![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলমেটের পরিবর্তে ভিজার যা মুলত একটি ডিজিটাল স্বচ্ছ চশমা, স্মার্ট ড্রাইভিং ড্রেস, স্ট্যান্ড ছাড়াই সম্পূর্ণ ভারসাম্য রাখতে পারা একটি মটর বাইক! নতুন প্রযুক্তির মধ্যে থেকে এই তিনটি বিষয়ই যথেষ্ঠ এই মটরবাইকটিকে ফিউচার বাইক হিসবে আলাদা মর্যাদা দিতে।
অনেকটা সাইন্স ফিকশন মুভিতে ব্যবহৃত বাইকের মতই দেখতে। তবে সাইন্স ফিকশন মুভির অংশ না হলেও যে সমস্ত ফিচার যুক্ত হয়েছে বাইকটিতে তাতে ফিউচার বাইক বলা যেতেই পারে। আর এই বাইকটি তৈরি করেছে বিশ্বের অন্যতম অটোমোবাইল কোম্পানি BMW.
হেলমেটের পরিবর্তে ডেটা চশমা (Visor)
The BMW Motorrad VISION NEXT 100 ফিউচার বাইক এ ভিজারের মাধ্যমে রাইডার এবং মোটরসাইকেল সরাসরি কানেকটেড থাকে। ভিজার মুলত একটি ডেটা চশমা যা রাইডের সময় বাতাস থেকে বাইকারকে সুরক্ষা দেওয়ার সাথে সাথে সামনের ভিজুয়াল এলাকাগুলো চোখের সামনে প্রজেকশন করে। অপনি যদি সরাসরি ভিজারের মাধ্যমে দেখেন তবে কোনও ততক্ষন পর্যন্ত ডেটা প্রদর্শিত হবে না যতক্ষন না প্রয়োজন হয়।
ভিজারের ডিসপ্লেটি অনেকটা বিমানের ককপিটের ডিসপ্লের মত দেখতে। ডিসপ্লের মাধ্যমে রাইডার যে কোন বিচ্যুতি সংশোধন করতে পারবেন আর যদি রাইডার কোন পদক্ষেপ না নেন বা পদক্ষেপ নিতে দেরি করেন তবে ভিজারের মাধ্যম বাইকটি নিজেই নিজেকে সংশোধন করে সামনে এগুতে থাকে।
রাইডার তার দৃষ্টি স্বাভাবিক দৃষ্টিভঙ্গির থেকে কিছুটা নিচে নামিয়ে দিলে একটি মেনু ওপেন হয়, যেখানে তিনি আঙুলের মাধ্যমে নিয়ন্ত্রণ বা ব্যবহার করে প্রতিটি ফাংশন ট্রিগার করতে পারেন। যদি রাইডার তার দৃষ্টিকে আরও নামিয়ে দেয় তবে ভিজারের ডিসপ্লেতে রাইডারকে তার অবস্থানসহকারে মানচিত্র প্রদর্শন করে।
ভারসাম্য ঠিক রাখবে নিজে নিজে
চলন্ত অবস্থা বা দাড়িয়ে থাকা যে কোন অবস্থায় বাইকটি কখনও পড়ে যাবেনা এবং ভারসাম্যও হরাবে না। ব্যবহৃত এরোডাইনামিক্স প্রযুক্তি বাইকটিকে নিজে নিজে ভারসাম্য ঠিক রেখে চলতে বা দাড়িয়ে থাকতে সাহায্য করবে।
নতুন যারা বাইক চালনা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি একেবারে পারফেক্ট, যতই বাজে ড্রাইভ করেন না কেনো খনও পড়ে গিযে আঘাত পাবার কেনা সম্ভাবনা নাই। আর যারা বাইক চালনা অভিজ্ঞ তারা এই সুবিধাটির জন্য শর্ট অথবা লং রাইডিংয়ে আরো সাচ্ছন্দ বোধ করবেন এবং প্রতিটি রাইড আালাদা তৃপ্তি উপভোগ করবেন।
সূত্রঃ ফিউচার বাইক – The BMW Motorrad VISION NEXT 100
©somewhere in net ltd.