নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

রজনী কর্ম...।। ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

নিরব নিস্তব্ধ গভীর রাত, আমি একলা এক রুমে বড় এক বিছানায়, দরজা ভেড়ানো, শুনশান নিস্তব্ধতা।

এর মাঝেই ওরা এলো, একে একে রুমে ধুঁকে গেলো, আমি ঘুমন্ত, কোন প্রোটেকশন ছিল না।

এর আগে এমন অভিজ্ঞতা নেই বললেই চলে, কারণ আমিতো ভালো ছেলে।

আমাকে ঘুমন্ত দেখে ওরা আমার সাথে যা ইচ্ছা তাই করতে শুরু করলো।

গালে, কপালে, নাকে, কম্বলের নিচে ধুঁকার চেষ্টা।

আমি ঘুমন্ত অবস্থায় যতো টুকু পারলাম ওদের প্রদুত্তর দেয়ার চেষ্টা করে গেলাম।

সকালে ক্যাম্পাসে জেতে হবে, আমি চাচ্ছিলাম না কিছু করতে।

ওদের বাড়াবাড়িতে এক পর্যায়ে উঠেই গেলাম ঘুম থেকে।

দু পক্ষের সমান অংশগ্রহণ না হলে তো জমে না। তাই উঠেই নেমে পড়লাম কামে।

ঠাশ ঠুস শব্দে যাচ্ছেতাই অবস্থা, ভয় হচ্ছিলো পাছে আব্বুর ঘুম না ভেঙ্গে যায়, এই অবস্থায় দেখলে যে প্রচুর রাগ করে বসবেন, আম্মু ও। বিছানায় রক্তের ছিটা পরে আছে এখানে সেখানে, ভয় হচ্ছিলো সকাল বেলা সবাই ঘুম থেকে উঠার আগেই আমাকে ঘুম থেকে উঠেই এই শীতের দিনে চাঁদরটা ধুতে হবে, নয়তো রক্তের দাগ যাবে না, আর ওই সময়ে গোছল, একটা অসহনীয় কাজ।

নিজের অজান্তেই এই কাজ করে ফেলায়, মনটাও বিষণ্ণ হয়ে আছে।

মাঝ রাতে ঘুম থেকে উঠেই এমন কাজে লেগে যাওয়াতে কেমন জানি টায়ার্ড লাগতেছিল, বোতলটা থেকে পানি খেলাম।

একটু বল পেলাম গাঁয়ে। ডিম লাইটেই কাজটা সেরে ফেলছিলাম, এর পর টিউব টাও জ্বালালাম।

এর পর এক এক করে সব গুলো মশা কে বিছানা থেকে তুলে একটা কাগজে জমালাম। শ্যালা এক সাথে এতো গুলা কোন একলা ছেলেকে এটাক করে?

তবে দোষতো আমারই, আমি তো ভালো ছেলে, সব দিনই মশারীটা খাটাই, ইডানিং আলসেমি বেশী করতেছি। দোষতো আমার না, বিল গেটস বলছেন, তার সব চেয়ে কঠিন কাজটার জন্য নাকি তিনি অলস লোকটাকে নিবেন, তাইতো আমি আলসেমির মাত্রা বাড়াচ্ছি। অফারতো সে দিয়েই রাখছে, আমি জাস্ট সিভি টা আপডেট করতেছি। :D

যাইহোক, ঘুম থেকে উঠেই পোস্টটা লিখলাম, যাই এখন আবার ঘুম দেই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

খেয়া ঘাট বলেছেন: ভালোই হাসলাম।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

আহসান২০২০ বলেছেন: আমি আগেই বুঝতে পারছিলাম যে কাহিনীটা কি। মজা পেলাম না।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

১১স্টার বলেছেন: আমিও আগেই বুঝতে পারছিলাম ;)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

লজিক মানুষ বলেছেন: প্রথমে তো কি না কি মনে করেছিলাম। এক নিশ্বাষে পুরাই পড়ে ফালাইলাম ;) ;) ;) । কিন্তু এ কি??????????????? =p~ =p~ =p~ =p~



হা, ইদানিং মশার যন্ত্রনা এতোটাই বেড়ে গেছে যে টয়লেটে যেতে বদনার পরিবর্তে এরোসল নিয়ে যেতে হবে মনে হচ্ছে। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.