নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

Urgent TRANSLATION দরকার

২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬

আমার বোনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হইছে, ওকে ক্লাসে জিজ্ঞেস করছে,

"আমার মাথায় কাক পায়খানা করে দিল আর আমি অবাক হয়ে গেলাম" ট্রান্সলেশন করোতো।

ও বেচারি পারে নাই, আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি এখন না পরে বলবো, এখন বিজি আছি।

এখন যেই পারেন আমারে একটু হেল্প করেন :D

শুধু কাকের পায়খানার ইংলিশটা বললেও হবে। :D B-)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

macsaens বলেছেন: I got astonished when a crow shitted on me

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

এম ই জাভেদ বলেছেন: আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ক্রো শিটি ং অন মাই হেড

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

ভ্রমন কারী বলেছেন: ঐ কাকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি ;) ;)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

রিফাত হোসেন বলেছেন: ফাইজলামী করেন ?

যে বেক্কল জিজ্ঞাসা করছে তাকে আগে জিজ্ঞাসা করেন সে বাঙ্গাল কিনা ? X(

"আমার মাথায় কাক পায়খানা করে দিল আর আমি অবাক হয়ে গেলাম'' এটা কোন প্রশ্ন হইল না প্রশ্ন ঠিকমত হইল , =?


আপনার মাথায় কোন কিছু নির্গত হইলে কি অবাক হইবেন ? নাকি রেগে যাবেন ? নাকি সবার সামনে করায় বিব্রত বোধ করবেন ? বা লজ্জায় পরবেন ?



মানুষের ভাব তখন কি রকম প্রকাশিত হয় ?


অবাক প্রথম শুনলাম,, শুনে অনেক অবাকই হইলাম ।

এইটার ইংরেজী কইরা বাংলা ও ইংরেজী দুইটারই মান সম্মান হারাবো । :)



৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: I was shocked when a crow shit on my head.

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

আহসান২০২০ বলেছেন: কাউয়া কা-কা করে, তুমি কি কর?? এইটা হবে ট্রান্সলেশন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: Damn you crow !I am so pissed off you just shitted on me

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

রিমন০০৭ বলেছেন: Asshole!

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

রিমন০০৭ বলেছেন: B:-/ B:-/

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

বয়ানবাজ বলেছেন: সাবধান!!!
কাকের টার্গেট খুব কমই মিস হয়!!

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

একাকী আমরা বলেছেন: আজ সকালেও একজন রিকসা ওয়ালার মাথায় কাক এই কম্র সাধন করল আমার চোখের সামনে X(( X( X(( X( B:-)

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

ইমদাদুল হক সাব্বির বলেছেন: :-P :P

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সব বিরোধী দলের পোষা কাকের চক্রান্ত......... কালকে পরশু তরশু লাগাতার হরতাল..... X((

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

চ।ন্দু বলেছেন: Damn you crow !I am so pissed off you just shitted on me----খেয়াঘাটের এটাই জব্বর হয়েছে। এরকমই একটা ঘটনা ছিল আমার। ক্লাস ৮এ পড়ি তখন। নতুন ভর্তি হয়েছি স্কূলে। ইংরেজীর ক্লাস আমার ভাল লাগত না। চুপি চুপি পেছনদিক দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। স্যার দেখে ফেলল, বলল, দাঁড়া, কৈ যাস?' স্যার সবাইকে তুই তুই সম্বোধন করতেন।

আমি খাঁটি বাংলায় বললাম 'আমি মুততে যাচ্ছি, স্যার।' স্যার সবাইকে বললেন, 'ইংরেজীতে ওর কথাটা 'ক, কে পারবি?' সবাই চুপ। তিনি আমাকে বললেন, 'এবার তুই 'ক, পারলে যাগা, না পরলে জা'গায় গিয়ে বয়।'
আমি তৎক্ষণাৎ বললাম, 'আই অ্যাম গোয়িং টু টেক এ পি স্যার।'
স্যার বললেন, 'এবার যা।'

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

কায়সার আহমেদ কায়েস বলেছেন: কাকের বিষ্ঠা তাহার মস্তিষ্কে পড়িল, এবং এই রকম অবাক করা বাক্যের অনুবাদের প্রয়োজন বোধ করিল।

রিফাত হোসেন বলেছেন: অবাক প্রথম শুনলাম,, শুনে অনেক অবাকই হইলাম।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

বাংলার রাবণ বলেছেন: কোন বিসশোবিডডালোয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.