![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।
প্রথমে আমাদের আজকের ৩মিনিটের নীরবতা পালনের পিছে আমার একটা ব্যাখ্যা আছে, তা হচ্ছে, আমাদের অর্থাৎ
বাংলাদেশীদের যাদের শরীরে মেরুদণ্ড বিদ্যমান, আমরা সবাই দাড়িয়ে আজ যুদ্ধাপরাধীদের ফাঁসির পক্ষে এবং শাহবাগের গণআন্দোলনের
সাথে একাত্মতা ঘোষণা করলাম। তার সাথে দাড়িয়ে থেকে, আমাদের পা কে, এক নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছিলো। কারণ এই পায়ে ভর করেই আরো দূরের পথে বহুদূর এগুতে হবে।
মাত্রইতো হাঁটা শিখলাম।
আচ্ছা যা বলতে চাচ্ছিলাম, আমাকে কেও ভুল বুঝবেন না। নতুন করে আবার আইন করে কাদের মোল্লার বিচার, এইটা একটা বিলম্বিত প্রক্রিয়া, তাই আমরা ওর বিচার মেনে নেই। আর আমরা আন্দোলন করি, এই ইস্যুতে যে, বাচ্চু রাজাকারের অন্তত একটা রায়ে ওকে বেখুশুর খালাস দেয়া হোক। শুধু তাই না, আমরা সাথে সাথে বাকি সকল রাজাকারের অন্তত একটা মামলাতে বেখুশুর খালাস চাই। কারণ এইটা তার নাগরিক অধিকার।
জাওজ্ঞা তবে আরেকটা দাবী, এইটা আসল। অগোর সব গুলানরে একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে সবাইরে, ঠিক এক সময়ে, এক কারাগার থেকে, মুক্তি দেয়া হোক।
তার পর...... বাকি কাম আমাগো হাতে।
এর একটা ভালো দিক হচ্ছে, ইলিয়াস আলির নিঃসঙ্গতা কাটবে।
কেও গালিগালাজ কইরেন না, শুনতে ভালো লাগে না, কারণ আমি একজন মানুষ, রাজাকার না।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: রাজাকারদের জনগণের হাতে ছেঁড়ে দেয়ার দাবী জানাচ্ছি।