![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।
আজকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে নাকি একটা হিন্দি গানের বাংলা ভার্সন চিত্রায়িত হইছে...।
এইটা গেইটের ভিতরে
বিএনপি এর জন্যঃ
গোলাবি পিচকারী, যো তুনে মুঝে মারি
তো ম্যারা প্যান্ট খারাপ হো গায়ী
ম্যারে আং রাজা, যো তেরা রাঙ্গ লাগা, যো সিধী সাধ্যি Democracy সারাবি হোগায়ি
এইটা গেইটের বাইরে
এইটা আম্লিগের জন্যঃ
ইত্না মাজা কিউ আ রাহা হে
তুনে সংবিধান যো চেইঞ্জ কিয়া ...
ইত্না মাজা কিউ আ রাহা হে
তুনে যো সংবিধান কো চেইঞ্জ কিয়া
দুগ্না নাশা, কিউ হো রাহা হে
গদি কা মিঠা তুনে যো খিলায়া ..
ছোট বেলায় আমি যথেষ্ট ইতর আর বাঁদর টাইপের ছিলাম, সারাদিন বিভিন্ন এক্সপেরিমেন্ট, নতুন খেলনা বানানো, আব্বুর দেশের বাইরে থেকে আনা খেলনা খুলে নতুন কিছু বানানোর চেষ্টা, এই সব করতেই থাকতাম। তখন আম্মু জাস্ট একটা কথাই বলতেন।
"আজ তোর আব্বু আসুক" -- আর আমি পুরাই আন্ডার কন্ট্রোল।
খালেদা জিয়া আজকে কিছুই করেন নাই, জাস্ট বলছিলেন সবাই পল্টনে আসুক।
যা দেখানোর হাসিনাই দেখাইলো।
আর হা!
প্রধানমন্ত্রী কিন্তু শুধু বঙ্গবন্ধু-কন্যাই নন, তিনি গণতন্ত্রের মানসকন্যা।
স্টিফেন হকিংসের সাথে বাংলাদেশের একটা মিল ছিল এতো দিন,
স্টিফেনের ব্রেইন ছাড়া আর কিছুই কাজ করে না, তেমনি ঢাকা ছাড়া প্রায় সব শহরই অচল ছিল।
আস্তে আস্তে ব্রেইনেরও মৃত্যু ঘটতেছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
মুহসিন বলেছেন: ব্রেইনের মৃত্যু!