![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।
শিক্ষাই যদি জাতির মেরুদন্ড হয়ে থাকে, তবে শিক্ষকরা হচ্ছেন সেই মেরুদণ্ডের কারিগর।
আমাদের দেশের শিক্ষকরা যে কতোটা অসহায় তা মাঝে মাঝেই দেখা যায়,
যখন শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নামেন।
আর গ্রামের প্রাথমিক শিক্ষকরাতো আরও মানবেতর জীবন কাটান।
মেহেরপুর জেলার গাংনি থানার মটপুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত
"বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়" এর শিক্ষক শরিফুল ইসলাম।
উনার ২টা কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে, সাথে আরও আনুসঙ্গিক খরচও আছে, সব কিছু মিলিয়ে প্রায় ২০লাখ টাকার মতো লাগবে। গ্রামের একজন প্রাইমারী স্কুল টিচারের পক্ষে তা ম্যানেজ করা একপ্রকার অসম্ভব। আমার এপার্টমেন্টের এক প্রতিবেশীর কাছ থেকে আমি প্রথমে জানতে পারি, এবং পরবর্তীতে আমি কিছু খোঁজ নিয়ে বিষয়টা নিশ্চিত হই।
মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, মটমুড়া ইউনিয়ন (+৮৮০১৭১৫৬৮৬১৯১)উনার সাথেও কথা বলি।
Click This Link
সত্যতা যাচাইয়ের জন্য চেয়ারম্যানের সাথেও কথা বলে দেখতে পারেন। আর লিঙ্কটা হচ্ছে সরকারি ওয়েবসাইটের।
শরিফুল ইসলাম বর্তমানে ইবনে সিনার শঙ্করে ২০১ নাম্বার কেবিনে চিকিৎসাধীন,
Ibn Sina Hospital
House #64, Road #15/A, Dhanmondi, Dhaka 1209
Phone: 8119513-5, 8113709
http://www.ibnsinatrust.com/trust/contacts
চাইলে ওদের সাথেও কথা বলে নিশ্চিত হতে পারেন। পোস্টটা লিখার আগে আমি নিজেও একবার কথা বলেছি।
উপরে এতো তথ্য দেয়ার পিছে প্রধান কারন একটাই, আমার কথার উপর ভিত্তি না করে, নিজ কানে শুনে,
তার পরে সাহায্যের হাত বাড়ান।
হামিদুল ইসলামঃ +৮৮০১৭২৫২৯৭৬৬৯ [রুগীর ভগ্নীপতি]
জসিম উদ্দিনঃ +৮৮০১৭১৭৫৬৯২০৯ [রুগীর শ্যালক]
টাকা পাঠাতে পারেনঃ
ব্রাক ব্যাংক একাউন্টেঃ
Jasim Uddin
A/C: 310120 179439 3001
SWIFT: BRAKBDDH
বিকাশের মাধ্যমেঃ
+8801812222481
সকলের সহযোগিতা কাম্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯
এহসান সাবির বলেছেন: সকলের সহযোগিতা কাম্য।