নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

র্দুনীতি মুক্ত বাংলাদেশ চায়।

আসুন উষ্কানী মূলক রাজনৈতিক বক্তব্য পরিহার করি।

মুকুল সালাহউদ্দীন

নোংরা রাজনৈতিক প্রতিহিংসা গ্রাস করতেছে আমাদের হৃদয়, রাজনৈতিক নোংরা আবেশ ধ্বংস করতেছে আমাদের ব্যাক্তিগত পারিবারিক ও বন্ধুত্ব সর্ম্পক, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, দেশকে প্রতিহিংসা মুলক রাজনীতির কবল হতে মুক্ত করি। @সালাহউদ্দীন মুকুল

মুকুল সালাহউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আমার নিজের তোলা প্রিয় কিছু ছবি,

০৬ ই জুন, ২০১৩ রাত ২:৫৫

ছবি মানুষের খুবই প্রিয় একটি বিষয়, ছবির গুরুত্ব ও উপকারিতা অপরিসীম, আধুনিক বিশ্ব ছবি ছাড়া কল্পনা করা যায়না, ছবি রাষ্ট্র, ব্যাক্তি, সমাজের দর্পন স্পরুপ, কেউ ছবি তুলতে, আবার কেউ ছবি দেখতে, কেউ ছবি সংগ্রহ করতে ভালবাসে,



আমি নিজেও ছবি দেখতে, তুলতে ও সংগ্রকরতে খুবই ভালবাসি ও এটি আমার প্রিয় শখগুলোর অন্যতম, তবে ছবি দেখতে ও সংগ্র করতে যতটুকু পারদর্শী সেই তুলনায় আমি ছবি তুলতে খুবই দুর্বল,



তাছাড়া ভাল ছবি তোলার মত উন্নত ক্যামরা ও পর্যাপ্ত সময়, ছবি তোলার উদ্দেশ্যে ভিবিন্ন জায়গায় ভ্রমণের মত সময় ও আর্থিক কোনটাই আমার যথেষ্ট পরিমাণ নেই, তারপরই চেষ্ট করি যতটুকু সময় আর যে একটি দুর্বল ক্যামরা আছে তা দিয়ে অন্তত প্রিয় মুর্হুতের ও প্রিয় মানুষ, প্রিয় দৃশ্যের ছবি তুলতে।























































































গত ২০১২ সালের ডিসেম্বরে বাড়ী যাবর সময় প্যানাসনিক লুমেক্স ১০ মেগাপিক্সেল ডিজিটাল একটি ক্যামরা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে অনেক ছবি তুলেছি আমার নিজ গ্রামের ও নিজ এলাকার, ছোট ছোট বাচ্চাদের, অনেকগুলো ছবি হতে কয়েকটি ছবি ব্লগ বন্ধুদের সাথে শেয়ার করলাম, হয়তো আপনাদের ভাল নাও লাগতে পারে, তারপরও যদি আমার দুর্বল ফটোগ্রাফীতে কেউ বিন্ধুমাত্র আনন্দ পান, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে মনে করবো।















































মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারও লুমিক্স প্যানাসনিক, কিন্তু ১৪.১ মেগাপিক্সেল। ছবিগুলো খুব সুন্দর হয়েছে!!!

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২০

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ধন্যবাদ , ভাল লাগার অনুভুতি শেয়ার করার জন্য, এটা সম্ভবত আপনার প্রথম মন্তব্য যা আমার কোন পোষ্টএ করেছেন।

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৩৮

ভিশন-২০৫০ বলেছেন: বাহ! সুন্দর! ওদের চকলেট দিয়েছেন তো?!

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৩৯

মুকুল সালাহউদ্দীন বলেছেন: অনেক চকলেট , চিপস , আচার দিয়েছি এদের।

৩| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৬

শোশমিতা বলেছেন: সুন্দর ছবি!
পিচ্ছি গুলো অনেক কিউট :)

৪| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৫

রাজীব দে সরকার বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.