এগিয়ে যাও প্রজন্ম। দিক্‌ ভ্রান্ত হওয়ার কিছু নাই। আমাদের দাবী একটাই যুদ্ধপরাধীদের ফাঁসি চাই। অনেকে অনেক প্যাচ মেরে কথা বলছে কান না দিলেই হল। আন্দোলন চলবে সবাই সাথে আছি। ফাঁসি চাই ফাঁসি চাই।



এত দিন পরে লিখতে বসে মনে হচ্ছে আংগুল সরছে না! জীবনটা যেন রোবটের মত পাড়ি দিচ্ছিলাম। সেই রুটিন মাফিক ঘর সংসার। এর মাঝে ঝড় নিয়ে আসলো নতুন প্রজন্ম। দিন রাত আঁঠার মত আছি ল্যাপির সামনে। একবার ব্লগ একবার ফেসবুক তো আরেক বার ইন্টারনেট টিভি!



ব্লগে না লিখলেও হাজারবার করে এসে পড়ে যাই, বন্ধুদের ফেসবুকে স্টাটাস পড়ি, লাইক দেই, মাঝে মাঝে মন্তব্য করি। খেয়াল করি শ্বাপদের দল সবখানে কেমন পাগলা কুকুরের মত করছে। নিরীহ ব্লগার রাজীবের মৃত্যুতে আস্তিক নাস্তিকের ইস্যু তৈরী করার চেষ্টায় ঠান্ডা পানি ঢেলে দেওয়া হল কুকুরটার গায়ে! সেই পুরোন খেলা নজরুলের ভাষায় হিন্দু না মুসলিম!



মানুষে মানুষে একাকার প্রজন্ম চত্তর! আহা আমিও যদি সবার সাথে গলা ফাটিয়ে শ্লোগান দিতে পারতাম! নতুনদের স্যালুট। বাংলাদেশের স্হবির জনগনকে নতুন আলোর দিশা দেখানোর জন্য, আমরাতো আশা করতেই ভুলে গেছিলাম। হতাশায় নিমজ্জিত জাতিকে তুলে ধরার জন্য। আমরাও পারি রাজাকারদের ফাঁসি চাইতে। শ্বাপদের দল মনে করছে ৪২ বছর পার হয়ে গেছে আর কি করবে পচা গলা বাংলাদেশ! তাকিয়ে দেখ হিংস্র কুকুর তোকে ফাঁসিতে ঝোলানোর জন্য সব তৈরী, এমনকি জল্লাদও!



নিজেকে বড় একা মনে হয় বিদেশের মাটিতে। জানিনা আরো যারা বাইরে আছেন সবার কেমন মনে হয়। বাইরের জীবনটা এত ব্যস্ত, কিন্তু মন পরে থাকে দেশে। খালি কবে যাব কবে যাব দেশে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

নাঈম বলেছেন: দূর দূরান্তে বসেও কিন্তু শাহবাগের আন্দোলনে শরীক হওয়া যায় আপু, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আশেপাশের বাঙালীরা একত্র হয়ে জমায়েত হলেই কিন্তু সেটা শাহবাগের আন্দোলনেরই একটা সম্প্রসারিত রূপ, সুতরাং নিজেকে দলছুট ভাবার কোন কারণ নেই।


ভাল থাকুন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

দোলাহাসান বলেছেন: Porar jonno onek onek dhonnbad amader shomabesher din meyetar khub jor silo jar jonno ami jete parini:(...

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

সুফিয়া বলেছেন: আমিও শরীক আছি এই আন্দোলনে। কিন্তু অফিসের কাজের ব্যস্ততায় সব সময় যেতে পারিনা। দুদিন মাত্র যাওয়ার সুযোগ হয়েছিল। তবে সব সময় শাহবাগের খবর জানার চেষ্টা করি আর মনে মনে ওদের মঙ্গল ও সাফল্য কামনা করি। ওদের জন্যে আমার লেখা কবিতাটি।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.